Bengali General Science Questions Answers Part-2 PDF | সাধারণ বিজ্ঞান পর্ব-২
![]() |
Bengali General Science-সাধারণ বিজ্ঞান |
Hello Dear,
আগত Railway Group Dসহ বিভিন্ন পরীক্ষার জন্য Bengali General Science Questions Answers Part-2 PDFটি সকলের জন্য আজ দিয়ে দিলাম| কারণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে | তাই Bengali General Science-এ বিশেষ জ্ঞান রাখা আবশ্যক | আর এই পিডিএফটিতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন থেকে প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে |
Bengali General Science
∎পদার্থ বিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তা কে-আলবার্ট আইনস্টাইন∎ফুসফুসের আবরণীকে কী বলে – প্লুরা
∎সমুদ্রের জলে সব থেকে বেশি কী থাকে- ক্লোরিন
∎পরিণত মানুষের হৃদপিণ্ডের ওজন কত– 300 গ্রাম
∎সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা একই থাকে- –40
∎পীতবিন্দু চোখের কোথায় থাকে—রেটিনাতে
∎সাধারণ ঘরের তাপমাত্রায় কোন অধাতু তরল অবস্থায় থাকে – ব্রোমিন
∎মানুষের রক্তের সবচেয়ে বড় শ্বেতকণিকা কোনটি -মনোসাইট
∎কোন ধাতুর জন্য আতসবাজিতে সবুজ আলোর ছটা দেখা যায় – বেরিয়াম
∎মুক্তোর প্রধান উপাদান যৌগ কী – ক্যালসিয়াম কার্বোনেট ও অ্যানোনিয়াম কার্বোনেট
∎নোনাজাইট কীসের আকরিক –থোরিয়াম
∎লাফিং গ্যাস আসলে কী – নাইট্রাস অক্সাইড
∎সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে- নীল
∎কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়– বলয় পরীক্ষা
∎পটাশিয়াম ফেরোসায়ানাইড কী –একধরণের জটিল লবণ
∎অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি, না হাল্কা – সামান্য ভারি
∎অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে — আম্লিক অক্সাইড
∎অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
∎Fe3O4 কোন ধরনের অক্সাইড – মিশ্র অক্সাইড
∎‘হাইড্রোজেন’শব্দের অর্থ কী — জল উৎপাদক
∎হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয়- বাণিজ্যিক দস্তার ছিবড়া
∎অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত– ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
∎অন্তর্ধৃতি কাকে বলে – কোনোগ্যাস যখন কোনোকঠিন পদার্থের মধ্যে শোষিত হয়, তখন তাকে অন্তর্ধৃতি বলে
∎কোনোবিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে — জায়মান হাইড্রোজেন
∎অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন- ফ্রিজ হ্যাবার
∎মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী – ক্যালসিয়াম কার্বনেট
∎বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি — প্রায় দেড়গুণ
∎কোন রাসায়নিক সামগ্রী কার্বন-ডাই- অক্সাইড গ্যাস শোষণ করতে পারে –সোডা লাইম
∎হাইড্রোজেন সালফাইড গ্যাসটির আবিষ্কারক কে – বিজ্ঞানী সিলে
∎লেড -অ্যাসিটেট সিক্ত ব্লটিং পেপার H2S গ্যাসে ধরলে কী রঙের হবে -কালো
∎জলে দ্রবীভূত হয় কোন কোন যৌগ – চিনি, 'ভিটামিন C, গ্লুকোজ ইত্যাদি
