Breaking







Showing posts with label Wbcs. Show all posts
Showing posts with label Wbcs. Show all posts

Saturday, December 16, 2023

Saturday, December 16, 2023

WBCS 2023 Preliminary Question Paper PDF

WBCS 2023 Preliminary Question Paper PDF

WBCS 2023 Preliminary Question Paper PDF
WBCS 2023 Preliminary Question Paper PDF
নমস্কার বন্ধুরা,
আজ WBCS 2023 Preliminary Question Paper PDFটি আপনাদের দিচ্ছি, যেটি ১৬ই ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হলো। যারা আগত সময়ে এই পরীক্ষায় অংশ নেবেন তারা অবশ্যই এই প্রশ্নপত্রটি সংগ্রহ করে নিন প্রশ্নের মান ও ধরন সম্পর্কে অবগত হওয়ার জন্য।

WBCS 2023 Preli Question Paper PDF


সম্পূর্ণ প্রশ্নপত্রটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: WBCS Preli 2023 Question In Bengali
File Format: PDF
No. of Pages: 39
File Size: 5.31 MB

Click Here to Download

Thursday, December 14, 2023

Thursday, December 14, 2023

WBCS Preli Practice Set in Bengali 2023 PDF

WBCS Preli Practice Set in Bengali 2023 PDF

WBCS Preli Practice Set in Bengali 2023 PDF
WBCS Preli Practice Set in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ WBCS Preli Practice Set in Bengali 2023 PDFটি দিচ্ছি, যেটিতে ডব্লুবিসিএস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট রয়েছে সিলেবাস অনুযায়ী। আগত প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির অনুশীলনের জন্যই এই সেটটি বানানো হয়েছে।

WBCS Preli Practice Set in Bengali PDF

  • ইংলিশ
  • বিজ্ঞান
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ইতিহাস স্বাধীনতা সংগ্রাম
  • ভূগোল
  • অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
  • অঙ্ক ও রিজনিং

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: WBCS Preliminary Practice Set 1
File Format: PDF
No. of Pages: 19
File Size: 644 KB

Click Here to Download

Wednesday, December 13, 2023

Wednesday, December 13, 2023

WBCS Preliminary Full Mock Test in Bengali

WBCS Preliminary Mock Test in Bengali

WBCS Preliminary Full Mock Test in Bengali
WBCS Full Mock Test in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ WBCS Preliminary Full Mock Test in Bengali Part 14-এর আয়োজন করেছি, যেটিতে ডব্লুবিসিএস প্রিলির সিলেবাস অনুসারে প্রশ্ন দেওয়া হয়েছে। যারা আগত WBCS পরীক্ষায় অংশ নিতে চলেছেন তারা অবশ্যই এই মকটেস্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করুন।
 

WBCS Preli Mock Test 

WBCS Mock Test 1

WBCS প্রিলি
পর্ব :
প্রশ্ন সংখ্যা ২০০টি
সময় : ১৫০ মিনিট

Time's Up
score:

মকটেস্ট ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

উত্তর দিয়েছেন:

সঠিক উত্তর:

ভুল উত্তর:

Percentage:


Monday, October 2, 2023

Monday, October 02, 2023

WBCS Main 2022 Question Papers PDF

WBCS Main 2022 প্রশ্নপত্র PDF

WBCS Main 2022 Question Papers PDF
WBCS Main 2022 Question Papers PDF
নমস্কার বন্ধুরা,
আজ WBCS Main 2022 Question Papers PDF গুলি দিচ্ছি, যেটিতে সমস্ত ডব্লুবিসিএস মেন ২০২২ কম্পালসরি পেপার গুলি রয়েছে। পরবর্তীতে বা আগত সময়ে যারা Main Exam-এ বসবেন তারা এই প্রশ্নপত্র গুলি সংগ্রহ করে প্র্যাকটিস করুন প্রশ্নের মান ও ধরন সম্পর্কে অবহিত হতে।

