Breaking







Sunday, January 20, 2019

Life Science MCQ in Bengali PDF || জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Life Science MCQ in Bengali PDF Download-জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 

Life Science MCQ in Bengali PDF Download for WBCS,HSC,SSC,BCS,Madhyamik
Life Science MCQ in Bengali PDF Download
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Life Science MCQ in Bengali PDF,যেটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো| কারণ আপনারা জানেন বিভিন্ন Competitive Exam-এ জীবন বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | সুতরাং দেরী না করে পিডিএফটি ডাউনলোড করে নিন এবং নিজেদের প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |


1.গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো:
[a] মিউকর
[b] ইস্ট
[c] ভলভক্স
[d] অ্যাগারিকাস

2.সংকটকালীন হরমোন হলো-
[a] ইনসুলিন
[b] অ্যাড্রিনালীন
[c] থাইরক্সিন
[d] টেস্টোস্টেরন

3.মস্তিষ্কের যোজক কলা বলা হয়-
[a] থ্যালামাস 
[b] লঘুমস্তিস্ক
[c] পনস
[d] গুরুমস্তিষ্ক

4.মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসাবে কাজ করে?
[a] হাইপোথ্যালামাস
[b] থ্যালামাস
[c] পনস
[d] সেরিবেলাম

5.বল এক সকেট সন্ধি পাওয়া যায়-
[a] এলবো
[b] নী
[c] পেলভিক গার্ডল
[d] আঙুল

6.চোখে ধুলো-বালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো বুজে যায় | এটি কী ধরনের ক্রিয়া?
[a] সহজাত প্রতিবর্ত ক্রিয়া
[b] অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
[c] গমন
[d] কোনটিই নয়

7.হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
[a] TSH
[b] STH
[c] ADH
[d] থাইরক্সিন

8.ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়না যে হরমোনটি তা হল-
[a] ইস্ট্রোজেন
[b] প্রজেস্টেরোন
[c] রিল্যাক্সিন
[d] অ্যান্ড্রোজেন

9.যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়,তখন তাকে বলে-
[a] প্রকরণ চলন
[b] ট্যাকটিক চলন
[c] ট্রপিক চলন
[d] ন্যাস্টিক চলন

10.স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে-
[a] দেহকোষ
[b] কোষদেহ
[c] ডেনড্রাইড 
[d] অ্যাক্সন

11.মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা-
[a] ৩১জোড়া 
[b] ৩১টি
[c] ১২জোড়া
[d] ১২টি

12.নিচের কোন হরমোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে?
[a] থাইরক্সিন
[b] গ্লুকাগন
[c] ইনসুলিন
[d] অ্যাড্রিনালীন

13.ইউগ্লিনার গমনাঙ্গ হলো-
[a] সিলিয়া
[b] ক্ষণপদ
[c] সংকোচনশীল গহ্বর 
[d] ফ্লাজেলা

14.সূর্যালোকের উপস্থিতিতে সুর্য্যমুখীর প্রস্ফুটন কী ধরনের চলন?
[a] ফটোন্যাস্টি
[b] থার্মোন্যাস্টি
[c] কেমোন্যাস্টি
[d] ফটোট্রপিক

15.পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি?
[a] অক্সিন
[b] সাইটোকাইনিন
[c] জিব্বেরালিন
[d] 24-D

16.যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমান বৃদ্ধি পায়?
[a] STH
[b] GTH
[c] ADH
[d] TSH

17.সূর্যশিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় এইপ্রকার চলনকে বলে-
[a] ফটোট্যাকটিক
[b] সিসমোন্যাস্টিক
[c] ফটোন্যাস্টি
[d] কেমোন্যাস্টি

18.দেহের BMR নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে টা হল-
[a] থাইরক্সিন
[b] অ্যাড্রিনালীন
[c] প্রজেস্টেরোন
[d] টেস্টোস্টেরন

19.পায়রার বায়ু থলির সংখ্যা-
[a] ৯টি
[b] ১২টি
[c] ২৩টি
[d] ৭টি

20.ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম কী?
[a] অক্সিন
[b] জিব্বেরালিন
[c] সাইটোকাইনিন
[d] ইথিলিন

21.গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে?
[a] অগ্ন্যাশয়
[b] পিটুইটারি 
[c] ডিম্বাশয় 
[d] থাইরয়েড

22.কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হল-
[a] প্লুরা
[b] পেরিকার্ডিয়াম 
[c] মেনিনজেস
[d] পেরিটোনিয়াম

23.অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে-
[a] থ্যালামাস
[b] হাইপোথ্যালামাস
[c] এপিথ্যালামাস
[d] মেটাথ্যালামাস

24.প্রতিবিম্ব গঠিত হয় চোখের-
[a] রেটিনায়
[b] লেন্সে 
[c] কর্নিয়াতে
[d] কোরয়েডে

25.কোন প্রকার পেশী সংকোচনে অস্থি সন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌনিক দুরত্ব হ্রাস পায়?
[a] এক্সটেনশন
[b] অ্যাবডাকশন
[c] ফ্লেকশন
[d] রোটেশন

26.যে হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হল-
[a] অক্সিন
[b] জিব্বেরালিন
[c] সাইটোকাইনিন
[d] ফ্লোরিজেন

27.কেসকোগ্রাফ যন্ত্র আবিস্কার করেন-
[a] সি ভি রমন
[b] জগদীশচন্দ্র বসু
[c] প্রফুল্লচন্দ্র রায়
[d] এদের কেউ নন 

28.নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়-
[a] লেন্স 
[b] অ্যাকুয়াস হিউমর
[c] টিট্রিয়াস হিউমর 
[d] ফোবিয়া সেন্ট্রালিস

29.অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে পরিচিত-
[a] থাইরক্সিন
[b] ইনসুলিন
[c] গ্লুকাগন
[d] অ্যাড্রিনালীন

30.দুরের বস্তু দেখতে না পাওয়ার ঘটনা ঘটে কোন ক্ষেত্রে-
[a] ট্রাইট্যানোরিয়া
[b] মায়োপিয়া
[c] প্রোটোনোপিয়া
[d] ডিউটেরানোপিয়া

File Details:
File Name: Life Science MCQ P-3
File Format: PDF
File Size: 407KB

Click Here to Download

5 comments:

  1. thank u..answer gulo mark kora a6 bole porte subidha hoy..

    ReplyDelete
  2. thank u..answer gulo mark kora a6 bole porte subidha hoy..

    ReplyDelete
  3. Chapterwise dile khub vlo hoi
    Egulo vlo ...

    ReplyDelete
    Replies
    1. আমরা দেওয়ার চেষ্টা করছি

      Delete

Dont Leave Any Spam Link