Child Study and Pedagogy Questions answer PDF in Bengali for Primary TET/CTET/D.el.ed and NIOS-শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব:
Hello,বন্ধুরা কেমন আছেন?
আপনারা অনেকেই হয়ত Primary TET এবং CTET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন , আর ওই সমস্ত পরীক্ষাগুলিতে শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে প্রশ্ন আসে তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Child Study and Pedagogy PDF in Bengali, যেটি ওই সমস্ত পরীক্ষার্থী ছাড়াও D.EL.ED ও NIOS -দেরও কাজে লাগবে .
নিচে কিছু নমুনা দেওয়া হলো ,আর সম্পূর্ণ পিডিএফ এর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
১. psychology শব্দটি নেওয়া হয়েছে – গ্রিক শব্দ থেকে
২.ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো -২৫ বছর
৩.মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো-২৩ বছর
৪.বারো থেকে আঠারো বছরের মধ্যবর্তী সময়কালকে বলে-কৈশোর
৫.শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে প্রায়-২০.৫ ইঞ্চি
৬.প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা প্রথম বলেন – প্লেটো
৭. ‘কামা দাই বামবিনী’ কথাটির অর্থ হলো-শিশুদের জন্য গৃহ
৮.কিন্ডারগার্টেন এর প্রবর্তক হলেন –ফ্রয়েবেল
৯.মন্তেসরি শিক্ষালয়ের প্রবর্তক হলেন-মন্তেসরি
১০. নার্সারী শিক্ষালয়ের প্রবর্তক হলেন –মার্গারেট ম্যাকমিলান ও র্যাযচেল ম্যাকমিলান
১১.ডাইড্যাকটিক অপারেটাস ব্যবহৃত হয়-মন্তেসরি বিদ্যালয়ে
১২.মনোবিদ জোনস জীবন বিকাশের স্তর গুলিকে ভাগ করেছেন-চারটি ভাগে
১৩.নিরাপত্তার চাহিদা একটি –মানসিক চাহিদা
১৪.ঘুমের চাহিদা একটি-দৈহিক চাহিদা
১৫.সহযোগিতার চাহিদা একটি – সামাজিক চাহিদা
১৬. ‘ঝর ঝঞ্ঝার’ কাল হলো –কৈশোর
১৭. “A child is book which the teacher is to learn form page to page”-এই উক্তিটি করেন-রুশো
১৮.সক্রিয়তা ভিত্তিক শিক্ষার ওপর নাম-ক্রীড়া ভিত্তিক শিক্ষা
১৯.মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন-জোয়ান হার্বার্ট
২০.মনোবিদ্যার আলোচনা থেকে আত্মা,মন,চেতনা ও এদের সমর্থক শব্দের ব্যবহার বর্জন করেছেন –ওয়াটসন
২১.সমাজনীতি কৌশলের উদ্ভাবক হলেন-ড. জে. এল. মোরেনা
২২. “মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান”-উক্তিটি করেন-ওয়াটসন
২৩.কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে যে উপাদান গুলি দায়ী সেগুলি হলো-পরিবেশ এবং বংশগতি উভয়ই
২৪.মনোবিজ্ঞানের প্রধানতম পদ্ধতি হলো-পর্যবেক্ষণ
২৫.মস্তিস্কের সাদা বস্তুটি কিসের সম্মিলিত রূপ ?-নার্ভ সেল এর
দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন
File Format:
File Name: Child Studies and Pedagogy
File Format:PDF
File Size: 511KB
এইরকম আরো PDF পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link