Breaking







Tuesday, October 11, 2022

400+ এক কথায় প্রকাশ PDF | Bangla Ak kothay Prokash

৪০০+ এক কথায় প্রকাশ তালিকা PDF

এক কথায় প্রকাশ PDF
 এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ,
আজ 400+ এক কথায় প্রকাশ PDFটি দিচ্ছি, যেটিতে পরীক্ষায় আসার মতো প্রস্তাবিত গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন তালিকা দেওয়া হয়েছে। Abgari Police এবং Primary TET পরীক্ষায় বাংলা ব্যাকরণের অন্যতম অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। আশা করি চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে কমন পাবেন।

এক কথায় প্রকাশ PDF

কিছু নমুনা এক কথায় প্রকাশ ::

❏ অগ্রে বর্তমান থাকে যে – অগ্রবর্তী
❏ অক্ষির সম্মুখে – প্রত্যক্ষ
❏ অহংকার করে যে = অহংকারী
❏ অভিজ্ঞতার অভাব – অনভিজ্ঞ
❏ অনেকের মধ্যে একজন — অন্যতম
❏ অগ্রে জন্মিয়াছে যে – অগ্রজ
❏ অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ
❏ অতি দীর্ঘ নয় যা – নাতিদীর্ঘ।
❏ অক্ষির অগোচর – পরোক্ষ
❏ অনুসন্ধান করার ইচ্ছা — অনুসন্ধিৎসা
❏ অন্যদিকে মন যার – অন্যমনস্ক/অন্যমনা
❏ অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
❏ ইতিহাস লেখেন যিনি- ঐতিহাসিক
❏ ইহলােক বিষয়ক – ঐহিক
❏ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা
❏ ইন্দ্রিয়কে জয় করেছে যে – জিতেন্দ্রিয়
❏ ইষ্টক নির্মিত গৃহ – অট্টালিকা
❏ ইহার তুল্য – ঈদৃশ
❏ ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি – দাগি
❏ আকাশে চরে যে – খেচর
❏ আচরণের যােগ্য – আচরণীয়
❏ আপনাকে কেন্দ্র করেই যার চিন্তা – আত্মকেন্দ্রিক
❏ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে যে – আস্তিক
❏ আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত
❏ আকাশে গমন করে যে – বিহঙ্গ
❏ আদরের সাথে – সাদরে
❏ আটপ্রহর যা পরা যায় – আটপৌরে
❏ আপনার রং লুকায় যে – বর্ণচোরা
❏ আমিষের অভাব – নিরামিষ
❏ আয় আনুসারে যিনি ব্যয় করেন – মিতব্যয়ী
❏ আত্মকে অধিকার করে – অধ্যাত্ম
❏ উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ
❏ উপকারীর উপকার স্বীকার করে না যে – অকৃতজ্ঞ
❏ উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
❏ উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা।
❏ উলেখ করা হয় না যা – উহ্য।
❏ উপন্যাস রচয়িতা – ঔপন্যাসিক
❏ উপায় নেই যার – নিরুপায়
❏ উদ্ভিদের নতুন পাতা – পল্লব/কিশলয় 
❏ চিরস্থায়ী নয় যা — অনিত্য/নশ্বর
❏ চৈত্র মাসের ফসল – চৈতালি
❏ চিবিয়ে খেতে হয় যা – চৰ্য্য
❏ চার রাস্তার মিলনস্থল – চৌরাস্তা
❏ চোখে দেখা যায় যা —চাক্ষুষ
❏ চুষে খেতে হয় যা – চূষ্য।
❏ চক্ষুলজ্জাহীন ব্যক্তি – চশমখাের
❏ চোখে দেখা যায় যা – প্রত্যক্ষ
❏ চোখের দ্বারা দৃষ্ট – চাক্ষুষ
❏ চিরকাল মনে রাখার যােগ্য – চিরস্মরণীয়
❏ দিবসের শেষ ভাগ – অপরাহ
❏ দ্বীপের সদৃশ – উপদ্বীপ
❏ দেহে, মনে ও কথায় – কায়মনােবাক্যে
❏ দু’দিকে অপ যার – দ্বীপ
❏ দু’বার জন্ম হয় যার – দ্বিজ
❏ দু’রথীর যুদ্ধ – দ্বৈরথ
❏ দোহনের যােগ্য – দোহনীয়
❏ দু’বার বলা – দ্বিরুক্তি
❏ দু'হাতে সমান কাজ করতে পারে যে – সব্যসাচী
❏ দাড়ি জন্মে নি যার – অজাতশ্মশ্র
❏দেখা যায় না যা – অদৃশ্য
❏ বাঘের চামড়া - কৃত্তি
❏ বসন আগলা যার – অসংবৃত
❏ বিসংবাদ নেই যাতে – অবিসংবাদিত
❏ বিদেশে থাকে যে – প্রবাসী
❏ বিশ্বজনের হিতকর – বিশ্বজনীন
❏ বহুর মধ্যে একটি — অন্যতম
❏বর্ণনা করা যায় না যা — অবর্ণনীয়
❏ বুকে হেঁটে গমন করে যে – উরগ
❏ বলা হয়েছে যা — উক্ত
❏ যা হতে পারে না – অসম্ভব
❏ যা বিশ্বাস করা যায় না – অবিশ্বাস্য
❏ যা মৃতের মতাে – মৃতবৎ
❏ যা সহজে লাভ করা যায় – সুলভ
❏ যা যুক্তিসঙ্গত নয় – অযৌক্তিক
❏ যা দেখা যায় না – অদৃশ্য
❏ যা ক্রমশ বর্ধিত হচ্ছে – বর্ধিষ্ণু
❏ যা পূর্বে কখনও দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
❏ যা কষ্টে জয় করা যায় – দুর্জয়
❏ যা জলে ও স্থলে চরে – উভচর

এক কথায় প্রকাশের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: এক কথায় প্রকাশ 
File Format: PDF
No. of Pages:7
File Size:3.82 MB

3 comments:

  1. Many many thanks for TET Related notes

    ReplyDelete
  2. তোমার তবু জনবার ধরা আপলোড করা হলে খুব উপকৃত হব

    ReplyDelete

Dont Leave Any Spam Link