Breaking







Monday, November 6, 2023

700 General Science Questions Answers in Bengali PDF

General Science Questions Answers in Bengali PDF

700 General Science Questions Answers in Bengali PDF
General Science Bengali Questions Answers
নমস্কার বন্ধুরা,
আজ General Science Questions Answers in Bengali PDF, যেটিতে ৭০০টি সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া আছে বাংলায়। আপনারা সবাই জানেন যেকোনো Competitive Exam-এ বিশেষত WBCS, CGL, MTS, RRB, PSC, SSC, CHSL, RPF প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তাই আমরা গুরুত্বপূর্ণ ৭০০টি প্রশ্ন উত্তর সমন্বিত সাধারণ বিজ্ঞান নোটটি প্রস্তুত করলাম।

700 General Science Questions Answers in Bengali

কিছু নমুনা::
1. ভিনিগার বলে—৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে 
2. অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল হল —৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড 
3. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ ০.১৫—১.৫% 
4. ইস্পাত তৈরিতে লােহার সঙ্গে মেশাতে হয় -কার্বন 
5. ‘উড স্পিরিট হল —মিথাইল অ্যালকোহল 
6. স্যাকারিন প্রস্তুত হয় —-টলুইন থেকে 
7. জলজ শামুক,ঝিনুকের খােলক গঠিত  ক্যালশিয়াম কার্বনেট দিয়ে 
৪. যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সােডা আকারে ওয়াটার তৈরি করা হয়- কার্বন-ডাই-অক্সাইড 
9. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন —নিকোলাস অটো 
10. আলাে সাতটি বর্ণের সমষ্টি —এটি প্রমাণ করেন আইজ্যাক নিউটন 
11. তড়িৎযােজী যৌগ তড়িৎ পরিবহন করে — গলিত অবস্থায় 
12. আলাের প্রতিসরণ এ যা অবশ্যই ঘটবে তা হল —বেগের পরিবর্তন 
13. লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনাে মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে 
14. প্রতিসরনের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোনের মান হয়—90° 
15. মানবদেহে স্বাভাবিক উষ্ণতা হল 98.4F 
16. যে উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান —-(-40°C) 
17. ফারেনহাইট স্কেলে পরমশুণ্য উষ্ণতার মান——(459.4°C)। 
18. আইসবারের ক্ষেত্রে সমান থাকে ভরসংখ্যা। 
19. আইসােটোপ এর ক্ষেত্রে সমান থাকে প্রােটিন সংখ্যা 
20. ফটকিরিতে কেলাস জলের সংখ্যা —24 
21. টিনের সুস্থিত আইসােটোপের সংখ্যা —10 
22. পরমাণুর মৌলিক কোনাগুলির মধ্যে সবচেয়ে ভারী কনা হল —নিউট্রন 
23. লেখার চক তৈরি হয় —ক্যালসিয়াম সালফেট 
24. রেকটিফাইড স্পিরিট হল —৯৫.৬% ইথাইল এলকোহল এবং ৪.৪% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। অথবা, ৯৫% ইথাইল অ্যালকোহল ৫% জল 
25. পাইরােমিটার হল —সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র 
26. সােনায় মরিচা ধরে না কারণ —সােনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু 
27. মুক্তার ওজনের এককের নাম —গ্রন। 
28. কলের জলে সাধারণত যে উপাদান বেশি থাকে —আয়রণ (লৌহ) 
29. ডিডিটির (DDT) পূর্ণরূপ হল —ডাইক্লোরাে—ডাইফিনাইল-ট্রাইক্লোরাে-ইথেন 
30. টিএনটির (TNT) পূর্ণরুপ- ট্রাই নাইট্রো টলুইন। 
31. সাবানের রাসায়নিক নাম হল —সােডিয়াম স্টিয়ারেট 
32. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হল —সােডিয়াম মনােগ্লুটামেট 
33. পেট্রোলের অপর নাম —গ্যাসােলিন 
34. বেকিং পাউডার হল —সােডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণ 
35. লাফিং গ্যাস হল-নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক। 
36. দার্শনিকের উল হল —জিঙ্ক অক্সাইড 
37. শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান হলাে—ভিটামিন। 
38. গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলে—গ্লাইকোজেনেসিস।

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: 700 General Science in Bengali 
File Format: PDF
No. of Pages: 16
File Size:3.55 MB


5 comments:

  1. study materials gulo english a dile khub valo hoi...

    ReplyDelete
  2. Sir.NTPC and grup d ar bengoli version a practice set jodi ddetan tahola khub upokar hoy..plz sir.

    ReplyDelete
  3. Thank you sir for giving these pdf in bengali version and also in free of cost.

    ReplyDelete

Dont Leave Any Spam Link