Breaking







Monday, October 22, 2018

Indian Economy MCQ in Bengali PDF-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর

ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর -Indian Economy MCQ in Bengali PDF

indian Economy MCQ in Bengali PDF
Indian Economy In Bengali
Hello বন্ধুরা,
আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন Competitive Exam(wbcs/cgl/mts/Rail)-এ ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন এসে থাকে ,সুতরাং সেই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করার জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Economy MCQ PDF in Bengali. দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন.


কিছু নমুনা দেওয়া হলো:

১. মহলানবীশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের ওপরে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল তা হল –
(A) কৃষিক্ষেত্র
(B) পরিষেবা ক্ষেত্র
(C) ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্প
(D) ক্ষুদ্র জামিন শিল্পক্ষেত্রে

২. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ

৩. জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হল —
(A) পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা
(B) দারিদ্র দূরীকরণ করা
(C) গ্রামীণ উন্নয়ন রূপায়ণ করা
(D) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা

৪. ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়?
(A) জাতীয় উন্নয়ন পরিষদ
(B) গবেষণা কার্যসূচি কমিশন
(C) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
(D) প্রধানমন্ত্রী

৫. রাষ্ট্রপুঞ্জ কত সালে “মানব উন্নয়ন সূচক ( HDI )” -এর ধারণা প্রবর্তন করেন?
(A) ১৯৯৮
(B) ১৯৯০
(C) ১৯৯২
(D) ১৯৯৪

File Details:
File Name: Indian Economy MCQ
File Format: PDF
File size:3.22MB



1 comment:

  1. Indian economics books bengali version a pdf pawa jabe ??

    ReplyDelete

Dont Leave Any Spam Link