Breaking







Showing posts with label General Science. Show all posts
Showing posts with label General Science. Show all posts

Wednesday, January 31, 2024

Wednesday, January 31, 2024

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা PDF || বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা PDF

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম PDF
বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম
নমস্কার বন্ধুরা,
আজ বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা PDFটি আপনাদের বাংলা ভাষায় শেয়ার করছি, যেটিতে বিভিন্ন অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা গুলির নাম দেওয়া হলো। সাধারণ বিজ্ঞানের অংশ হিসাবে প্রায় সমস্ত চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলে? মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়নকে কী বলা হয়? ইত্যাদি।

বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম তালিকা

বিজ্ঞানের শাখার নামআলোচ্য বিষয়
হেমাটোলজিরক্ত সংক্রান্ত
মাইকোলজিছত্রাক সম্পর্কিত
ভাইরোলজিভাইরাস
অনকোলজিক্যান্সার
পোমোলজিফল
অর্নিথোলজিপাখি
পেডোলজিমৃত্তিকা
জিওলজিপৃথিবী
এরোলজিবায়ুমন্ডল
এন্টমোলজি কীটপতঙ্গ
কসমোলজিবিশ্ব ব্রহ্মান্ড
অ্যাস্ট্রোলজিজ্যোতিষ বিদ্যা
জেনেটিক্সবংশগতি
ইকোলজিবাস্তু ও পরিবেশ
জুওলজিপ্রাণী বিদ্যা
মরফোলোজিঅঙ্গসংস্থান
অ্যাস্ট্রোনমিজ্যোতির্বিজ্ঞান
নিউরোলজিস্নায়ুতন্ত্র
ডার্মাটোলজিচর্ম
আর্কিওলজিপ্রত্নতত্ত্ব
অ্যান্থ্রপলজিনৃ-তত্ব
মাইক্রোবায়োলজিঅনুজীব
সাইকোলজিমনোবিজ্ঞান
সাইটোলজিকোষ
বোটানিউদ্ভিদ বিদ্যা
মেট্রোলজিওজন ও পরিমাপ
অস্টিওলজিঅস্থি
রেডিওলজিতেজস্ক্রিয়তা
সোসিওলজিমানব-সমাজ
টক্সিলজিবিষ
ব্যাকটিরিওলজিব্যাকটেরিয়া
ওটোলজিকান এবং শ্রবণ
অপটোলজিদৃষ্টি
নেফ্রোলজিবৃক্ক বা কিডনী
মায়োলজিপেশী
হেপাটোলজিযকৃত
অডন্টলজিদাঁত
কার্ডিওলজিহৃদপিন্ড
অ্যাগ্রোলজিকৃষি
ট্যাক্সনমিশ্রেণী বিন্যাস
মেটেওরোলজিআবহাওয়া
সেরিকালচাররেশম চাষ
পিসিকালচারমাছ চাষ
এপিকালচার মৌমাছি পালন
হর্টিকালচারবাগান/ উদ্যান
এরোনটিক্সবিমান
ইঞ্জিনিয়ারিংযন্ত্র বিদ্যা
ফোনেটিক্সউচ্চারণ বা শব্দ

অধ্যয়ন সংক্রান্ত বিদ্যার নামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name::বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা
File Format: PDF
No.of Pages:2
File Size::544 KB

Monday, November 6, 2023

Monday, November 06, 2023

700 General Science Questions Answers in Bengali PDF

General Science Questions Answers in Bengali PDF

700 General Science Questions Answers in Bengali PDF
General Science Bengali Questions Answers
নমস্কার বন্ধুরা,
আজ General Science Questions Answers in Bengali PDF, যেটিতে ৭০০টি সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া আছে বাংলায়। আপনারা সবাই জানেন যেকোনো Competitive Exam-এ বিশেষত WBCS, CGL, MTS, RRB, PSC, SSC, CHSL, RPF প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তাই আমরা গুরুত্বপূর্ণ ৭০০টি প্রশ্ন উত্তর সমন্বিত সাধারণ বিজ্ঞান নোটটি প্রস্তুত করলাম।

