Breaking







Thursday, December 20, 2018

Environmental Science MCQ in Bengali-পরিবেশ বিজ্ঞান

Environmental Science MCQ in Bengali-পরিবেশ বিজ্ঞান :

Environmental Science MCQ in Bengali
Environmental Science MCQ in Bengali
নমস্কার বন্ধুরা,
Primary TET,CTET এবং অন্যান্য সমতুল্য পরীক্ষায় পরিবেশ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে তীব্র মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Science MCQ in Bengali.



১। জীবমন্ডল বা বায়ােস্ফীয়ার সংক্রান্ত প্রাথমিক ধারণার জনক কে ?
A. সুয়েস        B. হেকেল
C. ল্যামার্ক      D ওডাম ।

২। পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল-
A. বৈকাল হ্রদ          B. সুপিরিয়র হ্রদ
C. কাসপিয়ান হ্রদ    D. টিটিকাকা হ্রদ।

৩। পৃথিবীতে সবচেয়ে বেশী প্রজাতির জীব বাস করে –
A. জলমন্ডলে     B.বায়ুমন্ডলে
C. শিলামন্ডলে     D. আয়ন মন্ডলে ।

৪। প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটি প্রবল হয় –
A. শ্বেত বিপ্লবের সাথে     B. নীল বিপ্লবের সাথে
C. সবুজ বিপ্লবের সাথে    D. শিল্প বিপ্লবের সাথে ।

৫। সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রকৃয়ার নাম –
A. MAB       B. ADEC
C. OTEC      D. OPEMI

৬। সম্পদ সম্পর্কিত World Resources and Industries- বইটি লেখেন –
A. মার্শাল              B.মিচেল
C. র্যাচেল কারসন   D. জিমারম্যান ।

৭। যে অঞ্চলে স্বাদু জল নােনা জলের সাথে মিশ্রিত হয় তাকে বলে-
A. বেথিয়াল       B.প্রােফান্ডাল
C. আইসল্যান্ড    D. এসচুয়ারী ।

৮। জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছিল –
A. ১৯৬০        B. ১৯৫২
C. ১৯৫০         D. ১৯৫৬ সালে ।

৯। জলজ বাস্তু তন্ত্রে স্বাধীন ভাবে সাতার কেটে ঘুরে বেড়াতে সখম প্রানীদের বলা হয় –
A. বিয়ােজক     B. নেকটন
C. প্ল্যাঙ্কটন       D. বেনথস্ ।

১০। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয় –
A. পুষ্টিস্তর        B. খাদ্য পিরামিড
C. খাদ্য            D. নিডাম ।

১১। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘােষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হল –
A. ২০০৯     B. ২০১০
C. ২০১১      D. ২০১৪ সালে ।

১২। World Conservation Union –এর সদর দপ্তর অবস্থিত –
A. অস্ট্রেলিয়ায়       B.ব্রাজিলে
C. সুইজারল্যান্ডে     D. দক্ষিণ আফ্রিকায় ।

১৩। ন্যাশানাল ওয়াইল্ড লাইফ অ্যাকশান প্লান গঠিত হয় –
A. ১৯৮৩       B. ১৯৮২
C. ১৯৮০        D. ১৯৮১ সালে ।

১৪। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
A. মহারাষ্ট্র       B. মধ্যপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ     D. উত্তর প্রদেশ ।

১৫। নিচের কোনটি গৌন দুষণের উদাহরণ –
A. NO2       B. PAN
C. CO2        D. SO2 ।

১৬। শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় –
A. কনডেন সার দ্বারা    B. সাইলেন্সর দ্বারা
C. স্ক্র্যাবার দ্বারা           D. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর দ্বারা ।

১৭। জলাভূমি সংক্রান্ত রামসার সন্মেলন’ অনুশঠিত হয়েছিল –
A. ইরানে          B. ইরাকে
C. ফিনল্যান্ডে    D. আয়ারল্যান্ডে ।

