Breaking







Monday, November 25, 2019

West Bengal Police SI Practice Set Bengali PDF | পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

West Bengal Police SI Practice Set Bengali PDF | পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 

West Bengal Police SI Practice Set Bengali PDF
West Bengali Police SI Practice Set
Hello Aspirants,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ Sub-Inspector Preliminary পরীক্ষার প্রস্তুতির জন্য West Bengal Police SI Practice Set Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে WBP SI-এর Syllabus অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ, ২৫টি গণিত এবং ২৫টি মানসিক দক্ষতা বা রিজনিং থেকে প্রশ্ন এবং শেষে এগুলির উত্তরপত্রও প্রদান করা হয়েছে | সুতরাং নিজেকে যাচাই করতে বা মূল্যায়ন করতে WBP SI Bengali Practice Set পিডিএফটি ডাউনলোড করুন এবং বাড়িতে বসেই মকটেস্ট দিতে থাকুন |

WBP SI নমুনা কিছু প্রশ্ন::

1. কর্কট ক্রান্তি রেখা নীচের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে?
[a] মধ্য প্রদেশ
[b] রাজস্থান
[c] তামিলনাড়ু
[d] কেরালা

2. তামাক চাষের জন্য মুত্তিকায় কোন উপাদানটির উপস্থিতি একান্ত দরকারী?
[a] পটাশ
[b] ক্যালসিয়াম
[c] অ্যামোনিয়া
[d] লৌহ

3. ভারতের অধিকাংশ জিপসাম কোথায় পাওয়া যায় ?
[a] রাজস্থান
[b] মহারাষ্ট্র
[c] কেরালা
[d] পশ্চিমবঙ্গ

4. নীচের কোন রাজ্যের সঙ্গে ভুটানের সীমানা বর্তমান ?
[a] মণিপুর
[b] মিজোরাম
[c] অরুণাচল প্রদেশ
[d] ত্রিপুরা

5. উত্তর ভারতের সমভূমি কোন মৃত্তিকা দিয়ে তৈরি?
[a] আগ্নেয় মৃত্তিকা
[b] পডসল মৃত্তিকা
[c] পলি মৃত্তিকা 
[d] বোঁদ মৃত্তিকা

6. প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রথম দীর্ঘ সূত্রী পরিকল্পিত উন্নয়নের কথা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলেন?
[a] প্রথম
[b] দ্বিতীয়
[c] তৃতীয়
[d] পঞ্চম

7. নীচের কোন খনিজটির উৎপাদনে ভারত স্বনির্ভর নয় ?
[a] কয়লা
[b] ম্যাঙ্গানিজ
[c] অভ্র
[d] তামা

8. কাচের চুড়ির জন্য কোন স্থান বিখ্যাত?
[a] লক্ষৌ
[b] সেকেন্দরাবাদ
[c] ফিরোজাবাদ
[d] আগ্রা

9. জাতীয় সড়কগুলির দেখাশোনার দায়িত্বে কে থাকে ?
[a] রাজ্য সরকার
[b] কেন্দ্র সরকার
[c] উভয় সরকার
[d] বিশেষ কমিটি

10. খনিজ পদার্থের খনির অনুসন্ধান দায়িত্বপালন ও আকরিক আরোহন-সহ মানচিত্র অঙ্কনের দায়িত্ব পালন করে কোন সংস্থা?
[a] Geographical Servey of India 
[b] Archeological Servey of India
[c] জাতীয় আকরিক পর্ষদ
[d] ভারতীয় খনি পর্ষদ

11. Indian Mirror পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[a] কিশোরী চাঁদ মিত্র
[b] অরবিন্দ ঘোষ
[c] নবগোপাল মিত্র
[d] দেবেন্দ্রনাথ ঠাকুর

12. যদি কোনো আসল, জটিল সুদে 4বছরে সুদে-আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
[a] 100%
[b] 150%
[c] 50%
[d] 75%

13. একটি বৃত্তাকার পার্কের পরিধির ও ব্যাসার্ধের পার্থক্য 74মিটার? পার্কের ব্যাসার্ধ কত?
[a] 3.5 মিটার
[b] 7 মিটার
[c] 10.5 মিটার
[d] 14 মিটার

14.  40.50 টাকা প্রতি কিলোগ্রাম চায়ের সঙ্গে 95.50 প্রতি কিলোগ্রাম চা মেশানো হল? মিশ্রিত চায়ের প্রতি কিলোগ্রামের দাম 55.9০ টাকা। ভালো জাতের চা ও খারাপ জাতের চা কী অনুপাতে মেশানো হয়েছিল ?
[a] 4:3
[b] 3:৪
[c] 3:4
[d] ৪:3

15. যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম 37.40 টাকা হয় তবে দ্রব্যটির বাজার মূল্য কত?
[a] 44 টাকা
[b] 33 টাকা
[c] 21 টাকা
[d] 11 টাকা

16. কোনো নগরের অধিবাসীদের মধ্যে শতকরা 5 জন ইংরেজ ও অবশিষ্ট ভারতীয়। যদি নগরের লোকসংখ্যা 37,820 হয়। তবে ভারতীয় সংখ্যা কত?
[a] 35,929 জন
[b] 36,000 জন
[c] 35,960 জন
[d] 35,900 জন

17. ভুল সংখ্যাটিকে খুঁজে বের করুন (79 - 80) :
4, 2.5, 3.5, 6.5, 15.5, 41.25, 126.75
[a] 2.5
[b] 3.5
[c] 6.5
[d] 15.5

18. যদি একটি নির্দিষ্ট কোডে RAT = 39, CHAT=32 হয়, তাহলে TWITTER =?
[a] 118
[b] 112
[c] 114
[d] 115

19. একজন ব্যক্তি একজন মহিলাকে বললেন, “তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসি”, তাহলে মহিলাটি লোকটির কে হবেন ?
[a] বোন
[b] নাতনি
[c] মেয়ে
[d] মা

20. একটি বেঞ্চে পাঁচ জন খেলোয়াড় বসে আছে। P আছে Q এর বামদিকে কিন্তু R এর ডানদিকে। S আছে Q এর ডানদিকে কিন্তু T এর বামদিকে। শেষপ্রান্তে কারা আছে?
[a] PQ
[b] PS
[c] QS
[d] RT


File Details::
File Name:WBP SI Bengali Practice Set-1
File Format: PDF
No. of Pages:11
File Size:7.20 MB

Click Here to Download

2 comments:

  1. Khub valo Dada.but entire Indian history er upar ekti summary dile valo hoi for wbcs preliminary.

    ReplyDelete
    Replies
    1. Sab vul val answer. Next time teke connect answer upload korbi

      Delete

Dont Leave Any Spam Link