700 General Science Questions Answers in Bengali

কিছু নমুনা::
1. ভিনিগার বলে—৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে 
2. অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল হল —৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড 
3. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ ০.১৫—১.৫% 
4. ইস্পাত তৈরিতে লােহার সঙ্গে মেশাতে হয় -কার্বন 
5. ‘উড স্পিরিট হল —মিথাইল অ্যালকোহল 
6. স্যাকারিন প্রস্তুত হয় —-টলুইন থেকে 
7. জলজ শামুক,ঝিনুকের খােলক গঠিত  ক্যালশিয়াম কার্বনেট দিয়ে 
৪. যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সােডা আকারে ওয়াটার তৈরি করা হয়- কার্বন-ডাই-অক্সাইড 
9. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন —নিকোলাস অটো 
10. আলাে সাতটি বর্ণের সমষ্টি —এটি প্রমাণ করেন আইজ্যাক নিউটন 
11. তড়িৎযােজী যৌগ তড়িৎ পরিবহন করে — গলিত অবস্থায় 
12. আলাের প্রতিসরণ এ যা অবশ্যই ঘটবে তা হল —বেগের পরিবর্তন 
13. লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনাে মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে 
14. প্রতিসরনের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোনের মান হয়—90° 
15. মানবদেহে স্বাভাবিক উষ্ণতা হল 98.4F 
16. যে উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান —-(-40°C) 
17. ফারেনহাইট স্কেলে পরমশুণ্য উষ্ণতার মান——(459.4°C)। 
18. আইসবারের ক্ষেত্রে সমান থাকে ভরসংখ্যা। 
19. আইসােটোপ এর ক্ষেত্রে সমান থাকে প্রােটিন সংখ্যা 
20. ফটকিরিতে কেলাস জলের সংখ্যা —24 
21. টিনের সুস্থিত আইসােটোপের সংখ্যা —10 
22. পরমাণুর মৌলিক কোনাগুলির মধ্যে সবচেয়ে ভারী কনা হল —নিউট্রন 
23. লেখার চক তৈরি হয় —ক্যালসিয়াম সালফেট 
24. রেকটিফাইড স্পিরিট হল —৯৫.৬% ইথাইল এলকোহল এবং ৪.৪% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। অথবা, ৯৫% ইথাইল অ্যালকোহল ৫% জল 
25. পাইরােমিটার হল —সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র 
26. সােনায় মরিচা ধরে না কারণ —সােনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু 
27. মুক্তার ওজনের এককের নাম —গ্রন। 
28. কলের জলে সাধারণত যে উপাদান বেশি থাকে —আয়রণ (লৌহ) 
29. ডিডিটির (DDT) পূর্ণরূপ হল —ডাইক্লোরাে—ডাইফিনাইল-ট্রাইক্লোরাে-ইথেন 
30. টিএনটির (TNT) পূর্ণরুপ- ট্রাই নাইট্রো টলুইন। 
31. সাবানের রাসায়নিক নাম হল —সােডিয়াম স্টিয়ারেট 
32. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হল —সােডিয়াম মনােগ্লুটামেট 
33. পেট্রোলের অপর নাম —গ্যাসােলিন 
34. বেকিং পাউডার হল —সােডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণ 
35. লাফিং গ্যাস হল-নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক। 
36. দার্শনিকের উল হল —জিঙ্ক অক্সাইড 
37. শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান হলাে—ভিটামিন। 
38. গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলে—গ্লাইকোজেনেসিস।

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: 700 General Science in Bengali 
File Format: PDF
No. of Pages: 16
File Size:3.55 MB


Sunday, October 29, 2023

Sunday, October 29, 2023

499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF || General Science Question Answers Part-2