∎দ্রবণে কোন দুটি উপাদান থাকে-দ্রাব ও দ্রাবক
∎১৮ গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন ও কত গ্রাম হাইড্রোজেন দরকার– ১৬ গ্রাম অক্সিজেন ও ২ গ্রাম হাইড্রোজেন
∎ক্যাটায়নে কী জাতীয় তড়িৎ থাকে- ধনাত্মক তড়িৎ
∎কোন অধাতু তড়িৎ বহন করে – কার্বনের গ্রাফাইট রূপভেদ
∎একটি Ca পরমাণু থেকে ২টি ইলেক্ট্রন চলে গেলে পরমাণুটি কীসে পরিণত হবে- ধনাত্মক আয়নে
∎দস্তা ও অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে কোনটি বেশি তড়িৎ পরিবহণ করে –অ্যালুমিনিয়াম
∎একটি পদার্থের জলীয় দ্রবণে নীল লিটমাস দিলে লাল হয়ে গেলে দ্রবণটির মধ্যে ক্যাটায়ন রূপে কোন আয়ন থাকে -হাইড্রোজেন আয়ন
∎NaHCO3 এর মধ্যে এক ফোটা ফেনপথ্যালিন দিলে কী হবে — দ্রবণের রঙ লালচে বেগুনি হবে
∎মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় — হাইড্রোক্লোরিক অ্যাসিড
∎কোন বিজ্ঞানী হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন – রবার্ট বয়েল
∎অ্যাসিডের জলীয় দ্রবণে কোন আয়ন থাকবেই – হাইড্রোজেন আয়ন
∎কোন গ্যাসের জারণ ও বিজারণ উভয় ধর্মই থাকে – সালফার ডাই-অক্সাইড
∎শাকসজি নীল করতে কোন অজৈব যৌগ ব্যবহার করা হয় – তুঁতে
∎হিম-মিশ্র তৈরিতে সাধারণত কোন লবণ ব্যবহৃত হয় – সাধারণ লবণ
∎কলেরা রোগীর দেহে জলের ভাগ অনেক কমে যায় বলে কোন দ্রবণ ইনজেকশন হিসাবে দিতে হয়- লবণ-জলের দ্রবণ
∎β রশ্মি কোন কণার সঙ্গে তুলনীয় -ইলেক্ট্রন
∎ত্রিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে– ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
∎কোন রঙহীন গ্যাস বায়ুর সংস্পর্শে আসলে বাদামি রঙ তৈরি করে- নাইট্রিক অক্সাইড
∎ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ কোন গ্যাস শোষণ করে – অক্সিজেন
∎কোন পদ্ধতিতে অপরিশোধিত তেল থেকে গ্যাসোলিন তৈরি হয়- অর্ধক্ষেপণ
∎দণ্ডাকার ব্যাকটিরিয়াকে কী বলে –ব্যাসিলাস
∎কোন বৈশিষ্ট্য নিডারিয়া পর্বে দেখা যায় না-পায়ু
∎কোন অংশটি মটরফুলে থাকে না -উপবৃতি
∎বিবর্তনে জার্মপ্লাজম থিওরির প্রবক্তা কে –ভাইজম্যান
∎কোন বৈশিষ্ট্যটি ফার্ণ জাতীয় উদ্ভিদে থাকে না – বীজ সৃষ্টি
∎‘হাইপোপিয়াল দশার’ সমার্থক শব্দ কোনটি – পিউপা
∎বাইর্যামাস উপাঙ্গ কোন পর্বের বৈশিষ্ট্য – আর্থোপোডা
∎কোন প্রাণীর পায়ু থাকে না - ব্যাঙ
∎রোমযুক্ত দেহত্বক কোন ধরণের প্রাণীর বৈশিষ্ট্য - স্তন্যপায়ী প্রাণীর
∎পদ্ম কোন শ্রেণির উদ্ভিদ – জলজ বীরুৎ শ্রেণির
∎‘অপটিকলোব’এর সমার্থক শব্দ কোনটি– কর্পাস কোয়াড্রিজেমিনা
∎একটি জীবের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা 2n+1 হলে জীবটিকে জিনগত ভাবে কী বলা হবে -অ্যালোপলিপ্লয়েড
∎তরুণাস্থি কোন বৈশিষ্ট্যে হাড় থেকে আলাদা – রক্তবাহবিহীন ধাত্র
∎সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোশের সংখ্যা ক’টি – ৮টি
∎কেঁচোর রেচন অঙ্গ কোনটি -নেফ্রিডিয়া
∎বাষ্পমোচন ক’ ধরণের -৩ ধরণের
∎ADP',‘NADP', ‘RUDP'ও ‘PGA'র মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – ‘PGA'.
