Breaking







Sunday, January 27, 2019

Environmental Science MCQ in Bengali for Primary TET,WBCS,RRB Group D

Environmental Science MCQ in Bengali for Primary TET,WBCS,RRB Group D-পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-২ 

Environmental Science MCQ in Bengali for Primary TET,WBCS,RRB Group D
Environmental Science MCQ in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Science MCQ in Bengali,কারণ Primary TET সহ এই জাতীয় বিভিন্ন Competitive Exam-এ পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিদ্যা থেকে অনেক প্রশ্ন এসে থাকে | সুতরাং Environmental Science MCQ গুলি পড়ে নিন এবং সংগ্রহে রেখে দিন |


1.ব্যাসল্ট শিলা থেকে সাধারনত কোন মাটি সৃষ্টি হয়?
[a] বেলে
[b] দোআঁশ
[c] এঁটেল
[d] ল্যাটেরাইট

2.সমুদ্রের জলে কোন ধরনের লবন সর্বাধিক থাকে?
[a] সোডিয়াম ক্লোরাইড
[b] ম্যাগনেশিয়াম ক্লোরাইড
[c] ক্যালশিয়াম ক্লোরাইড
[d] সোডিয়াম কার্বনেট

3.উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কী বলে?
[a] বায়ুমন্ডল
[b] জীবমণ্ডল
[c] শিলামন্ডল
[d] অশ্মমন্ডল

4.কোনটির প্রধান উপাদান নাইট্রোজেন?
[a] কার্বোহাইড্রেট
[b] প্রোটিন
[c] ফ্যাট
[d] ভিটামিন

5.বীজতন্তু বলা হয় কাকে?
[a] চা
[b] সরিষা
[c] কার্পাস
[d] গম

6.পরিবেশের সাথে সক্রিয়তা ও জ্ঞানলাভের জন্য ছাত্রদের-
[a] পড়াতে হবে
[b] প্রোজেক্ট করাতে হবে
[c] লেখাতে হবে
[d] বক্তৃতা দিতে হবে

7.একটি সপুষ্পক উদ্ভিদ হল-
[a] অ্যাগারিকাস
[b] মিউকর
[c] স্পারইরোগাইরা
[d] রাংচিতা

8.মাছির দ্বারা সংক্রামিত হয়-
[a] ম্যালেরিয়া
[b] ফাইলেরিয়া
[c] যক্ষ্মা
[d] ডেঙ্গু

9.গ্রিনমোল্ড কাকে বলে?
[a] অ্যাগারিকাস
[b] মিউকর
[c] পেনিসিলিয়াম
[d] ঈস্ট

10.ব্রান অয়েল পাওয়া যায়-
[a] গম
[b] ধান
[c] সরষে
[d] ভুট্টা থেকে

11.উচ্চরক্তচাপের ওষুধ তৈরী হয় কোন গাছ থেকে?
[a] নিম
[b] বাসক
[c] কালমেঘ
[d] সর্পগন্ধা

12.শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি থাকে-
[a] বক্ষে
[b] মস্তকে
[c] উদরে
[d] পায়ে

13.স্বভোজী উদ্ভিদ নয়-
[a] মস
[b] শৈবাল
[c] অ্যাসপারজিলাস
[d] নিটাম

14.অসমাঙ্গ ফুল হল-
[a] জবা
[b] ধুতরো
[c] অপরাজিতা
[d] নয়নতারা

15.গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা-
[a] কমে
[b] বাড়ে
[c] স্থির থাকে
[d] ওঠা নামা করে

16.রেফ্রিজারেটর থেকে নির্গত বায়ুদূষক হল-
[a] TFT
[b] ক্লোরোফ্লুরো কার্বন
[c] ক্লোরিন
[d] কার্বন

17.জল দূষণমুক্ত করা যায় এমন রাসায়নিক হল-
[a] হাইড্রোজেন
[b] কার্বন
[c] ব্লিচিং পাউডার
[d] ফ্লোরিন

18.জলাশয়ে অতিমাত্রায় শৈবালজাতীয় উদ্ভিদ জন্মালে জলে কমে যায়-
[a] অক্সিজেন
[b] কার্বন ডাই অক্সাইড
[c] নাইট্রোজেন
[d] কোনটাই নয়

19.জীবাশ্ম জ্বালানীর দহনে বাতাসে প্রধানত কোন গ্যাস ছড়িয়ে পড়ে?
[a] NO2
[b] SO2
[c] O2
[d] H2

20.শব্দের তীব্রতা মাপার একককে বলে-
[a] পিপিএম
[b] ডেসিবেল
[c] হার্জ
[d] মিমি

21.ত্বক ক্যান্সারের অন্যতম কারণ কী?
[a] CFC
[b] PAN
[c] SO2
[d] ওজোনস্তরের হ্রাস

22.BOD সম্পর্কিত কার সঙ্গে?
[a] ডিটারজেন্ট
[b] গ্রিন মাফলার
[c] অজৈব দূষক
[d] জৈব দূষক

23.দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?
[a] অ্যালবুমিন
[b] গ্লোবিউলিন
[c] ল্যাকটোজ
[d] কেসিন

24.পশ্চিমবঙ্গে কোন কোন অরন্যে গণ্ডার সংরক্ষণ করা হয়?
[a] জলদাপাড়া ও কাঞ্চনজঙ্ঘা
[b] মহানন্দা ও গোরুমারা
[c] জলদাপাড়া ও গোরুমারা
[d] গোরুমারা ও সিঞ্চল

25.ওজোনস্তরের অবস্থান-
[a] আয়নোস্ফিয়ারে
[b] স্ট্র্যাটোস্ফিয়ারে
[c] হেমিস্ফিয়ারে
[d] ট্রপোস্ফিয়ারে

1 comment:

Dont Leave Any Spam Link