Breaking







Monday, January 21, 2019

Indian Constitution MCQ in Bengali PDF-ভারতের সংবিধান প্রশ্ন উত্তর

Indian Constitution MCQ in Bengali PDF-ভারতের সংবিধান প্রশ্ন উত্তর 

Indian Constitution MCQ in Bengali PDF for WBCS
Indian Constitution MCQ in Bengali PDF

নমস্কার বন্ধুরা ,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Constitution MCQ in Bengali PDF,যেটিতে খুবই গুরুত্বপূর্ণপ্রশ্ন উত্তর দেওয়া হলো | কারণ আপনারা সবাই জানেন WBCS/CGL/Police বা অন্যান্য Competitive Examn-এ ভারতের সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে | সুতরাং পিডিএফটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতি নিতে থাকুন |



1.ভারতের সংবিধান রচনা করেছিল-
[a] গণপরিষদ
[b] লোকসভা
[c] ব্রিটিশ পার্লামেন্ট
[d] জাতীয় কংগ্রেস

2.ভারতের গণপরিষদ গঠিত হয়-
[a] ১৯৪৫ সালে
[b] ১৯৪৬ সালে
[c] ১৯৪৯ সালে
[d] ১৯৫০ সালে

3.প্রথমে ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়-
[a] ৩৭৭ জন
[b] ৩৮০ জন
[c] ৩৮৯ জন
[d] ৪৫০ জন

4.গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন?
[a] ৩৮৯ জন
[b] ২৯৬ জন
[c] ২৮০ জন
[d] ২৭৮ জন

5.গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন?
[a] ৮০জন
[b] ৯১ জন
[c] ৯৩ জন
[d] ৯৬ জন

6.গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন?
[a] ২৯৬ জন
[b] ২৯০ জন
[c] ২০৮ জন
[d] ২৯৩ জন

7.গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন?
[a] ৮০ জন
[b] ৭৩ জন
[c] ৯৩ জন
[d] ৯৬ জন

8.গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল?
[a] ৭৩
[b] ৯৩
[c] ৭৬
[d] ৭৮

9.গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
[a] ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর
[b] ১৯৪৭ সালের ৯ই ডিসেম্বর
[c] ১৯৪৮ সালের ৯ই ডিসেম্বর
[d] ১৯৪৯ সালের ৯ই ডিসেম্বর

10.গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
[a] কলকাতায়
[b] দিল্লিতে
[c] মুম্বাইয়ে
[d] চেন্নাইয়ে

11.গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
[a] ড. রাজেন্দ্র প্রসাদ
[b] জে.বি. কৃপালনি
[c] হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
[d] সচ্চিদানন্দ সিংহ

12.গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
[a] ড. রাজেন্দ্র প্রসাদ
[b] ড. বি. আর. আম্বেদকর
[c] সর্দার বল্লভ ভাই প্যাটেল
[d] জওহরলাল নেহেরু

13.গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
[a] ড. রাজেন্দ্র প্রসাদ
[b] জওহরলাল নেহেরু
[c] ড. বি. আর. আম্বেদকর
[d] সচ্চিদানন্দ সিংহ

14.ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয়?
[a] দ্বিতীয়
[b] তৃতীয়
[c] চতুর্থ
[d] পঞ্চম

15.ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহনের উদ্দেশ্য বিশেষ অধিবেশন কবে বসে?
[a] ১৯৪৭ সালের ১৪ই অগাস্ট
[b] ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
[c] ১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
[d] ১৯৪৭ সালের ২৬শে জানুয়ারী

16.ভারতের গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে?
[a] ১৯৪৭ সালের ১৪ই অগাস্ট
[b] ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
[c] ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
[d] ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী

17.গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে?
[a] ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
[b] ১৯৪৮ সালের ১৫ই অগাস্ট
[c] ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
[d] ১৯৫০ সালের ২৪শে জানুয়ারী

18.গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিতহয়?
[a] ৫টি
[b] ৮টি
[c] ৯টি
[d] ১১টি

19.ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
[a] ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
[b] ১৯৪৮ সালের ২১শে ফেব্রুয়ারী
[c] ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
[d] ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী

20.কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়?
[a] ২৮০ জন
[b] ২৮৩ জন
[c] ২৮৪ জন
[d] ২৮৫ জন

21.স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়?
[a] ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
[b] ১৯৪৮ সালের ২১শে ফেব্রুয়ারী
[c] ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
[d] ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী

22.ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
[a] ড. রাজেন্দ্র প্রসাদ
[b] জওহরলাল নেহেরু
[c] ড. বি. আর আম্বেদকর
[d] সর্বপল্লী রাধাকৃষ্ণন

23.কে ভারতীয় গণপরিষদকে 'আইনজীবীদের স্বর্গ রাজ্য' বলে অভিহিত করেছেন?
[a] আইভর জেনিংস
[b] গ্রেনভিল অস্টিন
[c] অধ্যাপক জ়ে. সি. জহুরী
[d] দামোদর স্বরূপ শেঠ

24."ভারতের সংবিধান জনগণ রচনা করেনি,সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়"-উক্তিটি কার?
[a] গ্রেনভিল অস্টিন-এর
[b] দামোদর স্বরূপ শেঠের
[c] কে. ভি. রাও-এর
[d] আর্নেস্ট বার্কার-এর

25."Commentaries on the Constitution of India"-গ্রন্থটির রচয়িতা কে?
[a] আইভর জেনিংস
[b] জি. সি. ভেঙ্কট সুব্বারাও
[c] আর্নেস্ট বার্কার
[d] জে. সি. জোহুরী

26.বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা আছে?
[a] ৩৯৫টি
[b] ৪০১টি
[c] ৩৯০টি
[d] ৩৮৫টি

27.ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত সংশোধনে 'সমাজতন্ত্র' ও 'ধর্মনিরপেক্ষ' দুটি যুক্ত করা হয়েছে?
[a] ৪০তম
[b] ৪২তম
[c] ৪৪তম
[d] ৫৭তম

28.পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হল-
[a] চিনের সংবিধান
[b] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
[c] ফরাসী সংবিধান
[d] ভারতের সংবিধান

29.ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে?
[a] ৯টি
[b] ১০টি
[c] ১১টি
[d] ১২টি

30.ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত?
[a] ১৯টি
[b] ২২টি
[c] ২১টি
[d] ১৮টি

File Details:
File Name:Indian Constitution MCQ Part-1
File Format: PDF
File Size: 469 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link