Breaking







Monday, March 4, 2019

Math MCQ Practice Set-2 in Bengali PDF

Math MCQ Practice Set-2 in Bengali PDF

Math MCQ Practice Set-2 in Bengali PDF Download
Math MCQ Practice Set-2
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Math MCQ Practice Set-2 in Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam-এ গণিত বা Math বিষয়টা থাকেই থাকে | আর গণিতে দক্ষ হতে হলে প্র্যাকটিস করা খুবই আবশ্যক |

                      সুতরাং দেরী না করে Math MCQ Practice Set-2 in Bengali PDFটি  Downloadকরে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

1.দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে ৩০% ও ৪০% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ ?
  • ৯৮ 
  • ৯৩.৭৬
  • ৯৮.৫৩
  • ৯২.৮৬
2.এক অসৎ ব্যাবসায়ী দাড়িপাল্লায় ১ কেজির বদলে ৯০০ গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যের দামে জিনিসটি বিক্রি করে । ব্যাক্তির শতকরা লাভ কত ?
  • ৯৯/১১ %
  • ১০১/৯ %
  • ১০০/৯ %
  • ১০১/১১ %
3.৪x৪ + ৩x৩ = ?x?
  • ৬x৩
  • ৫x৫
  • ৭x৯
  • ১৫x১৫
4.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত % বাড়বে ?
  • ১০%
  • ১২%
  • ৩২%
  • ৪০%
5.কোনো জিনিসের দাম ১০% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ঐ জিনিসের দাম কত বাড়াতে হবে ?
  • ৯৯/১১ %
  • ১০০/৯ %
  • ১১%
  • ১০%
6.একটি ক্যাম্পে ৩০০ জনের ৯ দিনের খাবার মজুত ছিল । ২ দিন পর ১২৫ জন লোক ছেড়ে অন্যত্র চলে গেল । বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে ?
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১০ দিন
  4. ১২ দিন
7.কয়লার দাম ২৫% বেড়েছে , একটি পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ খরচ কমাতে হবে ?
  • ১৩৩%
  • ২৯%
  • ২৫%
  • ২০%
8.২৪ x ১৫ ÷ ১২ +? = ১৬৫
  • 65 
  • 85
  • 135
  • 158
9.একটি ব্যাগে ১ টাকা , ৫০ পয়সা , ২৫ পয়সা মিলে মোট ৭০০ টি মুদ্রা আছে । যদি তাদের অনুপাত ২ঃ৩ঃ৫ হয় হলে এক টাকার মুদ্রা কটা আছে ?
  • ৫০
  • ৭৫
  • ৮০
  • ১৪০ 
10.একটি ২০০ মিটার লম্বা ট্রেন সিগন্যাল পোস্ট ১২ সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ কত ?
  • ৭২ কিমি/ঘন্টা
  • ৬৮ কিমি/ঘন্টা
  • ৬০ কিমি/ঘন্টা
  • ৬৪ কিমি/ঘন্টা
11.৬ জন পুরুষ অথবা ১০ জন মহিলা একটি কাজ ১৫ দিনে সম্পূর্ণ করতে পারে । কাজটি ৩ জন পুরুষ ও ১০ জন মহিলার করতে কত সময় লাগবে ?
  • ৭ দিন
  • ৮ দিন
  • ১০ দিন
  • ১২ দিন
12.এক ব্যাক্তি পুরানো টেবিল ৪৮০ টাকায় কিনলেন । তিনি এর ২০% টেবিলটি মেরামত করতে ব্যয় করলেন । তিনি ১৪৪ টাকা লাভ করতে চাইলে ক্রয়মূল্যের ওপর কত শতাংশ যোগ করে বিক্রয়মূল্য স্থির করবেন ?
  • ৪৮% 
  • ৫০%
  • ৯৬%
  • ১০০%
13.যদি m^n=121 হয় তবে (m-1)^(n-1)= কত ?
  • ১০
  • ১০০
  • ১০০০
  • ১০০০০
14.একটি ক্লাসে ৬০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১২০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে ছেলেরা ২.৫ টাকা ও মেয়েরা ৫০ পয়সা করে পেল । ঐ ক্লাসে ছেলে ও মেয়ের অনুপাত কত ?
  • ১ঃ২
  • ৩ঃ৪
  • ৩ঃ১
  • ৫ঃ৩
15.একটি পার্কের দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪০ মিটার , পার্কটির চারদিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত ?
  • ২০০ বর্গমিটার
  • ২০৮ বর্গমিটার
  • ২০৪ বর্গমিটার
  • ১৯৬ বর্গমিটার