∎ব্যাতিহারী’র সমার্থক শব্দ কোনটি –মিথোজীবী
∎উন্নত উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী ধরণের ফস্ফোরীভবন ঘটে –অনাবর্তাকার
∎কোন পদ্ধতিটি রসের উৎস স্রোতের সঙ্গে সম্পর্কিত নয় — পৃষ্ঠটান
∎কর্ক ক্যাম্বিয়াম কী জাতীয় ভাজক কলা– গৌণ
∎নিচের কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই : ডরমিন, ভার্নালিন, অ্যানিউরিন,ফ্লোরিজেন — অ্যানিউরিন
∎তরুণাস্থি বিষয়ক বিদ্যার নাম কী –কন্ড্রিওলজি
∎কোন প্রক্রিয়াটি জননের সঙ্গে সম্পর্কি নয় – প্যানজেনেসিস
∎টেপওয়ার্ম; ফ্ল্যাটওয়ার্ম, রাউন্ডওয়ার্ম ও শিপওয়ার্ম’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – শিপওয়ার্ম
∎ট্রকোফোর, প্লানুলা, পিলিডিয়াম ও ত্রম্ব্রায়োফোর’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – ত্রম্ব্রায়োফোর
∎‘গ্যামন্টের’ সমার্থক শব্দ কোনটি –গ্যামেটোসাইট
∎কোন বৈশিষ্ট্যে টিনিয়া সোলিয়াম,টিনিয়া স্যাজিনাটা থেকে আলাদা –রসটেলাম
∎গিনিপিগের দাঁতে কোন বৈশিষ্ট্যটি থাকে না — আইসোডন্ট
∎নিডারিয়া পর্বে অযৌন দশা কী -জুওয়েড
∎ভলভ্যান্ট, পেনিট্র্যান্ট, গ্লটিনেন্ট,হেক্সাক্যান্থ’এর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – হেক্সাক্যান্থ
∎ক্যাঙ্গারুর পেটের তলায় যে থলি থাকে তাকে কী বলে – মারসুপিয়াম
∎থাইরয়েড় গ্রন্থি কোন কশেরুকার মধ্যে থাকে – ৫ ও ৭
∎কোন কারণে ব্যাক্টিরিয়া আদি উদ্ভিদ– নিউক্লিয়াসের অনুপস্থিতির কারণে
∎কোন বৈশিষ্ট্য শৈবালে দেখা যায় না– কাইটিনযুক্ত কোশপ্রাচীর
∎রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ –উভচর
∎পায়রার বৃক্কের সামনে থাকা হলুদ রঙের গ্রন্থিকলাকে কী বলে – ক্রোমাফিল কলা
∎সম পার্শ্বীয় নালিকা বান্ডিল, সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল, কেন্দ্রীয় নালিকা বান্ডিল, অরীয় নালিকা বান্ডিল’এর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – অরীয় নালিকা বান্ডিল
∎‘অশাখ’ কাণ্ডের সমার্থক শব্দ কোনটি-কডেক্স
∎আনুভূমিক অবস্থিত দুর্বল কান্ডের অন্য নাম-ব্রততী
∎কোন গাছে সপক্ষল পত্রবৃন্ত দেখা যায়-লেবু
∎ধ্বজা,পক্ষ, তরীদল,পরাগধানীর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই-পরাগধানী
∎নগ্নপুষ্পের সমার্থক শব্দ কোনটি – অকঞ্চুক
∎আতা কোন জাতীয় ফল-গুছিত
∎AA BB CC ও aa bb cc অন্তঃলক্ষণযুক্ত দুটো গাছের সঙ্করায়নে উৎপন্ন প্রথম অপত্য জনুতে (F1) গ্যামেট সৃষ্টির সময় কত রকমের গ্যামেট তৈরি হবে– ৮ রকমের
∎উভচর ও পক্ষী উভয়ের কোন বৈশিষ্ট্য থাকে –অবসারণী ছিদ্র
File Details::
File Name: General Science Part-2
File Format: PDF
No. of Pages:4
File Size:3.13 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link