Breaking







Sunday, October 29, 2023

499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF || General Science Question Answers Part-2

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ 499+ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে General Science Question Answers রয়েছে বাংলায়। কারণ যেকোনো Competitive Exam যেমন-WBCS, CGL, MTS, PSC, RRB প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে।

500 জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

নমুনা প্রশ্ন-উত্তর ::

1.মানুষের গায়ের রঙ নিওর্ভর করে কোন উপাদানের উপর?-উঃ মেলানিন।

2.উড স্পিরিট কী?-উঃ মিথাইল অ্যালকোহল।

3. চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের কত অংশ?-উঃ ১/৬ অংশ।

4. পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়?-উঃ মেরু অঞ্চলে।

5. মানুষের চোখে কি রকম লেন্স থাকে ?⇒ উত্তল লেন্স

6. হিমোগ্লোবিনের কাজ কী ?⇒ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

7. মানুষের দীর্ঘতম হাড় কোনটি ?⇒ উরুর হাড় নাম femur

8. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না ?-আরশোলা ।

9.মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি ?-অক্সিজেন

10. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?-লুইস ব্রাউন (ইংল্যান্ড)

11. জীবের বংশগতির একক কোনটি ?-  জিন

12. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?- উ: আয়োডিনের অভাবে

13. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?-তামা

14. মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে?- গম। 

15.আমাদের শরীর এ শক্তির উৎস হিসাবে কাজ করে -- কার্বোহাইড্রেট। 

16. সবচেয়ে বেশিতড়িৎ ধনাত্মক মৌলের নাম কি?➥  সিজিয়াম। 

17.ডাটুরিন পাওয়া যায় -- ধুতরা গাছের পাতা থেকে।

18. লালারসে উপস্থিত উৎসেচকটির নাম -- টায়ালিন।

19. ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? –অগ্নাশয়ে

20. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ- ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা 

সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে রয়েছে

File Details:
File Name: 500 GS Part-2
File Format: PDF
File Size: 2.60 MB

2 comments:

Dont Leave Any Spam Link