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ 499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে General Science Question Answers রয়েছে বাংলায়। কারণ যেকোনো Competitive Exam যেমন-WBCS, CGL, MTS, PSC, RRB প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে।

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

নমুনা প্রশ্ন-উত্তর ::

1.মানুষের গায়ের রঙ নিওর্ভর করে কোন উপাদানের উপর?-উঃ মেলানিন।

2.উড স্পিরিট কী?-উঃ মিথাইল অ্যালকোহল।

3. চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের কত অংশ?-উঃ ১/৬ অংশ।

4. পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়?-উঃ মেরু অঞ্চলে।

5. মানুষের চোখে কি রকম লেন্স থাকে ?⇒ উত্তল লেন্স

6. হিমোগ্লোবিনের কাজ কী ?⇒ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

7. মানুষের দীর্ঘতম হাড় কোনটি ?⇒ উরুর হাড় নাম femur

8. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না ?-আরশোলা ।

9.মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি ?-অক্সিজেন

10. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?-লুইস ব্রাউন (ইংল্যান্ড)

11. জীবের বংশগতির একক কোনটি ?-  জিন

12. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?- উ: আয়োডিনের অভাবে

13. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?-তামা

14. মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে?- গম। 

15.আমাদের শরীর এ শক্তির উৎস হিসাবে কাজ করে -- কার্বোহাইড্রেট। 

16. সবচেয়ে বেশিতড়িৎ ধনাত্মক মৌলের নাম কি?➥  সিজিয়াম। 

17.ডাটুরিন পাওয়া যায় -- ধুতরা গাছের পাতা থেকে।

18. লালারসে উপস্থিত উৎসেচকটির নাম -- টায়ালিন।

19. ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? –অগ্নাশয়ে

20. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ- ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা 

সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে রয়েছে

File Details:
File Name: 500 GS Part-2
File Format: PDF
File Size: 2.60 MB

Tuesday, October 24, 2023

Tuesday, October 24, 2023

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা PDF || List Of Measuring Instruments

বিভিন্ন পরিমাপক যন্ত্র তালিকা PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম pdf
পরিমাপক যন্ত্রের নাম
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম PDFটি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্র ও তাদের কাজ তালিকা রয়েছে। বর্তমানে যেকোনো পরীক্ষাতে বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? ইত্যাদি।

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

যন্ত্র সমূহকাজ
রেনগেজবৃষ্টিপাত পরিমাপক যন্ত্র
পেরিস্কোপচোখের সমতল থেকে উঁচুতে অবস্থিত কোনো বস্তুকে দেখার যন্ত্র
ভিসকোমিটারসান্দ্রতা মাপার যন্ত্র
ল্যাকটোমিটারদুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
ম্যানোমিটারগ্যাসীয় পদার্থের চাপ মাপার যন্ত্র
রিফ্রাকটোমিটারপ্রতিসরাঙ্ক মাপার যন্ত্র
ভোল্টামিটারতড়িৎ-এর বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র
ক্রেসকো গ্রাফ/
অক্সানোমিটার
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র
ক্রনোমিটারনির্ভুল সময় মাপার ঘড়ি বিশেষ
কমিউটেটরতড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা
অ্যামমিটারতড়িৎ প্রবাহ মাপা হয়
অ্যানিমোমিটারবায়ুর শক্তি ও গতিবেগ মাপার যন্ত্র
হাইড্রো মিটারতরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
ডায়ানামোমিটারবৈদ্যুতিক শক্তি মাপার যন্ত্র
ক্যালোরি মিটারতাপ পরিমাপক যন্ত্র
কলোরি মিটাররঙের তীব্রতার পার্থক্য পরিমাপক যন্ত্র
ব্যারোগ্রাফঅবিরাম বায়ুর চাপ নথিভুক্ত করার যন্ত্র
অডিও মিটারশব্দের তীব্রতা মাপার যন্ত্র
স্পেকস্ট্রোস্কোপবর্ণালী পর্যবেক্ষক যন্ত্র
ব্যারোমিটারবায়ুর চাপ মাপার যন্ত্র
বাইনোকুলারসদুরের বস্তুকে কাছে দেখার যন্ত্র
গ্যালভানো মিটারতড়িৎ প্রবাহের পরিমান মাপার যন্ত্র
মাইক্রোমিটারঅতি সূক্ষ দুরত্ব এবং নির্ভুল কৌনিক দুরত্ব পরিমাপক যন্ত্র
হাইগ্রোমিটারবায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্র
ফটোমিটারআলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপক
পাইরোমিটারউচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র
রেডিও মাইক্রোমিটারতাপের বিকিরণ মাপার যন্ত্র
পিকনোমিটারতরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র
স্ফেরোমিটারগোলকের ব্যাস পরিমাপক
স্ফিগমোম্যানোমিটাররক্তচাপ মাপার যন্ত্র
সেক্সস্ট্যান্টদুটি বস্তুর মধ্যে কৌনিক দুরত্ব পরিমাপক যন্ত্র

