Breaking







Sunday, February 24, 2019

200 Bengali Gk PDF-বিগত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

200 Bengali Gk PDF-বিগত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর 

200 Bengali Gk PDF Download
200 Bengali Gk PDF Download
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছিন Bengali Gk PDF,যেটিতে ২০০টিরও বেশি প্রশ্ন উত্তর দেওয়া আছে,যেগুলি বিগত বিভিন্ন Competitive Exam-এ এসেছিল |

                     সুতরাং দেরী না করে Bengali General Knowledge PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

কিছু নমুনা প্রশ্ন উত্তর :

1.ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ? 
Ans:-–আমেদাবাদ ।

2.সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি ? 
Ans:- বৃহস্পতি ।

3.রেলওয়ে স্বচ্চতা মিশন অনুযায়ী ভারতের সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন তম রেলওয়ে স্টেশন কোনটি?
Ans:-- যোধপুর ।

4.মিথাইল আইসোসায়ানাইট এর সংকেত কি ?
Ans:- C2H3NO.

5.সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
Ans:- নাইট্রোজেন ।

6.কোন মৌলটি পর্যায় সারণীর অন্তিমে অবস্থিত?
Ans:- Ununoctium.

7.হীরকের প্রতিসারাঙ্ক কত ? 
Ans:-24.40  .

8.ভারী জলের সংকেত কি?
 Ans:-  D2O  (ডয়টোরিয়াম )।

9.কার্বন মনোক্সাইডের রাসায়নিক সংকেত কি? 
Ans:-  CO.

10.লবণের  Ph মাত্রা কত? 
Ans:-  7.0  

11.নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?– 
Ans:-উত্তরাখন্ড।

12.আমূলের  CEO কে ?
Ans:- আর. এস. সোধি।

13.মোরাদাবাদ স্মার্ট সিটি কোন রাজ্যে অবস্থিত? 
Ans:- উত্তর প্রদেশ।

14.টিম সাউদি কোন দেশের ক্রিকেটার ?
Ans:- নিউজিল্যান্ড।

15.পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি ?
Ans:- হামিং বার্ড।

16.হুসেন সাগর লেক কোথায় অবস্থিত? 
Ans:- হায়দ্রাবাদ।

17.কোন তারিখে জাতীয় মহিলা দিবস পালন করা হয়? 
Ans:- ৮ ই মার্চ।

18.অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ?
Ans:- ক্যানবেরা।

19.সমুদ্রের গভীরতা মাপার একক কি ? 
Ans:- ফ্যাদম।

20.প্রতি বছর ২২ শে মার্চ কি দিবস পালন করা হয় ?
Ans:- বিশ্ব জল দিবস।

21.আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? 
Ans:- সিকান্দার লোদী।

22.মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি ?
Ans:- সেরিব্রাম ।

23.“Rent of roof policy” কিসের সাথে সম্পর্কিত ? 
Ans:-সোলার পাওয়ার প্লান্ট।

24.চাপের একক ১ বার= কত পাস্কাল ? 
Ans:- ১০০০০০ পাস্কাল।

25.কিসের অভাবজনিত কারনে গলগন্ড রোগ হয়? Ans:- আয়োডিন।

26.মানব হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ট ?
Ans:-৪ টি।বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়।

27.ক্যান্ডেলা কিসের একক? 
Ans:- আলোক দীপ্ত।

28.জাড্যের সুত্র কিসের সাথে সম্পর্কিত? 
Ans:- গতি এবং স্থিতি।

29.কেন্দ্রাতিগ বল কখন সৃষ্টি হয়? 
Ans:- কোন বস্তুর ঘুর্ননের সময়।

30.S.I. পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরনের মান কত?
Ans:– ৯.৮১মি/বর্গ সেকেন্ড।


File Details:
File Name: 200 Bengali General Knowledge
File Format: PDF
File Size: 1.94 Mb


5 comments:

  1. Thanks apnra khub help kor6en ..🙏

    ReplyDelete
  2. দাদা আমরা কিনতু আপনাদের উপর নির্ভশীল তাই প্লিজ দাদা সব উত্তর গুলো চেক করে নেবেন । এটা আপনাদের অপমান করার জন্য বলিনি শুধু একটা ছোটো ভাইয়ের অনুরোধ দাদা

    ReplyDelete
  3. Which Languation Indian Nation Languation ?

    ReplyDelete

Dont Leave Any Spam Link