WBCS Main 2022 Question Papers PDF

Paper Subject Link
Paper I Bengali Download
Paper II English Download
Paper III General Studies-I Download
Paper IV General Studies-II Download
Paper V Indian Constitution and Economy Download
Paper VI Arithmetic and Test of Reasoning Download

Monday, March 4, 2019

Monday, March 04, 2019

Math MCQ Practice Set-2 in Bengali PDF

Math MCQ Practice Set-2 in Bengali PDF

Math MCQ Practice Set-2 in Bengali PDF Download
Math MCQ Practice Set-2
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Math MCQ Practice Set-2 in Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam-এ গণিত বা Math বিষয়টা থাকেই থাকে | আর গণিতে দক্ষ হতে হলে প্র্যাকটিস করা খুবই আবশ্যক |

                      সুতরাং দেরী না করে Math MCQ Practice Set-2 in Bengali PDFটি  Downloadকরে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

1.দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে ৩০% ও ৪০% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ ?
  • ৯৮ 
  • ৯৩.৭৬
  • ৯৮.৫৩
  • ৯২.৮৬
2.এক অসৎ ব্যাবসায়ী দাড়িপাল্লায় ১ কেজির বদলে ৯০০ গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যের দামে জিনিসটি বিক্রি করে । ব্যাক্তির শতকরা লাভ কত ?
  • ৯৯/১১ %
  • ১০১/৯ %
  • ১০০/৯ %
  • ১০১/১১ %
3.৪x৪ + ৩x৩ = ?x?
  • ৬x৩
  • ৫x৫
  • ৭x৯
  • ১৫x১৫
4.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত % বাড়বে ?
  • ১০%
  • ১২%
  • ৩২%
  • ৪০%
5.কোনো জিনিসের দাম ১০% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ঐ জিনিসের দাম কত বাড়াতে হবে ?
  • ৯৯/১১ %
  • ১০০/৯ %
  • ১১%
  • ১০%
6.একটি ক্যাম্পে ৩০০ জনের ৯ দিনের খাবার মজুত ছিল । ২ দিন পর ১২৫ জন লোক ছেড়ে অন্যত্র চলে গেল । বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে ?
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১০ দিন
  4. ১২ দিন
7.কয়লার দাম ২৫% বেড়েছে , একটি পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ খরচ কমাতে হবে ?
  • ১৩৩%
  • ২৯%
  • ২৫%
  • ২০%
8.২৪ x ১৫ ÷ ১২ +? = ১৬৫
  • 65 
  • 85
  • 135
  • 158
9.একটি ব্যাগে ১ টাকা , ৫০ পয়সা , ২৫ পয়সা মিলে মোট ৭০০ টি মুদ্রা আছে । যদি তাদের অনুপাত ২ঃ৩ঃ৫ হয় হলে এক টাকার মুদ্রা কটা আছে ?
  • ৫০
  • ৭৫
  • ৮০
  • ১৪০ 
10.একটি ২০০ মিটার লম্বা ট্রেন সিগন্যাল পোস্ট ১২ সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ কত ?
  • ৭২ কিমি/ঘন্টা
  • ৬৮ কিমি/ঘন্টা
  • ৬০ কিমি/ঘন্টা
  • ৬৪ কিমি/ঘন্টা
11.৬ জন পুরুষ অথবা ১০ জন মহিলা একটি কাজ ১৫ দিনে সম্পূর্ণ করতে পারে । কাজটি ৩ জন পুরুষ ও ১০ জন মহিলার করতে কত সময় লাগবে ?
  • ৭ দিন
  • ৮ দিন
  • ১০ দিন
  • ১২ দিন
12.এক ব্যাক্তি পুরানো টেবিল ৪৮০ টাকায় কিনলেন । তিনি এর ২০% টেবিলটি মেরামত করতে ব্যয় করলেন । তিনি ১৪৪ টাকা লাভ করতে চাইলে ক্রয়মূল্যের ওপর কত শতাংশ যোগ করে বিক্রয়মূল্য স্থির করবেন ?
  • ৪৮% 
  • ৫০%
  • ৯৬%
  • ১০০%
13.যদি m^n=121 হয় তবে (m-1)^(n-1)= কত ?
  • ১০
  • ১০০
  • ১০০০
  • ১০০০০
14.একটি ক্লাসে ৬০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১২০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে ছেলেরা ২.৫ টাকা ও মেয়েরা ৫০ পয়সা করে পেল । ঐ ক্লাসে ছেলে ও মেয়ের অনুপাত কত ?
