Statement and Conclusion Reasoning in Bengali pdf-বিবৃতি ও সিদ্ধান্ত:
বিভিন্ন Competitive Exam-এ আগত Reasoning-এর একটি অন্যতম অংশ হিসাবে বিবৃতি ও সিদ্ধান্ত থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে যুক্তিসঙ্গত লড়াই করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Statement and Conclusion Reasoning in Bengali pdf. আশা রাখি পিডিএফটি আপনাদের কাজে আসবে |
কিছু নমুনা দেওয়া হলো:
১.বিবৃতি: মানুষ বায়ুমন্ডল ছাড়া বাঁচতে পারে না,চাঁদে বায়ুমন্ডল নেই
সিদ্ধান্ত: [a] কিছু মানুষ চাঁদে বাস করতে পারে না
[b] কোনো মানুষ চাঁদে বাস করতে পারেনা
[c] চাঁদে কোনরূপ জীবনের সম্ভাবনা নেই
[d] সবকটি ঠিক
২. বিবৃতি: প্রাতভ্রমন স্বাস্থ্যের পক্ষে ভালো |
সিদ্ধান্ত: [a] সব স্বাস্থ্যবান মানুষই প্রাতভ্রমন করে
[b] সান্ধ্য ভ্রমন অপকারী
[c] a এবং b কোনটাই সত্য নয়
৩. বিবৃতি: E, F-এর বন্ধু এবং F, G-এর বন্ধু |
সিদ্ধান্ত: [a] E,F,G তিন জনে বন্ধু
[b] E, G –এর বন্ধু
[c] কোনটিই সত্য নয়
৪. বিবৃতি: একটি ক্লাসের পরীক্ষায় অংকে মেয়েদের গড় নম্বর হলো ৮০% এবং ছেলেদের গড় নম্বর হলো ৬০% | এর থেকে যুক্তি সম্মতভাবে বলা যায় যে-
[a] সব মেয়েরাই ছেলেদের তুলনায় বেশি মেধাবী
[b] সব ছেলেরাই মেয়েদের তুলনায় অংকে দুর্বল
[c] কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো [d] কোনটিই নয়
File Details:
File Name: Statement and Conclusion in Bengali
File Format: PDF
File Size: 1.75 MB
Download korte parina sir
ReplyDeleteSir nice job
ReplyDeleteSir statement and conculaconv aro deben
ReplyDelete