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নামের তালিকাটি পিডিএফে আছে

File Details:
File Name: বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রসমূহের নাম
File Format: PDF
No. of Pages:2
File Size: 324 KB

Click Here to Download

Sunday, July 9, 2023

Sunday, July 09, 2023

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || General Science Book in Bengali

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

1000 General Science PDF Bengali Book Download -সাধারণ বিজ্ঞান বই
1000 General Science PDF Bengali Book
Hello বন্ধুরা,
আজ 1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে  জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ বিজ্ঞান বইটি আগত Railway Group D ও NTPC পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।

সাধারণ বিজ্ঞান বই

কিছু নমুনা::
1.কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।

2.কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? –  কার্ল ল্যান্ডস্টেইনার।

3.কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।

4.কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।

5.জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।

6.অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

7.হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

8.হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

9.অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

10.কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় –ব্যাকটিরিয়াকে।

11.কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় – ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।

12.কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় – ভলভক্সকে।

13.পামেলা দশা কার মধ্যে দেখা যায় – ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

14.ভাউকেরিয়াকী –একটি সিনোসাইটিক শৈবাল।

15.নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন – গোলাকার।

16.কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় — মিউকরের।

17.মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে – ডায়াস্টেজ উৎসেচক।

18.মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ– জীবাণু ঘটিত।

19.হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির – যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

20.মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?- এনামেল।

21.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?-  তারা মাছ 

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি ডাউনলোড করে নিন 

File Details:
File Name: 1000 General Science
File Format: PDF
File Size:2.93 MB


Tuesday, June 13, 2023

Tuesday, June 13, 2023

বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম তালিকা PDF || Scientific Name List in Bengali

বিজ্ঞান সম্মত নামের তালিকা PDF

বৈজ্ঞানিক নামের তালিকা PDF
বৈজ্ঞানিক নাম
Hello Friends,
আজ বৈজ্ঞানিক নামের তালিকা PDFটি উপস্থাপন করা হলো, যেটিতে ১০০টি উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নামের তালিকা দেওয়া হয়েছে। বিভিন্ন Competitive Exam-এ বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- মানুষের বিজ্ঞান সম্মত নাম কী? মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কী? ইত্যাদি।

