বাংলা বোধ পরীক্ষণ PDF
বাংলা বোধ পরীক্ষণ |
বোধ পরীক্ষণ PDF
“দুই দিকে উচ্চ পর্বতশ্রেণী, বহুদূর প্রসারিত সেই পর্বতের পাদমূল হইতে উত্তুঙ্গ ভৃগুদেশ পর্যন্ত অগণ্য উন্নত বৃক্ষ নিরন্তর পুষ্পবৃষ্টি করিতেছে। শিখর-তুষার নিঃসৃত জলধারা বঙ্কিম গতিতে নিম্নস্থ উপত্যকায় পতিত হইতেছে। সম্মুখে নন্দাদেবী ও ত্রিশূল এখন আবু স্পষ্ট দেখা যাইতেছে না। মধ্যে ঘন কুজ্ঝটিকা, এই যবনিকা অতিক্রম করিলে দৃষ্টি অবারিত হইবে।"
১। এটি একটি—
(ক) আত্মজৈবনিক রচনা
(খ) ভূগোল বিষয়ক রচনা
(গ) ভ্রমণমূলক রচনা
(ক) আত্মজৈবনিক রচনা
(খ) ভূগোল বিষয়ক রচনা
(গ) ভ্রমণমূলক রচনা
২। এই গদ্যাংশের ভাষা—
(ক) সাধুরীতি
(খ) চলিত রীতি
(গ) বঙ্গালী উপভাষা
৩। পদপরিবর্তন করুন: পতন—
(ক) পাতিত
(খ) নিপাতন
(গ) পতিত
৪। ‘পাদমূল’-এর সমার্থক শব্দটি—
(ক) গুলফ
(খ) সানুদেশ
(গ) শ্রোণীদেশ
৫। পড়ানোর সময় যে জাতীয় রচনার সাহায্য নেওয়া যেতে পারে-
(ক) পৌরাণিক
(খ) ভূগোল এবং ভ্রমণমূলক রচনা
(গ) পরিবেশ বিজ্ঞান
৬। পড়ানোর সময় এটি যেটি করা যেতে পারে—
(ক) গ্লোবের সাহায্য
(খ) চার্ট-এর সাহায্য
(গ) বোর্ডে ছবি এঁকে ব্যাপারটি বোঝানো
৭। উত্তুঙ্গ শিখর, তুষার-এগুলি—
(ক) তদ্ভব শব্দ
(খ) তৎসম
(গ) তৎসম ও তদ্ভব
৮। "প্রসারিত" এর বিপরীত শব্দ কী?
(ক) সংকুচিত
(খ) বিস্তৃত
(গ) নিরুপিত
৯। ‘পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পর+যন্ত
(খ) পরি+অন্ত
(গ) পর্য+অন্ত
১০। "ত্রিশূল" কোন সমাস হবে?
(ক) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) দ্বিগু সমাস
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link