  • ১ঃ২
  • ৩ঃ৪
  • ৩ঃ১
  • ৫ঃ৩
15.একটি পার্কের দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪০ মিটার , পার্কটির চারদিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত ?
  • ২০০ বর্গমিটার
  • ২০৮ বর্গমিটার
  • ২০৪ বর্গমিটার
  • ১৯৬ বর্গমিটার
16.দুটি সংখ্যার গসাগু ১২ , তাদের পার্থক্য ১২ হলে সংখ্যা দুটি হবে -
  • ৮৬, ৯০
  • ৯৬,১০৮
  • ১০৪.১১৬
  • ১১২, ১২৮
17. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬ , ২৪ ও ৩৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৬ , ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে ?
  • ১৪৪
  • ১৩৪
  • ১৫৪
  • ১৬৪ 
18.৮০০ ÷ ৮ ÷ ০.৪ = ?
  • ৪০.৫
  • ২৫.২৫
  • ২০২.২৫
  • ২৫২.৫ 
19.যদি ৪ জন পুরুষ বা ৪ জন মহিলা একটি কাজ ৪৩ দিনে করতে পারে তাহলে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে ?
  • ৩০
  • ১৮
  • ১২
  • ১১ 
20.একজন ব্যাটসম্যান ১৭তম ইনিংসে ৮৫ রান করলে তার গড় ৩ বেড়ে যায় । তাহলে এখন তার গড় কত ?
  • ৩৫
  • ৩৭
  • ৩৮
  • ৭০ 
21.একটি ব্যাগে ৫ টাকা ও ১০ টাকার মোট ৮০ টি নোট আছে । ঐ ব্যাগে মোট ৬০০ টাকা থাকলে ১০ টাকার নোটের সংখ্যা কত ?
  • ৫০
  • ৬০
  • ৪০
  • ১০
22.একটি বইয়ের ২০০০ কপি ছাপাতে একজন প্রকাশকের ৩৮৭৫০ টাকার কাগজ লেগেছে ও ৩৩১৫০ টাকার ছাপা খরচ লাগে । বই বাধাতে ৮১০০ টাকা লাগে । বিক্রেতাকে ২০% কমিশান দিতে হয় । তিনি বইপ্রতি ২০% লাভ রাখতে চাইলে প্রত্যেক বই এর মুদ্রিত মূল্য কত টাকা রাখতে হবে ?
  • ৫০
  • ৯০
  • ৭০
  • ৬০
 23. ১০০ টাকায় ১২ টি লেবু বিক্রি করে এক দোকানীর ১৫% ক্ষতি হয় । কতগুলি লেবু ১০০ টাকায় বিক্রি করলে ২% লাভ হবে ?
  • ১০
  • ১২ 
24. ৫ বছর পর সুবীর ও প্রবীরের বয়সের অনুপাত হবে ৪ঃ৫ , তাদের বর্তমান বয়সের যোগফল ৩৫ , সুবীরের বর্তমান বয়স কত ?
  • ১৫ বছর
  • ১২ বছর
  • ৩২ বছর
  • ২০ বছর
25.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৬ঃ১ , ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৭ঃ২ । ছেলের বয়স এখন কত বছর ?
  • ১০
26. ০.০৫ x ০.০৯ x ৫ =?
  • ০.০০৫
  • ০.০২২৫
  • ০.০২৫
  • ০.২২৫ 
27.টাকায় ১২ টি লেবু বিক্রি করলে এক ব্যাবসায়ীর ২০% ক্ষতি হয় তবে ২০% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে ?
  • ১০
28.একটি চৌবাচ্চা ক নল দিয়ে ৮ ঘন্টায় পূর্ণ হয় । কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট ১২ ঘন্টা লেগে যায় । যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে ?
  • ২৪
  • ২৮
  • ২০
  • ৩২
29.একটি সংখ্যার ২/৫ অংশের ৫/৮ অংশের ৪/৭ অংশ হল ২২ । তাহলে সংখ্যাটি কত ?
  • ৮১১
  • ১৫৪
  • ১৮৭
  • ১৯৮ 
30.অজয় ও বিজয়ের এখনকার বয়সের অনুপাত ৩ঃ৪ । ৫ বছর পর এই অনুপাত হবে ৪ঃ৫ । বিজয়ের এখন বয়স কত ?
  • ১৫
  • ১৮
  • ২০
  • ২৪
31.A , B , C একটি যৌথ ব্যাবসায় ৬ঃ৯ঃ১০ অনুপাতে বিনিয়োগ করে , যদি তাদের লাভ্যাংশের অনুপাত ২ঃ৩ঃ৫ হয় , তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ?
  • ৩:৩:২
  • ২:২:৩
  • ১২:২৭:৫০
  • ১:১:২ 
32.যদি ৪৭৬**০ সংখ্যাটি ৩ ও ১১ দ্বারা বিভাজ্য হয় তাহলে ** এর স্থানে কি হবে ?
  • ৭ ও ৫
  • ৮ ও ৫
  • ৯ ও ৬
  • ১ ও ৫
33.(২৯x২৯x২৯-১৭৭ ) এর এককের ঘরের সংখ্যা হবে
  • ২ 
  • ৪ 
34.কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে ২০ বছরে সুদে আসলে দ্বিগুন হয় । বার্ষিক সুদের হার কত শতাংশ ?
  • ১০%
  • ৮%
  • ৬%
  • ৫%

