Breaking







Thursday, December 27, 2018

History MCQ in Bengali For WBCS-ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর

History MCQ in Bengali For WBCS-ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর :

History MCQ in Bengali For WBCS
History MCQ in Bengali For WBCS

নমস্কার বন্ধুরা,
WBCS/RRB Group D/CGL/SSC এবং অন্যান্য সমগোত্রীয় Competitive Exam-এ ভারতের ইতিহাস থেকে অনেক প্রশ্ন এসে থাকে তাই আপনাদের প্রস্তুতির মাত্রা বৃদ্ধির জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি History MCQ in Bengali For WBCS. প্রশ্ন গুলির সমস্ত উত্তর নিচে দেওয়া আছে |

1.কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে?
[a]সামবেদ
[b]যজুবেদ
[c]অথর্ববেদ
[d]ঋগবেদ

2.কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে?
[a]ঋগবেদ
[b]যজুবেদ
[c]সামবেদ
[d]অথর্ববেদ

3.নিচের কোনটি জৈনমন্দির শহর হিসাবে পরিচিত?
[a]উজ্জয়িনী
[b]গিরনার
[c]আহমেদাবাদ
[d]রাজগির

4.নিচের কোন সম্রাট বৌদ্ধধর্ম নেননি ?
[a]সমুদ্রগুপ্ত
[b]হর্ষবর্ধন
[c]কনিষ্ক
[d]অশোক

5.কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
[a]চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
[b]হর্ষবর্ধন
[c]চন্দ্রগুপ্ত মৌর্য
[d]সমুদ্রগুপ্ত

6.বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না?
[a]বেদের আচরণ-বিধি
[b]কঠোর তপশ্চর্যা
[c]ইশ্বর-কল্পনা
[d]বর্ণপ্রথা

7.উপনিষদের মূল বিষয়বস্তু কী?
[a]দর্শন
[b]যোগ
[c]আইন-নীতি
[d]ধর্ম

8.প্রাচীন ভারতের কোন শাসক তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল?
[a]সমুদ্রগুপ্ত
[b]কনিষ্ক
[c]অশোক
[d]হর্ষবর্ধন

9.গুপ্ত যুগে কে "উত্তর রামচরিত " নাটক রচনা করেছিলেন?
[a]কালিদাস
[b]বিশাখদত্ত
[c]ভারবি
[d]ভবভূতি

10.ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে?
[a]বৈদিক যুগে
[b]মৌর্য যুগে
[c]গুপ্ত যুগে
[d]মোগল যুগে

11.নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন?
[a]চোল
[b]চালুক্য
[c]পল্লব
[d]পান্ড্য

12.বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীটির পরিচয় পাওয়া যায়?
[a]পঞ্চতন্ত্র
[b]রামায়ন
[c]মহাভারত
[d]জাতক

13.সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় "রাজুক" শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন?
[a]ধর্মসংক্রান্ত বিষয়
[b]সৈন্য পরিচালনা
[c]রাজস্ব আদায়
[d]বিচার ব্যবস্থা

14.সেন বংশের সর্বশ্রেষ্ট নরপতি কাকে বলা হয়?
[a]লক্ষ্মণ সেন
[b]বিজয় সেন
[c]বল্লাল সেন
[d]সামন্ত সেন

15.কাকে সুলতান যুগের আকবর আখ্যা দিয়ে থাকি?
[a]ফিরোজ শাহ তুঘলক
[b]আলাউদ্দিন খলজী
[c]দ্বিতীয় পুলকেশী
[d]টিপু সুলতান

16.পশ্চিম ভারতের চালুক্য বংশের পরের রাজবংশ নিচের কোনটি?
[a]চোল
[b]পল্লব
[c]রাষ্ট্রকুট
[d]পান্ড্যব

17.কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল?
[a]গিয়াসুদ্দিন বলবন
[b]ইলতুতমিস
[c]মহম্মদ বিন তুঘলক
[d]আলাউদ্দিন খলজী

18."দুরানী" বংশের প্রতিষ্ঠাতা কে?
[a]ইব্রাহিম লোদী
[b]আহমদ শাহ আবদালী
[c]মুরশিদকুলি খাঁ
[d]সেলিম দুরানী

19.চিনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক কোন সুলতান স্থাপন করেছিলেন?
[a]জালালউদ্দিন খলজী
[b]ইব্রাহিম লোদী
[c]কুতুব উদ্দিন আইবক
[d]গিয়াসুদ্দিন বলবন

20.নিচের কে একজন অন্ধ কবি,কৃষ্ণপুজারী ও কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?
[a]সুরদাস
[b]কবির
[c]রামানন্দ
[d]জয়দেব

21.শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনীগ্রন্থ "চৈতন্য চরিতামৃত" গ্রন্থের প্রন্থাকার কে?
[a]কৃত্তিবাস
[b]ভানুসিংহ
[c]কৃষ্ণদাস কবিরাজ
[d]তুলসীদাস

22.কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী?
[a]রাষ্ট্রকুট
[b]পল্লব
[c]চোল
[d]চালুক্য

23.উত্তর ভারতের শেষ আফগান রাজবংশ কোনটি?
[a]সুরি
[b]খিলজি
[c]তুঘলক
[d]লোদী

24.১৩৯৮ সালে কে ভারত আক্রমন করেছিলেন?
[a]তৈমুর লঙ
[b]নাদীর শাহ
[c]সুলতান মামুদ
[d]চেঙ্গিস খাঁ

25.মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল?
[a]বখশি
[b]বওয়ান
[c]ওয়াজরি
[d]কোতায়েল


     [সমস্ত উত্তর নিচের তালিকায়]

1.d 2.b 3.b 4.a 5.c 6.d 7.a 8.b
9.d 10.b 11.c 12.d 13.d 14.c 15.a 16.d
17.d 18.b 19.a 20.a 21.c 22.b 23.a 24.a
25.a

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link