Breaking







Tuesday, December 27, 2022

General Science in Bengali PDF Part-3 for Railway Group D | NTPC

General Science Bengali PDF for Railway Group D

General Science Bengali PDF Part-3 for Railway Group D
General Science-সাধারণ বিজ্ঞান
Hey Dear,
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য General Science Bengali PDF Part-3 আপনাদের দিচ্ছি। যেটিতে Railway Group D  পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান থেকে বাংলায় প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাশ করতে হলে জেনারেল সাইন্সে একটু পারদির্শী হওয়া খুবই দরকারী। রেলের গ্রুপ ডি ছাড়াও NTPC সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ উপযোগী এই পিডিএফ।

          সুতরাং দেরী না করে নীচ থেকে  General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন বিনামূল্যে এবং পড়তে থাকুন যখন খুশী বাড়িতে বসেই।

General Science in Bengali

General Science  নমুনা প্রশ্ন-উত্তর
1.দেহের কোন অংশকে ‘Biochemical Laboratory' বলে — যকৃৎ

2. দেহের মোট পেশির সংখ্যা কত —640টি

3. মূলবিহীন একটি সপুষ্পক উদ্ভিদের নাম বলুন — Utricularia vulgaris.

4. 'Father of plant physiology' কোন বিজ্ঞানীকে বলে — স্টিফেন হেলস

5. সুন্দরবন দিবস কবে পালিত হয় —3রা জুন

6. B-complex মধ্যস্থ কোনটি ভিটামিন H— B8 (বায়োটিন)

7. কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে — রেনিন

8. মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারী অবস্থান করে — সেল্লা টারসিকা

9. প্লাসমোডিয়ামের কোন দশাকে ‘ফিডিং ফেজ’ বলে —ট্রফোজয়েট

10. কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতো নির্গত করা হয় — স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে

11. PABA কী — Para Amino Benzoic Acid

12. কোন বিজ্ঞানী 'Taxon' শব্দের প্রচলন করেন— বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস

13. Red data Book' কীসের তথ্য নির্দেশ করে — বিপন্ন (threatened) প্রাণী ও উদ্ভিদ

14. ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি — বিটি কটন

15. লাইকেন কোন ধরণের দুষণের সূচক — বায়ুদূষণ

16. সাপ সম্পর্কে পড়াশোনাকে কী বলে— হার্পেটোলজি

17. WCMC এর সম্পূর্ণ নাম কী —World Conservation Monitoring Centre.

18. দুধের কেসিন রাসায়নিকভাবে কী জাতীয় — প্রোটিন

19. উটের কুঁজ কীসের গঠন—অ্যাডিপোজ কলা

20. নতুন পরিবেশে উদ্ভিদের অবস্থান ও অভিযোজনকে কী বলে — Ecesis.

21. শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে — 44 বছর

22. স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণ অবস্থায় হৃৎপিণ্ডের অন্তঃঅলিন্দ প্রাচীরের অস্থায়ী ছিদ্রকে কী বলে — ফোরামেন অফ ওভেল

23. কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয় — বেনেডিক্ট রথ যন্ত্র

24. হাতি ও গণ্ডারের গর্ভকাল কতদিন — 624 দিন ও 540 দিন

25. পৃথিবীর আদিমতম সরীসৃপ কোনটি— স্ফেনোডন

26. কোন পাখির ডানার স্পন্দন সবথেকে বেশি —হামিং বার্ড

27. উল্টানো পিরামিড, জীবভর পিরামিড কোন বাস্তুতন্ত্রে পাওয়া যায়— বনভূমি ও মিষ্টি জলাধারে

28. ‘বায়োস্ফিয়ার’ ধারণার প্রবক্তা কে—সুয়েস

29. ব্যাক্টেরিয়ার অতিরিক্ত চক্রাকার DNA-কে কী বলে — প্লাসমিড

সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন 

File Details::
File Name:General Science Part-3
File Format: PDF
No. of Pages:2
File Size:643 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link