Breaking







Saturday, December 29, 2018

Geography MCQ in Bengali for WBCS

Geography MCQ in Bengali for WBCS-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর:

Geography MCQ in Bengali for WBCS
Geography MCQ in Bengali for WBCS
নমস্কার বন্ধুরা,
আগত WBCS বা অন্যান্য Competitive Exam-এর প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Geography MCQ in Bengali for WBCS বা ভারতের ভূগোল প্রশ্ন উত্তর | আশাকরি আপনারা উপকৃত হবেন |

1.ভারতের নিম্নতম বিন্দু কোনটি?
[a]ইন্দিরা পয়েন্ট
[b]কুট্টুনাড়ু
[c]কেপকুমারুন
[d]হুট্টি

2.কোন নদী অববাহিকায় Bad Land Topography দেখা যায়?
[a]চম্বল
[b]যমুনা
[c]নর্মদা
[d]শোন

3.ভারতের বৃহত্তম নদীর (জল সরবরাহ দিক থেকে) নাম কী?
[a]গঙ্গা
[b]ব্রম্হপুত্র
[c]গোদাবরী
[d]কাবেরী

4.ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কী?
[a]চিল্কা
[b]সম্বর
[c]লোনার
[d]প্যাংগ্যাং

5.তামিলনাড়ুতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মৌসুমী বায়ুর প্রভাবে?
[a]উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু
[b]উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
[c]দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু
[d]দক্ষিন-পূর্ব মৌসুমী বায়ু

6.ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে?
[a]মিজোরাম
[b]মধ্যপ্রদেশ
[c]অরুনাচল প্রদেশ
[d]মহারাষ্ট্র

7.ভারতের প্রথম Biophere Reserve কোনটি?
[a]নীলগিরি
[b]মানস
[c]সিমলিপাল
[d]পেরিয়ার

8.কোন নদী তৈরী করেছে Marble Fall?
[a]নর্মদা
[b]তাপ্তি
[c]গোদাবরী
[d]কাবেরী

9.সম্বর হ্রদ রাজস্থানের কোন শহরের কাছাকাছি অবস্থিত?
[a]ভরতপুর
[b]জয়পুর
[c]যোধপুর
[d]উদয়পুর

10.ভারতের গভীরতম Land Locked Protected কোনটি?
[a]বিশাখাপত্তনম
[b]কান্দালা
[c]তুতিকোরিন
[d]হলদিয়া

11.সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
[a]ধুপগড়
[b]মানপুর
[c]মহাদেব
[d]কলসুবাই

12.পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন কোন রাজ্যের মধ্যে বিস্তার?
[a]গুজরাট,মহারাষ্ট্র,গোয়া,কর্নাটক,কেরালা,তামিলনাড়ু
[b]মহারাষ্ট্র,কর্নাটক,কেরালা,তামিলনাড়ু
[c]গুজরাট,মহারাষ্ট্র,কর্নাটক,তামিলনাড়ু
[d]গুজরাট,মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র,কর্নাটক,তামিলনাডু

13.ভিলাই লৌহ-ইস্পাত শিল্প কোন রাজ্যে রয়েছে ?
[a]মধ্যপ্রদেশ
[b]ঝাড়খন্ড
[c]ওড়িশা
[d]ছত্রিশগড়

14.বারাউনি তাপবিদ্যুত কোন রাজ্যে রয়েছে?
[a]বিহার 
[b]উত্তরপ্রদেশ
[c]পশ্চিমবঙ্গ
[d]ঝাড়খন্ড

15.কাকরাপাড়া কিজন্য বিখ্যাত?
[a]তাপবিদ্যুত
[b]জলবিদ্যুত
[c]পারমানবিক বিদ্যুত কেন্দ্র
[d]পেট্রো-রাসায়নিক শিল্প

16.পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত?
[a]বাঁকুড়া
[b]বীরভুম
[c]পুরুলিয়া
[d]মেদিনীপুর

17.পশ্চিমবঙ্গের কোন জেলাটি আন্তর্জাতিক বর্ডার পায়নি?
[a]উত্তর দিনাজপুর
[b]মুর্শিদাবাদ
[c]জলপাইগুড়ি
[d]বীরভুম

18.মহানন্দা নদীর উত্পত্তি কোথায়?
[a]জেমু হিমবাহ
[b]পাগলাঝোড়া জলপ্রপাত
[c]চুম্বি উপত্যকা
[d]কোনটিই নয়

19.দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহকে কী বলে?
[a]হলদি
[b]ময়ুরাক্ষী
[c]রূপনারায়ণ
[d]কালিন্দী

20.সুন্দরবন কতসালে UNESCO-র মাধ্যমে বিশ্বের ঐতিহ্য রূপে চিহ্নিত হয়েছে?
[a]১৯৮৭
[b]১৯৯৭
[c]১৯৯৯
[d]১৯৮৯

21.পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিনে বিস্তার কত কিলোমিটার?
[a]৬৬৬
[b]৬২৫
[c]৬৫০
[d]৩২৫

22.পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার?
[a]৮৮৭৫২ 
[b]৮৮৫৭২
[c]৮৮৭৭২
[d]৮৮৫৫২

23.পশ্চিমবঙ্গের শুস্কতম স্থানটি কোন জেলায় অবস্থিত?
[a]বীরভুম
[b]পুরুলিয়া
[c]বাঁকুড়া
[d]পশ্চিম মেদিনীপুর

24.হাওড়া কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত?
[a]বর্ধমান
[b]জলপাইগুড়ি
[c]প্রেসিডেন্সি
[d]মালদা

25.পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্য সব থেকে বেশি বর্ডার পেয়েছে?
[a]ঝাড়খন্ড
[b]বিহার
[c]ওড়িশা
[d]অসম



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link