35.বার্ষিক ১২% সরল সুদের হারে কত বছরে ১৫০ টাকা সুদে মুলে ২২২ টাকা হবে ?
[উত্তর ভুল থাকলে আমরা ক্ষমা প্রার্থী ]

File Details:
File Name: Math Practice Set-2
File Format: PDF
File Size:2.38 MB

Click Here to Download 

Thursday, February 21, 2019

Thursday, February 21, 2019

Political Science MCQ Part-2 in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর

Political Science MCQ Part-2 in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 

Political Science MCQ Part-2 in Bengali PDF for WBCS,CGL,MTS,PSC
Political Science MCQ Part-2 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Political Science MCQ Part-2 in Bengali PDF,কারণ বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,MTS,SSC,PSC এবং সমতুল্য পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে |

                      সুতরাং দেরী না করে Political Science MCQ Part-2 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন|

1.ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল-
[a] গণতান্ত্রিক
[b] একনায়কতান্ত্রিক
[c] সামরিক
[d] কোনটিই নয়

2.সার্বভৌম শব্দটির অর্থ হল-
[a] বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
[b] অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
[c] সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
[d] কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত

3.ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি-
[a] সার্বভৌম,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[b] সমাজতান্ত্রিক,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[c] সার্বভৌম,সমাজতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ,গনতান্ত্রিক প্রজাতন্ত্র
[d] যুক্তরাষ্ট্রীয় ,গনতান্ত্রিক প্রজাতন্ত্র

4.ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে?
[a] ভারতশাসন আইন ১৮৪৮
[b] ভারতশাসন আইন ১৯১৯
[c] ইন্ডিয়ান কাউন্সিল অ্যাকট ১৯০৯
[d] ভারতশাসন আইন ১৯৩৫