বৈজ্ঞানিক নামের তালিকা

প্রাণী ও উদ্ভিদ বৈজ্ঞানিক নাম
মানুষ Homo sapiens
ইঁদুর Bandicota benglalensis
খরগোশ Oryctolagus cuniculus
মশা Culex pipiens
মাছি Musca domestica
টিকটিকি Hemidactylus brookii
মৌমাছি Apis indica
প্রজাপতি Pieris brassicae
কচ্ছপ Lessemys punctata
ইলিশ Tenualosa illisha
কাতলা Catla catla
চিংড়ি Macrobrachium malcolmsonii
ময়ূর Pavo cristatus
কেঁচো Metaphira posthuma
ফিতাকৃমি Taenia solium
কাঁকড়া Carcinus manius
পিঁয়াজ Allium cepa
রসুন Allium sativum
ছোলা Cicer arietinum
খেসারী Lathyrus sativus
সয়াবিন Glycine max
শসা Cucumis sativus
বেগুন Solanum melongena
আম Mangifera indica
লিচু Litchi chinensis
শাল Shorea robusta
মেহগনি Swietenia mahagoni
তুলসী Ocimum sanctum
নিম Melia azadirachta
পদ্মফুল Nelumbo nucifera

বৈজ্ঞানিক নামের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Scientific Name List in Bengali
File Format: PDF
No. of Pages: 3
File Size: 1.96 MB

Click Here to Download

Wednesday, May 31, 2023

Wednesday, May 31, 2023

General Science MCQ in Bengali Part-2 PDF || সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

General Science MCQ in Bengali PDF

General Science MCQ in Bengali Part-2 PDF
General Science MCQ in Bengali 
হ্যালো বন্ধুরা,
আজ General Science MCQ in Bengali Part-2 PDFটি আপনাদের দিচ্ছি, যেটি Railway Group D, NTPC সহ যেকোনো চাকরীর পরীক্ষায় কাজে লাগবে। এটিতে ১১৩টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে MCQ প্রশ্ন এবং সঙ্গে উত্তরও দেওয়া হলো বাংলা ভার্সনে। এটি সমস্ত Competitive Exam-এর কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে। যারফলে এটা থেকে কমন আসার সম্ভাবনা থাকছে।

General Science MCQ in Bengali

কিছু সাধারণ বিজ্ঞান নমুনা প্রশ্ন-উত্তর::
∎ নিউট্রন কে আবিষ্কার করেন?
(a) মেরি কুরি
(b) মেন্ডেলিফ
(c) রাদারফোর্ড
(d) স্যাডউইক

∎ ভিটামিন-এ যকৃতে উৎপন্ন হয়-
(a) আর্গোস্টেরল থেকে
(b) অ্যাভিডিন থেকে
(c) ক্যারোটিন থেকে
(d) সাইট্রাল থেকে

∎ বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল বিবর্ণ হয়ে যায়?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন সালফাইড
(c) কার্বন-ডাই-অক্সাইড
(d) নাইট্রোজেন

∎ কাঁকড়াবিছের শ্বাসযন্ত্রের নাম কী?
(a) বুক লাং
(b) ফুলকা
(c) বহিঃ ফুলকা
(d) ট্র্যাকিয়া

∎ পরমানুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
(a) ফার্মি
(b) আংস্ট্রম
(c) নিউটন
(d) মাইক্রন

∎ জীবজগতের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম জীব কোনটি?
(a) ব্যাকটেরিয়া
(b) মাইকোপ্লাজমা
(c) অ্যানাবিনা
(d) নষ্টক

∎ নিচের কোন উদ্ভিদ গমন করতে পারে?
(a) ভলভক্স
(b) স্পঞ্জ
(c) প্রবাল
(d) লাইকেন

∎ ভরের আন্তর্জাতিক একক কী?
(a) কিলোগ্রাম
(b) লিটার
(c) গ্রাম
(d) কোনটাই নয়

∎ অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে?
(a) চশমা
(b) পেরিস্কোপ
(c) ক্যামেরা
(d) আতসকাচ

∎ নিচের কোনটি সাধারণ লবনের উৎস?
(a) জিপসাম
(b) গ্যালেনা
(c) হ্যালাইট
(d) সিনাবার

এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name:: General Science MCQ in Bengali Part-2
File Format: PDF
No. of Pages: 10
File Size: 1.42 MB

