Breaking







Wednesday, February 20, 2019

Environmental Science MCQ Part-3 In Bengali-পরিবেশ বিজ্ঞান

Environmental Science MCQ Part-3 In Bengali-পরিবেশ বিজ্ঞান 

Environmental Science MCQ Part-3 In Bengali for Primary TET,CTET
Environmental Science-পরিবেশ বিজ্ঞান 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Science MCQ Part-3 In Bengali,কারণ Primary TET, CTET এবং অন্যান্য Competitive Exam-এ পরিবেশ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | তাই পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তর  সম্পর্কে একটু ভালোরকম অবগত থাকা আবশ্যক |

                      সুতরাং দেরী না করে ,Environmental Science MCQ Part-3 In Bengali পড়ে নিন এবং প্রস্তুতির একধাপ এগিয়ে থাকুন |

1.গ্রেট বেরিয়ার রিফ-
[a] সর্বাপেক্ষা বড় বেরিয়ার রিফ
[b] অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত
[c] সর্বাপেক্ষা বড় Atolls
[d] a ও  b দুটি

2.পশ্চিমবঙ্গে আর্সেনিকে দুষিত জেলার সংখ্যা-
[a] ২টি
[b] ৪টি
[c] ৮টি
[d] একটিও নয়

3.নাগারন্য অবস্থিত-
[a] কর্নাটকে
[b] পশ্চিমবঙ্গে
[c] কেরালাতে
[d] ওড়িশাতে

4.১৮৬০-১৮৬৯ সালের মধ্যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পেয়েছে-
[a] ১৩%
[b] ১৪%
[c] ১৫%
[d] কোনটিই নয়

5.প্রবাল প্রাচীর হল-
[a] জলজ উদ্ভিদের মৃতদেহ
[b] সমুদ্রের তলদেশের পাথরবিশেষ
[c] নিডারিয়া পর্বের প্রানীদের দেহ
[d] কোনটিই নয়

6.ভারতীয় বন আইন প্রথম প্রনয়ন করা হয়-
[a] ১৯১২ সালে
[b] ১৯২৭ সালে
[c] ১৯৩২ সালে
[d] ১৯৭২ সালে

7.সৌরজগতে জীবন ও জীববৈচিত্র্য আছে একমাত্র-
[a] পৃথিবীতে
[b] বুধে
[c] শনিতে
[d] বৃহস্পতিতে

8.সমুদ্রে রয়েছে পৃথিবীর সঞ্চিত জলের -
[a] ৩ ভাগ
[b] ৯৩ ভাগ
[c] ৯৭ ভাগ
[d] ৭৯ ভাগ

9.PVC-এর পুরো কথা হল-
[a] Polyvinyl Chloride
[b] Pentavanadium Chloride
[c] Phenylevinyl Chloride
[d] কোনটিই নয়

10.সালফার ডাই অক্সাইডের প্রভাবে-
[a] ফুসফুসে ক্যান্সার হয়
[b] উদ্ভিদের ক্লোরোফিলের পরিমান কমে
[c] বৃক্কের ক্ষতি হয়
[d] গ্রীন হাউস্ ইফেক্ট হয়

11.জাপানে প্রায় দুহাজার মানুষের মৃত্যু ঘটে-
[a] নিকেল দুষণে
[b] সীসা দূষণে
[c] পারদ দূষণে
[d] লোহা দূষণে

12.নিচের কোন দূষকটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে-
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] কার্বন ডাই অক্সাইড
[d] হাইড্রোজেন

13.শব্দ দূষণের ফলে-
[a] হৃদরোগ হতে পারে
[b] রক্তচাপ বেড়ে যেতে পারে
[c] বধিরতা দেখা দিতে পারে
[d] ওপরের সবগুলিই হতে পারে

14.বিগত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে-
[a] ৬ ডিগ্রী সেলসিয়াস
[b] ০.৬ ডিগ্রী সেলসিয়াস
[c] ৬.৬ ডিগ্রি সেলসিয়াস
[d] ৬০ ডিগ্রি সেলসিয়াস

15.প্লাস্টিক দহনের ফলে-
[a] ক্যান্সার হতে পারে
[b] বন্ধ্যাত্ব দেখা দিতে পারে
[c] ওপরের দুটিই হতে পারে
[d] এসবের কোনটিই নাও হতে পারে

16.সমুদ্রে এককোশী প্রাণীর জন্ম হয়েছিল-
[a] ৩৫০ কোটি বছর আগে
[b] ২৫০ কোটি বছর আগে
[c] ১৫০ কোটি বছর আগে
[d] ৪৫০ কোটি বছর আগে

17.মানুষের পূর্বসুরি ছিল-
[a] অস্ট্রোলোপিথিকাস
[b] অস্ট্রালেভিল
[c] ল্যাপিথিকাস
[d] কোনটিই নয়

18.ক্যান্সার সৃষ্টি করতে পারে-
[a] হাইড্রোকার্বন
[b] ক্লোরোবেঞ্জিন
[c] CO
[d] H2O

19.ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেনু থেকে হতে পারে-
[a] অ্যালার্জি ও হাঁপানি
[b] অ্যানিমিয়া
[c] জন্ডিস
[d] কলেরা

20.নিচের কোনটি গৌন বাযুদুষক -
[a] PAN
[b] SO2
[c] H2S
[d] CO2


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link