5.ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রুপায়ন করেছে-
[a] ফ্রান্স
[b] ব্রিটেন
[c] কানাডা
[d] সুইডেন

6.নিম্নলিখিত কোন ধারনাটি ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ গ্রহণ করেননি?
[a] মৌলিক অধিকার
[b] যুগ্ম তালিকা
[c] মৌলিক কর্তব্য
[d] নির্দেশাত্মক নীতি

7.ভারতের বিচারক্ষেত্রে জন স্বার্থ মামলার ধারণা কোন দেশ থেকে আগত?
[a] ইউ কে
[b] মার্কিন যুক্তরাষ্ট্র
[c] সুইডেন
[d] কানাডা

8.রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতের সংবিধান-
[a] যুক্তরাষ্ট্রীয়
[b] এককেন্দ্রিক
[c] আধা-যুক্তরাষ্ট্রীয়
[d] কোনটিই নয়

9.নিম্নলিখিত কোন রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান?
[a] নেপাল
[b] গ্রেট ব্রিটেন
[c] জাপান
[d] কোনটিই নয়

10.পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে?
[a] মার্কিন যুক্তরাষ্ট্র
[b] ইংল্যান্ড
[c] কানাডা
[d] আয়ারল্যান্ড

11.সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন-
[a] ড. আম্বেদকর
[b] রাজাগোপালাচারী
[c] আবুল কালাম আজাদ
[d] ড. রাজেন্দ্র প্রসাদ

12.গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিল?
[a] ১৩জন
[b] ৮৩জন
[c] ৯৩জন
[d] ৯৭জন

13.স্বাধীনোত্তর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গুলি পুনর্গঠিত হয়?
[a] ১৯৪৭
[b] ১৯৫১
[c] ১৯৫৬
[d] ১৯৬৬

14.কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়?
[a] ৩৫তম
[b] ৩৬তম
[c] ৩৭তম
[d] ৩৮তম

15.কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয়-
[a] পুলিশী পদক্ষেপের মাধ্যমে
[b] গণভোটের মাধ্যমে
[c] অন্তর্ভুক্তিকরনের মাধ্যমে
[d] কোনটিই নয়

16.কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল?
[a] ১৯৫৩
[b] ১৯৬১
[c] ১৯৫৫
[d] ১৯৬৩

17.কত নং ধারা অনুযায়ী বিদেশী রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় ও নতুন রাজ্য গঠন করা যায়?
[a] ১
[b]
[c] ৩
[d] ৪

18.সংবিধানের ১ নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে-
[a] যুক্তরাষ্ট্র
[b] আধা-যুক্তরাষ্ট্র
[c] রাজ্যসমূহের ইউনিয়ন
[d] এককেন্দ্রিক রাষ্ট্র

19.সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবতন করার অধিকারী হল-
[a] রাষ্ট্রপতি
[b] সংসদ
[c] নির্বাচন কমিশন
[d] সুপ্রিমকোর্ট

20.আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র-রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুসৃত হয়েছিল?
[a] মর্লে-মিন্টো সংস্কার,১৯০৯
[b] মন্টেগু-চেমসফোর্ড আইন,১৯১৯
[c] ভারতশাসন আইন,১৯৩৫
[d] ভারতীয় স্বাধীনতা আইন,১৯৪৭

File Details:
File Name: Polsc MCQ P-2
File Format: PDF
File Size: 1.45 MB

Click Here to Download

Tuesday, February 19, 2019

Tuesday, February 19, 2019

Geography MCQ Part-4 in Bengali PDF-ভূগোল প্রশ্ন উত্তর

Geography MCQ Part-4 in Bengali PDF-ভূগোল প্রশ্ন উত্তর 

Geography MCQ Part-4 in Bengali PDF for WBCS,SLST
Geography MCQ in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Geography MCQ Part-4 in Bengali PDF,কারণ বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,MTS,SLST,MTS,RRB-তে অনেক ভূগোল প্রশ্ন এসে থাকে |