Tuesday, December 27, 2022

Tuesday, December 27, 2022

General Science in Bengali PDF Part-3 for Railway Group D | NTPC

General Science Bengali PDF for Railway Group D

General Science Bengali PDF Part-3 for Railway Group D
General Science-সাধারণ বিজ্ঞান
Hey Dear,
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য General Science Bengali PDF Part-3 আপনাদের দিচ্ছি। যেটিতে Railway Group D  পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান থেকে বাংলায় প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাশ করতে হলে জেনারেল সাইন্সে একটু পারদির্শী হওয়া খুবই দরকারী। রেলের গ্রুপ ডি ছাড়াও NTPC সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ উপযোগী এই পিডিএফ।

          সুতরাং দেরী না করে নীচ থেকে  General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন বিনামূল্যে এবং পড়তে থাকুন যখন খুশী বাড়িতে বসেই।

General Science in Bengali

General Science  নমুনা প্রশ্ন-উত্তর
1.দেহের কোন অংশকে ‘Biochemical Laboratory' বলে — যকৃৎ

2. দেহের মোট পেশির সংখ্যা কত —640টি

3. মূলবিহীন একটি সপুষ্পক উদ্ভিদের নাম বলুন — Utricularia vulgaris.

4. 'Father of plant physiology' কোন বিজ্ঞানীকে বলে — স্টিফেন হেলস

5. সুন্দরবন দিবস কবে পালিত হয় —3রা জুন

6. B-complex মধ্যস্থ কোনটি ভিটামিন H— B8 (বায়োটিন)

7. কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে — রেনিন

8. মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারী অবস্থান করে — সেল্লা টারসিকা

9. প্লাসমোডিয়ামের কোন দশাকে ‘ফিডিং ফেজ’ বলে —ট্রফোজয়েট

10. কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতো নির্গত করা হয় — স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে

11. PABA কী — Para Amino Benzoic Acid

12. কোন বিজ্ঞানী 'Taxon' শব্দের প্রচলন করেন— বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস

13. Red data Book' কীসের তথ্য নির্দেশ করে — বিপন্ন (threatened) প্রাণী ও উদ্ভিদ

14. ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি — বিটি কটন

15. লাইকেন কোন ধরণের দুষণের সূচক — বায়ুদূষণ

16. সাপ সম্পর্কে পড়াশোনাকে কী বলে— হার্পেটোলজি

17. WCMC এর সম্পূর্ণ নাম কী —World Conservation Monitoring Centre.

18. দুধের কেসিন রাসায়নিকভাবে কী জাতীয় — প্রোটিন

19. উটের কুঁজ কীসের গঠন—অ্যাডিপোজ কলা

20. নতুন পরিবেশে উদ্ভিদের অবস্থান ও অভিযোজনকে কী বলে — Ecesis.

21. শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে — 44 বছর

22. স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণ অবস্থায় হৃৎপিণ্ডের অন্তঃঅলিন্দ প্রাচীরের অস্থায়ী ছিদ্রকে কী বলে — ফোরামেন অফ ওভেল

23. কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয় — বেনেডিক্ট রথ যন্ত্র

24. হাতি ও গণ্ডারের গর্ভকাল কতদিন — 624 দিন ও 540 দিন

25. পৃথিবীর আদিমতম সরীসৃপ কোনটি— স্ফেনোডন

26. কোন পাখির ডানার স্পন্দন সবথেকে বেশি —হামিং বার্ড

27. উল্টানো পিরামিড, জীবভর পিরামিড কোন বাস্তুতন্ত্রে পাওয়া যায়— বনভূমি ও মিষ্টি জলাধারে

28. ‘বায়োস্ফিয়ার’ ধারণার প্রবক্তা কে—সুয়েস

29. ব্যাক্টেরিয়ার অতিরিক্ত চক্রাকার DNA-কে কী বলে — প্লাসমিড

সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন 

File Details::
File Name:General Science Part-3
File Format: PDF
No. of Pages:2
File Size:643 KB

Click Here to Download