Breaking







Friday, December 7, 2018

Indian Economy MCQ in Bengali PDF-ভারতের অর্থনীতি

Indian Economy MCQ in Bengali PDF-ভারতের অর্থনীতি :

ভারতীয় অর্থনীতি প্রশ্ন উত্তর pdf download
Indian Economy MCQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন Competitive Exam-এ ভারতের অর্থনীতি থেকে অনেক প্রশ্ন এসে থাকে ,আর সেই প্রশ্ন গুলির যথাযথ উত্তর করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Economy MCQ in Bengali PDF | আশা রাখি আপনাদের খুবই কাজে আসবে এই পিডিএফটি |

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

 ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয়?
[a] 1987 সালে
[b] 1988 সালে
[c] 1989 সালে
[d] 1986 সালে

 RBI এর সদর দপ্তর কোথায়?
[a] কানপুর
[b] কলকাতা
[c] দিল্লী
[d] মুম্বাই

এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
[a] ভারতের অর্থ সচিব
[b] ভারতের রাষ্ট্রপতি
[c] ভারতের অর্থমন্ত্রী
[d] ভারতের প্রধানমন্ত্রী

অর্থ কমিশনের নিয়োগ কে করে থাকেন?
[a] প্রধান বিচারপতি
[b] রাজ্যসভা
[c] প্রধানমন্ত্রী
[d] রাষ্ট্রপতি

ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
[a] জহরলাল নেহেরু
[b] ডঃ বি আর আম্বেদকর
[c] সি রঙ্গরাজন
[d] কে সি পন্থ

অর্থনীতিতে দেউলিয়া বলতে বোঝায়?
[a]  দায়>সম্পত্তি
[b] ব‍্যায়>আয়
[c] বিক্রয়>ক্রয়
[d] খরচ>বিক্রয়

ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?
[a] কোনটি নয়
[b] NSSO
[c] ISO
[d] CSO

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়?
[a] 1947
[b] 1955
[c] 1950
[d] 1951


File Details:
File Name: Indian Economy MCQ in Bengali
File Format: PDF
File Size: 3.28 MB

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link