  •                     সুতরাং দেরী না করে Geography MCQ Part-4 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

File Details:
File Name: Geography MCQ Part-4
File Format: PDF
File Size:2.66 MB


Sunday, February 17, 2019

Sunday, February 17, 2019

Indian Constitution MCQ Part-2 In Bengali PDF

Indian Constitution MCQ Part-2 In Bengali PDF

Indian Constitution MCQ Part-2 In Bengali PDF Download for WBCS
Indian Constitution MCQ Part-2 In Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Constitution MCQ Part-2 In Bengali PDF ,কারণ WBCS,CGL,MTS এবং অন্যান্য সমতুল্য Competitive Exam-এ ভারতীয় সংবিধান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | 
    
                   সুতরাং দেরী না করে Indian Constitution MCQ Part-2 In Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

1.ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্রপরিচালনার নির্দেশ মূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে?
[a] ১১টি
[b] ১৩টি
[c] ১৪টি
[d] ১৭টি

2.ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে?
[a] ১টি
[b] ২টি
[c] ৩টি
[d] ৪টি

3.ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে সেটি হল-
[a] গোয়া
[b] সিকিম
[c] হরিয়ানা
[d] জম্মু ও কাশ্মীর

4.ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের নুন্যতম বয়স কত?
[a] ১৮ বছর
[b] ১৯ বছর
[c] ২১ বছর
[d] ২৫ বছর

5.ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
[a] ১৯টি
[b] ২০টি
[c] ২২টি
[d] ২৪টি

6.সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
[a] অষ্টম তফসিলে
[b] নবম তফসিলে
[c] দশম তফসিলে
[d] একাদশ তফসিলে

7.কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
[a] ৪২তম
[b] ৪৪তম
[c] ৫২তম
[d] ৬১তম

8.ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহিত হয়েছে?
[a] মার্কিন যুক্তরাষ্ট্র
[b] রাশিয়া
[c] কানাডা
[d] আয়ারল্যান্ড

9.ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে?
[a] ২টি
[b] ৩টি
[c] ৪টি
[d] ৫টি

10.ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে?
[a] ১০১টি
[b] ৬১টি
[c] ৯৯টি
[d] ৫২টি

11.রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে?
[a] ৯৯টি
[b] ৬১টি
[c] ৫৯টি
[d] ৫২টি

12.যুগ্ম তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে?
[a] ৯৯টি
[b] ৬১টি
[c] ৫৯টি
[d] ৫২টি

13.ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎকরনের জন্য সুপ্রিমকোর্ট কয়ধরনের লেখ (Writs জারি করতে পারে?
[a] ৩ ধরনের
[b] ৪ ধরনের
[c] ৫ ধরনের
[d] ৬ ধরনের

14.সংবিধানের কত নং ধারা  অনুযায়ী সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে?
[a] ৩০ নং
[b] ৩২ নং
[c] ২২৬ নং
[d] ২৩২ নং

15.সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে?
[a] ৩১ নং
[b] ৩২ নং
[c] ২২৬ নং
[d] ২৩২ নং

16.ড. আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন?
[a] ২০ নং
[b] ২১ নং
[c] ২২ নং
[d] ৩২ নং

17.ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে?
[a] ৫টি
[b] ৬টি
[c] ৭টি
[d] ৮টি

18.পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে?
[a] ১৯৫০ সালে
[b] ১৯৫১ সালে
[c] ১৯৫৩ সালে
[d] ১৯৫৫ সালে

19.ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে?
[a] ২১ বছর
[b] ২৫ বছর
[c] ৩০ বছর
[d] ৩৫ বছর

20.ভারতের রাষ্ট্রপতি কত বছরে জন্য নির্বাচিত হন?
[a] ৪ বছর
[b] ৫ বছর
[c] ৬ বছর
[d] ১০ বছর

File Details:
File Name: Indian Constitution MCQ-2
File Format: PDF
File Size: 1.28 MB

Click Here to Download