Breaking







Wednesday, September 5, 2018

Physics Questions Answers PDF in Bengali-ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর

Physics  Questions Answers PDF in Bengali-ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর :

Physics questions answers pdf in bengali
Hello,বন্ধুরা কেমন আছেন?
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ৬৯টি ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর/Physic Questions Answers PDF.


কিছু নমুনা দেওয়া হলো আর  সম্পূর্ণ পিডিএফ এর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে :

প্রশ্ন: কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো :
উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র।

 প্রশ্ন: বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত :
উত্তর: CaCO3।

প্রশ্ন: কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রূপা।

প্রশ্ন: বরফ জলে  ভাসে কারণ বরফের তুলনায় জলের :
উত্তর: ঘনত্ব বেশি।

প্রশ্ন: পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
উত্তর: নিউট্রন ও প্রোট্ন।

প্রশ্ন: গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর: সালফিউরিক।

প্রশ্ন: কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তর: পেট্রোল।

প্রশ্ন: মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়-
উত্তর: চৌম্বক শক্তি।

প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর: ডায়নামো।

প্রশ্ন: কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
উত্তর: লাল।

প্রশ্ন: কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
উত্তর: রাবার।

 প্রশ্ন: কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
উত্তর: ইস্পাত।

প্রশ্ন: কোনটি মৌলিক পদার্থ?
উত্তর: লোহা।

১৮. প্রশ্ন: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: পারদ।

 প্রশ্ন: স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান :
উত্তর: ক্রোমিয়াম।

 প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা গ্যাস –
উত্তর: হাইড্রোজেন।

 প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান–
উত্তর: তামা ও দস্তা।

প্রশ্ন: কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম।

প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি।

 প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম।

প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় :
উত্তর: দস্তা।

 প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি।

প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়।

প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন :
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য।

প্রশ্ন: কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের।

 প্রশ্ন: জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩।

 প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন।

প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন।

 প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন।

প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন।



প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম।

প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮।

 প্রশ্ন: বায়ু একটি–
উত্তর: মিশ্র পদার্থ।

প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক।

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ পিডিএফটি Download করে নিন 

File Details:
File Name: Physics QNA
File Format: PDF
File Size: 497KB

Click here To Download

এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link