বিভিন্ন প্রাণীর ডাক এক কথায় প্রকাশ PDF
| বিভিন্ন প্রাণীর ডাক |
Hello Friends,
আজ বিভিন্ন প্রাণীর ডাক এক কথায় প্রকাশ PDFটি শেয়ার করছি, যেটিতে কোন প্রাণীর ডাক কী নামে পরিচিত সেই তালিকা দেওয়া হয়েছে। প্রাইমারি ও আপার প্রাইমারি টেট ও অন্যান্য পরীক্ষায় এক কথায় প্রকাশের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ময়ূরের ডাককে কী বলে? রাজহাঁসের ডাককে কী বলে? ইত্যাদি।
বিভিন্ন প্রাণীর ডাক এক কথায় প্রকাশ
| প্রাণীর নাম | ডাক |
|---|---|
| ময়ূর | কেকা |
| হাতি | বৃংহিত |
| ঘোড়া | হ্রেষা |
| রাজহাঁস | ক্রেংকার |
| কোকিল | কুহু |
| কুকুর | বুক্কন |
| সিংহ | নাদ, হুঙ্কার |
| পাখি | কূজন |
| বাঘ | গর্জন, হালুম |
| ভ্রমর | গুঞ্জন |
| মোরগ | কোক্কুরুৎ |
| গরু | হাম্বা |
| গাধা | রাসভ |
প্রাণীর ডাকের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন প্রাণীর ডাক
File Format: PDF
No. of Pages: 1
File Size: 284 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link