Breaking







Friday, February 22, 2019

General Science Part-1 in Bengali -সাধারণ বিজ্ঞান

General Science Part-1 in Bengali PDF Download-সাধারণ বিজ্ঞান 

General Science Part-1 in Bengali for WBCS,CGL,MTS,SSC,PSC
General Science Part-1 in Bengali 
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন Competitive Exam-এ General Science থেকে অনেক প্রশ্ন এসে থাকে তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি General Science Part-1 in Bengali ,যেটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল |

                   সুতরাং দেরী না করে General Science Part-1 in Bengali পড়ে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন 

1.মাছ কিসের সাহায্যে জলের মধ্যে যেকোনো গভীরতায় অবস্থান করতে পারে?
উ: পটকার সাহায্যে

2.মরুভূমির প্রাণীরা শুষ্ক মল ত্যাগ করে কেন?
উ: জল সাশ্রয়ের জন্য

3.মরুভূমিতে অভিযোজিত এমন কোন প্রাণী পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণ করে?
উ: মোলক হরিদাস

4.গুহাবাসী প্রানীদের দৃষ্টিশক্তি কেন খুবই ক্ষীন হয়?
উ: আলোর অভাবের জন্য

5.ব্যাঙ কোন অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
উ: ব্যাঙাচি অবস্থায়

6.উড়ন্ত সরীসৃপের নাম কী?
উ: ড্রাকোভোলানাস

7.টিকটিকির পায়ের তলায় কী থাকে?
উ: মাংসল প্যাড

8.মাছের হৃদপিন্ড কী ধরনের হৃদপিন্ড?
উ: একচক্রী

9.গিনিপিগ শাকাহারী বলে একে কোন জীব বলা হয়?
উ: রোমন্থক জীব

10.ক্রোমোজমের কোন অংশে নিউক্লিওলাস তৈরী হয়?
উ: গৌনখাঁজ

11.ইলেইওপ্লাস্ট অঙ্গানুতে কী সংশ্লেষ ঘটে?
উ: প্রোটিন

12.পুরুষ অ্যানোফিলিস মশার মুখ-উপাঙ্গে কোন অংশ থাকে না?
উ: ম্যান্ডিবিল

13.পুকুরের তলায় থাকা প্রানীদের কী বলে?
উ: বেন্থস

14.চা পাতা থেকে কোন উপক্ষার পাওয়া যায়?
উ: থেইন

15.রানী তন্তু কাকে বলা হয়?
উ: রেশমকে

16.পত্ররন্ধ্র বন্ধের জন্য দায়ী হরমোন কোনটি?
উ: অ্যাবসিসিক অ্যাসিড

17.চিংড়ির রেচন অঙ্গের নাম কী?
উ: সবুজ গ্রন্থি

18.মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়?
উ: হিমাচুরিয়া

19.ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?
উ: পিনিয়াল বডি

20.গ্লুকোমা রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উ: চোখ

21.মানবদেহের ক্ষুদ্রতম পেশী কোনটি?
উ: স্টেপেডিয়াস

22.কোন তন্তুর জন্য বায়োসিনোসিস রোগ হয়?
উ: তুলো

23.কোন মাছের দেহে ফুসফুস রয়েছে?
উ: ডিপনয় মাছ

24.কী থেকে ক্ষতস্থানে পুঁজ তৈরী হয়?
উ: শ্বেতরক্তকনিকা

25.রক্তে কোলেস্টেরলের পরিমান কমাতে কী সাহায্য করে?
উ: রসুন

Next Part Coming Soon......

3 comments:

  1. NCRT based Bengali Pdf din please, help Hobe railway group D jonn.
    Thank You

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dont Leave Any Spam Link