Breaking







Wednesday, March 6, 2019

Bengali Grammar Book PDF || বাংলা ব্যাকরণ বই

Bengali Grammar Book PDF-বাংলা ব্যাকরণ বই 

Bengali Grammar Book PDF Download
Bengali Grammar Book-বাংলা ব্যাকরণ বই 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Bengali Grammar Book PDF ,কারণ Primary TET,CTET এবং সমতুল্য অন্যান্য Competitive Exam-এ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে| আর বাংলা ব্যাকরণে ভালোভাবে দক্ষ হতে না পারলে বেশি মার্কস পাওয়া অসম্ভব হয়ে পড়ে|

                সুতরাং দেরী না করে Bengali Grammar Book PDF টি Download করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

যে যে অধ্যায় গুলি থাকছে::

১.ভাষা, ২.ব্যাকরণ ,৩.ধ্বনি পরিচয় ,৪.শব্দ ,৫.বাক্য,৬.সমাস ৭. সন্ধি ৮. সন্ধি ও সমাসের পার্থক্য ৯. প্রকৃতি ও প্রত্যয় ১০. উপসর্গ ১১. অনুসর্গ ১২. প্রতিশব্দ ১৩. বিপরীত শব্দ ১৪. পারিভাষিক শব্দ ১৫. ণ-ত্ব বিধান ১৬. ষ-ত্ব বিধান ১৭. বাংলা বানান ১৮, শব্দ শুদ্ধিকরণ ১৯. বাক্য শুদ্ধিকরণ ২০. বাক্য রূপান্তর ২১. যতিচিহ্ন



File Details:
File Name: Bengali Grammar Book
File Format: PDF
File Size: 802 KB

8 comments:

  1. ভাবসম্প্রসারণ পি ডি এফ ফাইল দিলে ভাল হ।

    ReplyDelete
  2. স্যার এস.এস.সি পরীক্ষার উপর বাংলা সাহিত্যের ইতিহাসের একটা সম্পুর্ণ pdf দিলে খুব উপকৃত হবো।।

    ReplyDelete
  3. প্রিয় স‍্যার,
    আমি এই সাইট হতে বি সি এস এর প্রিভিয়াস (অপশনাল)ইয়ারের প্রশ্নপত্র পেয়ে খুব ই আনন্দিত।কিন্তু আপনারা যদি মাধ্যমিক লেভেলের(ডব্লু বি)ওল্ড
    সিলেবাসের জিবন মুখোপাধ্যায় এর ইতিহাস(9-10)ব ই এর পি ডি এফ দেন ,তাহলে আমার ও সকলের কাছে এটি উপকারী বিষয় বস্তু।।

    ReplyDelete
  4. Sir political science ssc mcq gulo dila valo hoto

    ReplyDelete
  5. Khub e helpful... 👌👌👌 ei pdf ta ki primary exam er jonno sufficient...? Janaben plz.... 🙏🙏🙏

    ReplyDelete
  6. Sir psc upcoming exam er jonno suggested report gulo upr pdf dile valo hoto

    ReplyDelete

Dont Leave Any Spam Link