16.দুটি সংখ্যার গসাগু ১২ , তাদের পার্থক্য ১২ হলে সংখ্যা দুটি হবে -
  • ৮৬, ৯০
  • ৯৬,১০৮
  • ১০৪.১১৬
  • ১১২, ১২৮
17. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬ , ২৪ ও ৩৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৬ , ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে ?
  • ১৪৪
  • ১৩৪
  • ১৫৪
  • ১৬৪ 
18.৮০০ ÷ ৮ ÷ ০.৪ = ?
  • ৪০.৫
  • ২৫.২৫
  • ২০২.২৫
  • ২৫২.৫ 
19.যদি ৪ জন পুরুষ বা ৪ জন মহিলা একটি কাজ ৪৩ দিনে করতে পারে তাহলে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে ?
  • ৩০
  • ১৮
  • ১২
  • ১১ 
20.একজন ব্যাটসম্যান ১৭তম ইনিংসে ৮৫ রান করলে তার গড় ৩ বেড়ে যায় । তাহলে এখন তার গড় কত ?
  • ৩৫
  • ৩৭
  • ৩৮
  • ৭০ 
21.একটি ব্যাগে ৫ টাকা ও ১০ টাকার মোট ৮০ টি নোট আছে । ঐ ব্যাগে মোট ৬০০ টাকা থাকলে ১০ টাকার নোটের সংখ্যা কত ?
  • ৫০
  • ৬০
  • ৪০
  • ১০
22.একটি বইয়ের ২০০০ কপি ছাপাতে একজন প্রকাশকের ৩৮৭৫০ টাকার কাগজ লেগেছে ও ৩৩১৫০ টাকার ছাপা খরচ লাগে । বই বাধাতে ৮১০০ টাকা লাগে । বিক্রেতাকে ২০% কমিশান দিতে হয় । তিনি বইপ্রতি ২০% লাভ রাখতে চাইলে প্রত্যেক বই এর মুদ্রিত মূল্য কত টাকা রাখতে হবে ?
  • ৫০
  • ৯০
  • ৭০
  • ৬০
 23. ১০০ টাকায় ১২ টি লেবু বিক্রি করে এক দোকানীর ১৫% ক্ষতি হয় । কতগুলি লেবু ১০০ টাকায় বিক্রি করলে ২% লাভ হবে ?
  • ১০
  • ১২ 
24. ৫ বছর পর সুবীর ও প্রবীরের বয়সের অনুপাত হবে ৪ঃ৫ , তাদের বর্তমান বয়সের যোগফল ৩৫ , সুবীরের বর্তমান বয়স কত ?
  • ১৫ বছর
  • ১২ বছর
  • ৩২ বছর
  • ২০ বছর
25.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৬ঃ১ , ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৭ঃ২ । ছেলের বয়স এখন কত বছর ?
  • ১০
26. ০.০৫ x ০.০৯ x ৫ =?
  • ০.০০৫
  • ০.০২২৫
  • ০.০২৫
  • ০.২২৫ 
27.টাকায় ১২ টি লেবু বিক্রি করলে এক ব্যাবসায়ীর ২০% ক্ষতি হয় তবে ২০% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে ?
  • ১০
28.একটি চৌবাচ্চা ক নল দিয়ে ৮ ঘন্টায় পূর্ণ হয় । কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট ১২ ঘন্টা লেগে যায় । যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে ?
  • ২৪
  • ২৮
  • ২০
  • ৩২
29.একটি সংখ্যার ২/৫ অংশের ৫/৮ অংশের ৪/৭ অংশ হল ২২ । তাহলে সংখ্যাটি কত ?
  • ৮১১
  • ১৫৪
  • ১৮৭
  • ১৯৮ 
30.অজয় ও বিজয়ের এখনকার বয়সের অনুপাত ৩ঃ৪ । ৫ বছর পর এই অনুপাত হবে ৪ঃ৫ । বিজয়ের এখন বয়স কত ?
  • ১৫
  • ১৮
  • ২০
  • ২৪
31.A , B , C একটি যৌথ ব্যাবসায় ৬ঃ৯ঃ১০ অনুপাতে বিনিয়োগ করে , যদি তাদের লাভ্যাংশের অনুপাত ২ঃ৩ঃ৫ হয় , তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ?
  • ৩:৩:২
  • ২:২:৩
  • ১২:২৭:৫০
  • ১:১:২ 
32.যদি ৪৭৬**০ সংখ্যাটি ৩ ও ১১ দ্বারা বিভাজ্য হয় তাহলে ** এর স্থানে কি হবে ?
  • ৭ ও ৫
  • ৮ ও ৫
  • ৯ ও ৬
  • ১ ও ৫
33.(২৯x২৯x২৯-১৭৭ ) এর এককের ঘরের সংখ্যা হবে
  • ২ 
  • ৪ 
34.কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে ২০ বছরে সুদে আসলে দ্বিগুন হয় । বার্ষিক সুদের হার কত শতাংশ ?
  • ১০%
  • ৮%
  • ৬%
  • ৫%

35.বার্ষিক ১২% সরল সুদের হারে কত বছরে ১৫০ টাকা সুদে মুলে ২২২ টাকা হবে ?
[উত্তর ভুল থাকলে আমরা ক্ষমা প্রার্থী ]

File Details:
File Name: Math Practice Set-2
File Format: PDF
File Size:2.38 MB

Click Here to Download 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link