Breaking







Saturday, February 2, 2019

General Science Oneliner in Bengali PDF for WBCS

General Science Oneliner in Bengali PDF for WBCS-সাধারণবিজ্ঞান প্রশ্ন উত্তর 

General Science Oneliner in Bengali PDF Download for WBCS
General Science Oneliner in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আপনাদের আজ শেয়ার করছি General Science Oneliner in Bengali PDF, কারণ আপনারা জানেন WBCS,RRB,CGL,PSC,MTS বিভিন্ন Competitive Exam-এ General Science বা সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | 
   
          সুতরাং General Science Oneliner in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

কিছু নমুনা প্রশ্ন  উত্তর :

১. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারন - বর্ধিত চাপ স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। 
২. একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষের চেয়ে তীক্ষ্ম কারন - কম্পাঙ্ক বেশি। 
৩. হীরা যে একক দ্বারা মাপা হয় সেটি হল ক্যারেট। 
৪. মার্শ গ্যাস হল মিথেন গ্যাস। 
৫. মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা ১২ জোড়া। 
৬. ইলেকট্রিক বাল্বের ব্যবহৃত ফিলামেন্টের রোধ বেশি এবং গলনাঙ্ক বেশি। 
৭. মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হল - হাইপোথ্যালামাস (Hypothalamus) 
৮. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি হল - ভিট্রিয়াস হিউমর। 
৯. বৃষ্টির ফোটা গোলাকার হয় পৃষ্টটানের কারনে। 
১০, পেরিস্কোপের কারপ্রণালী নীতিটি হল প্রতিফলন ও প্রতিসরণ। 
১১. বায়ুমণ্ডলের শব্দতরঙ্গ হল - অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
১২. কুইনাইন ক্ষরিত হয় - সিঙ্কোনা গাছ থেকে। 
১৩.শুস্ক বরফ হল কঠিন কার্বন ডাই-অক্সাইড। 
১৪. দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমান করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল সেক্সট্যান্ট (Sextant)। 
১৫. ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইড নামক যৌগ ব্যবহৃত হয়। 
১৬. রক্ত জমাট বাঁধার সময় ভিটামিন K এর প্রয়োজন হয়।
১৭. হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হল - লোহা। 
১৮. অটো-মোবাইলে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক যে প্রত্যক্ষ নীতির দ্বারা চালিত হয় তা হল পাস্কালের সূত্র।
১৯.লেড পেনিসিলের উপাদান হল গ্রাফাইট।
২০. যে মৌল দ্বারা সর্বাধিক যৌগ সৃষ্টি হয় সেটি হল - কার্বন।।
২১. গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। 
২২, তেল জলের পৃষ্ঠ তলের ওপর ছড়িয়ে পরে কারন - তেলের পৃষ্ঠটান জলের চেয়ে কম। 
২৩. কার্বন মনোক্সাইড হল একটি প্রশমন অক্সাইড।
২৪. যার অভাবে কোয়াশিওকর রোগ হয় সেটি হল প্রোটিন।
২৫. একটি পরমাণুর নিউক্লিয়াসে চার্জবিহীন কণাটি হল নিউট্রন। 

২৬. যৌগের মধ্যে কার্বনের শৃঙ্খল বা রিং গঠন করার ধর্মটি যে নামে পরিচিত সেটি হল ক্যার্টিনেশন।
২৭. শ্বেত ফসফরাসকে জলের মধ্যে সংরক্ষন করা হয়। 
২৮. ইনসুলিন হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটি হল - প্যানক্রিয়াস। 
২৯. একটি বস্তুর গতিবেগ ও শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। 
৩০. রক্তকণিকা বিহীন রক্তকে বলা হয় রক্তরস। 
৩১. মার্বেলের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। 
৩২. এন্টোমোলজি থেকে আমরা জানতে পারি কীটপতঙ্গ সমন্ধে। 
৩৩. প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সূত্রটি হল নিউটনের তৃতীয় সূত্র।
৩৪. প্রপেল রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় হাইড্রোজেন।
৩৫. চাপের SI একক হল পাক্কাল।।
৩৬. White Vitriol এর রাসায়নিক সংকেত হল ZnSO4 7H0
৩৭. তৃণভোজী প্রাণী হল প্রথম শ্রেণীর খাদক। 
৩৮. রক্ত হল ক্ষারীয় প্রকৃতির। ৩
৩৯. কাঁকড়া বিছের শ্বাসযন্ত্রের নাম বুলাও। 
৪০. বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 

File Details:
File Name: 150 General Science
File Format: PDF
File Size: 884 KB


2 comments:

  1. Thanks to help me as a aspirants of PSC and upsc.please give us more questions and answers properly in a better way.
    It enrich the knowledge of poor students.

    ReplyDelete

Dont Leave Any Spam Link