Breaking







Thursday, February 21, 2019

Political Science MCQ Part-2 in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর

Political Science MCQ Part-2 in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 

Political Science MCQ Part-2 in Bengali PDF for WBCS,CGL,MTS,PSC
Political Science MCQ Part-2 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Political Science MCQ Part-2 in Bengali PDF,কারণ বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,MTS,SSC,PSC এবং সমতুল্য পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে |

                      সুতরাং দেরী না করে Political Science MCQ Part-2 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন|

1.ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল-
[a] গণতান্ত্রিক
[b] একনায়কতান্ত্রিক
[c] সামরিক
[d] কোনটিই নয়

2.সার্বভৌম শব্দটির অর্থ হল-
[a] বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
[b] অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
[c] সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
[d] কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত

3.ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি-
[a] সার্বভৌম,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[b] সমাজতান্ত্রিক,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[c] সার্বভৌম,সমাজতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[d] যুক্তরাষ্ট্রীয় ,গনতান্ত্রিক প্রজাতন্ত্র

4.ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে?
[a] ভারতশাসন আইন ১৮৪৮
[b] ভারতশাসন আইন ১৯১৯
[c] ইন্ডিয়ান কাউন্সিল অ্যাকট ১৯০৯
[d] ভারতশাসন আইন ১৯৩৫

5.ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রুপায়ন করেছে-
[a] ফ্রান্স
[b] ব্রিটেন
[c] কানাডা
[d] সুইডেন

6.নিম্নলিখিত কোন ধারনাটি ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ গ্রহণ করেননি?
[a] মৌলিক অধিকার
[b] যুগ্ম তালিকা
[c] মৌলিক কর্তব্য
[d] নির্দেশাত্মক নীতি

7.ভারতের বিচারক্ষেত্রে জন স্বার্থ মামলার ধারণা কোন দেশ থেকে আগত?
[a] ইউ কে
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] সুইডেন
[d] কানাডা

8.রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতের সংবিধান-
[a] যুক্তরাষ্ট্রীয়
[b] এককেন্দ্রিক
[c] আধা-যুক্তরাষ্ট্রীয়
[d] কোনটিই নয়

9.নিম্নলিখিত কোন রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান?
[a] নেপাল
[b] গ্রেট ব্রিটেন
[c] জাপান
[d] কোনটিই নয়

10.পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে?
[a] মার্কিন যুক্তরাষ্ট্র
[b] ইংল্যান্ড
[c] কানাডা
[d] আয়ারল্যান্ড

11.সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন-
[a] ড. আম্বেদকর
[b] রাজাগোপালাচারী
[c] আবুল কালাম আজাদ
[d] ড. রাজেন্দ্র প্রসাদ

12.গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিল?
[a] ১৩জন
[b] ৮৩জন
[c] ৯৩জন
[d] ৯৭জন

13.স্বাধীনোত্তর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গুলি পুনর্গঠিত হয়?
[a] ১৯৪৭
[b] ১৯৫১
[c] ১৯৫৬
[d] ১৯৬৬

14.কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়?
[a] ৩৫তম
[b] ৩৬তম
[c] ৩৭তম
[d] ৩৮তম

15.কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয়-
[a] পুলিশী পদক্ষেপের মাধ্যমে
[b] গণভোটের মাধ্যমে
[c] অন্তর্ভুক্তিকরনের মাধ্যমে
[d] কোনটিই নয়

16.কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল?
[a] ১৯৫৩
[b] ১৯৬১
[c] ১৯৫৫
[d] ১৯৬৩

17.কত নং ধারা অনুযায়ী বিদেশী রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় ও নতুন রাজ্য গঠন করা যায়?
[a] ১
[b]
[c] ৩
[d] ৪

18.সংবিধানের ১ নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে-
[a] যুক্তরাষ্ট্র
[b] আধা-যুক্তরাষ্ট্র
[c] রাজ্যসমূহের ইউনিয়ন
[d] এককেন্দ্রিক রাষ্ট্র

19.সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবতন করার অধিকারী হল-
[a] রাষ্ট্রপতি
[b] সংসদ
[c] নির্বাচন কমিশন
[d] সুপ্রিমকোর্ট

20.আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র-রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুসৃত হয়েছিল?
[a] মর্লে-মিন্টো সংস্কার,১৯০৯
[b] মন্টেগু-চেমসফোর্ড আইন,১৯১৯
[c] ভারতশাসন আইন,১৯৩৫
[d] ভারতীয় স্বাধীনতা আইন,১৯৪৭

File Details:
File Name: Polsc MCQ P-2
File Format: PDF
File Size: 1.45 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link