১৮। এক বেল = কত ডেসিবেল ?
A. ১০০ ডেসিবল       B. ১০ ডেসিবল
C. ৫০০ ডেসিবল       D. ১০০০ ডেসিবল ।

১৯। বৃষ্টির জলে PH এর মাত্রা কত হলে তাকে অম্ল বৃষ্টি বলা হবে ?
A. ৭ এর কম         B.৮ এর কম
C. ৫.৬ এর কম     D. ১০ এর কম ।

২০। দূষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীব দের অস্তিত্ব বিপন্ন করে – একথা বলে। বিজ্ঞানী -
A. সাউথ উইক     B. ওডাম
C. স্মিথ                D. হেকেল ।

২১। ওজোন স্তর কোন অঞ্চলে সীমা বদ্ধ ?
A. স্ট্রাটোস্ফিয়ার     B. ট্রপােস্ফিয়ার
C. আয়ন স্ফিয়ার     D. ম্যাগনেটোস্ফিয়ার ।

২২। তাজমহলের ক্ষয় প্রাপ্ত এর জন্য দায়ী কোন গ্যাসটি ?
 A. NO2      B. PAN
C. SO2        D. CO2 ।

২৩। অ্যাজেন্ডা – ২১ নিচের কোনটির সাথে সম্পর্কিত ?
A. মন্ট্রিল প্রােটোকল          B. স্টকহােম সন্মেলন
C. কোপেনহেগেন সন্মেলন  D. বসুন্ধরা সন্মেলন।

২৪। ভারতের সবচেয়ে বেশী জন বিরল রাজ্য –
A. কেরালা       B.ত্রিপুরা
C. সিকিম         D. মেঘালয় ।

২৫। কোনাে একটি প্রজাতির বহন ক্ষমতা নির্ধারিত হয় –
A. সম্পদের সীমাবদ্ধতার দ্বারা      B. মৃত্যুহার দ্বারা
C. জন্মহার দ্বারা                          D. প্রজাতি গােষ্ঠীর বৃদ্ধির হার দ্বারা।

২৬। পৃথিবীর বৃহত্তম ন্যাশানাল পার্ক –
A. করবেট       B. গ্র্যান্ড ক্যানিয়ন
C. কাজিরাঙ্গা    D. ইয়ােলােস্টোন ন্যাশানাল পার্ক ।

২৭। International Biodiversity Day হিসাবে পালিত হয় –
A. ২২ মে     B. ২০ মে
C. ২৩ মে    D. ২১ মে ।

২৮। সবচেয়ে নিন্ম উৎপাদন ক্ষমতা যুক্ত বাস্তু হল –
A. প্রবালদ্বীপ       B. মরভূমি
C. পুকুর              D. খাঁড়ি ।

২৯। পরিবেশ প্রণালির বৃহত্তম একক টি হল –
A. বাস্তুতন্ত্র    B. বায়ােম
C. পুষ্টিস্তর    D. ইকাড ।

৩০। MAB এর পুরাে নাম কি ?
A.ম্যান অ্যান্ড বায়ােটেকনােলজি।    B. মেটেরিয়াল অ্যান্ড বায়ােলজি
C. ম্যান অ্যান্ড বায়ােলজি                D. ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার ।

  [সমস্ত উত্তর:]

১.C 2.A 3.A ৪.D ৫.C ৬.D
৭.B ৮.D ৯.B ১০.A ১১.B ১২.C
১৩.A ১৪.B ১৫.B ১৬.D ১৭.A ১৮.B
১৯.C ২০.B ২১.A ২২.C ২৩.D ২৪.C
২৫.A ২৬.D ২৭.A ২৮.B ২৯.B ৩০.D

4 comments:

  1. Please upload more environmental science PDF mcqs for upcoming bengal tet exam

    ReplyDelete
  2. Please upload chaya publication primary tet book

    ReplyDelete
  3. Please upload Rita publication book of D.el.ed

    ReplyDelete

Dont Leave Any Spam Link