Breaking







Friday, December 28, 2018

Indian Economics and Polity MCQ in Bengali for WBCS

Indian Economics and Polity MCQ in Bengali for WBCS-ভারতের অর্থনীতি ও রাষ্ট্রনীতি প্রশ্ন উত্তর :

Indian Economics and Polity MCQ in Bengali for WBCS
Indian Economics and Polity MCQ in Bengali for WBCS 
নমস্কার বন্ধুরা,
আগত WBCS 2019 এবং অন্যান্য Competitive Exam-এ ভারতের অর্থনীতি ও রাষ্ট্রনীতি থেকে অনেক প্রশ্ন এসে থাকে | তাই আপনাদের প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Economics and Polity MCQ in Bengali for WBCS.আশা রাখি এগুলো পরীক্ষায় আপনাদের খুবই সাহায্য করবে |



1.Peel কমিটি কিসের সঙ্গে জড়িত?
[a]মৌলিক কর্তব্য
[b]মৌলিক অধিকার
[c]কেন্দ্র রাজ্যের সম্পর্ক
[d]যুক্তরাষ্ট্র কাঠামো

2.সংবিধানের কততম ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের কথা উল্লেখ আছে?
[a]১৪০
[b]১৪১
[c]১৪২
[d]১৪৩

3.North East Zonal Council-এর সদর দপ্তর কোথায় ?
[a]দিসপুর
[b]গুয়াহাটি
[c]ভুবনেশ্বর
[d]কলকাতা

4.Zonal Council-এর চেয়ারম্যান কে?
[a]প্রধানমন্ত্রী
[b]মুখ্যমন্ত্রী
[c]স্বরাষ্ট্রমন্ত্রী
[d]অর্থমন্ত্রী

5.Estimate Committe লোকসভার কতজন সদস্য নিয়ে গঠিত ?
[a]২২
[b]৭
[c]৩০
[d]কোনটিই নয়

6.Public Account Commitee-এর চেয়ারম্যান কে?
[a]নরেন্দ্রমোদী
[b]রাজনাথ সিং
[c]সুমিত্রা মহাজন
[d]মল্লিকার্জন খারগে

7.পার্লামেন্টের শুন্য আসন সংবিধানের কততম ধারায় বলা হয়েছে?
[a]199
[b]১০১
[c]৯৮
[d]৯৯

8.গণ পরিষদের মোট কতজন সদস্য ছিল কংগ্রেস থেকে?
[a]২০৫
[b]২০৮
[c]২০৪
[d]২০২

9.কে প্রস্তাবনাকে "Political Horoscope" বলেছেন?
[a]ঠাকুরদাস ভার্গব
[b]ববকার
[c]কে.এম.মুন্সী
[d]ড. বি. আর. আম্বেদকর

10.দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান দশম পাটের অংশ হয়েছে?
[a]৫২তম
[b]৮৫তম
[c]৯২তম
[d]৫৫তম

11.কোন দেশের সংবিধান থেকে বানিজ্য সংক্রান্ত বিষয় ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে?
[a]ব্রিটেন
[b]মার্কিন যুক্তরাষ্ট্র
[c]জাপান
[d]অস্ট্রেলিয়া

12.সুপ্রিম কোর্টের কোন বিচারপতির ইমপিচমেন্ট হয়েছিল?
[a] k. Subba Rao
[b] S.R. Das
[c] R.S. Pathak
[d] V. Ramaswami

13.নিচের কোন রাজ্যে বিধানপরিষদ নেই?
[a]গুজরাট
[b]বিহার
[c]মহারাষ্ট্র
[d]কর্নাটক

14.বিধানসভার সর্বোচ্চ ও সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
[a]৫০০ ও ৪০
[b]৫০০ ও ৬০
[c]৪৫০ ও ৫০
[d]রাজ্যের বিধানপরিষদের উপর নির্ভর

15.কততম সংবিধান সংশোধনে বলা হয়েছে পার্লামেন্ট আইন প্রনয়ন করে জরুরি অবস্থাকালীন সময় স্বাধীনতা স্থগিত করতে পারে?
[a]৩৫২
[b]৩৫৬
[c]৩৫৭
[d]৩৫৮

16.২০০১ সালের জনগননা অনুযায়ী গ্রামীন ও শহরাঞ্চলে জনসংখ্যার অনুপাত হল-
[a]৬৫:৩৫
[b]৬৮:৩২
[c]৭২:২৮
[d]৭৫:২৫

17.অ্যাডহোক ট্রেজারী বিল ব্যবস্থা কত সালে বিলুপ্ত হয়?
[a]৩১শে মার্চ ১৯৯৭
[b]৩১শে মার্চ ১৯৯৬
[c]১লা এপ্রিল ১৯৯২
[d]১লা এপ্রিল ১৯৯৫

18."Pure Banking Nothing Else" কোন ব্যাঙ্ক-এর স্লোগান?
[a] ICCI
[b] HDFC
[c] SBI
[d] UTI

19.ভাতিন্দা তৈলশোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে নিচের কোন সংস্থার মাধ্যমে?
[a] IOC
[b] Reliance
[c] HPCL
[d] BPCL

20.মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ারমূল্য সূচক হল-
[a] UREX
[b] SENSEX
[c] FOREX
[d] DOLEX

21.সংকল্প প্রোজেক্ট কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
[a]অশিক্ষা
[b]পোলিও
[c]বেকারত্ব
[d]AIDS/HIV

22.ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয়?
[a]১৯৮৫
[b]১৯৮৬
[c]১৯৮৭
[d]১৯৮৮

23.ভারতে কে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন?
[a]স্যার চার্লস উড
[b]লর্ড মেকলে
[c]জেমস উইলসন
[d]উইলিয়াম জোনস

24.অশোক মেহতা কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত?
[a]সুপ্রিম কোর্ট
[b]পঞ্চায়েতি রাজ
[c]লেবার কমিশন
[d]অর্থ কমিশন


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link