Breaking







Sunday, August 12, 2018

Child Study & psychology Bengali PDF-শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর for Primary TET,CTET,D.el.ed

Child Study Bengali PDF-শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর for Primary TET,CTET,D.el.ed:

child study and pedagogy bengali pdf download for ptet,ctet,deled
Primary TET,CTET,D.el.ed পরীক্ষায় শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব থেকে যেসব প্রশ্ন গুলি আসে তার সঙ্গে মোকাবিলা করার জন্য আজ আমরা শেয়ার করছি Child Study Bengali PDF-শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব PDF.



কিছু নমুনা দেওয়া হলো ,আর সম্পূর্ণ PDFএর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে 

১.শিক্ষার অন্যতম উপাদান কী?
উঃ পরিবেশ।

২. অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন?
উঃ লুই ব্রেইল।

৩. ‘বাবলিং’ কী?
উত্তর – শিশুর ১০ থেকে ১২ মাসের মধ্যে উচ্চারিত কতকগুলি অর্থহীন শব্দ।

৪. প্রত্যেক ছাত্রের মেধা ও বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কী?
উত্তর – পরিবেশগত প্রভাব।

৫. গতানুগতিক ধারায় শিক্ষাকে কী বলা হত?
উত্তর: পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।

৬.গতানুগতিক ধারায় শিক্ষাকে কী বলা হত?
উত্তর: পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।

৭. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ।



৮.শিখন এক ধরনের কী প্রক্রিয়া?
উত্তর: আচরণমূলক।

৯.আদর্শ শিক্ষায় জোর দেওয়া হয় শিক্ষার্থীর
উঃ  পূর্ব অভিজ্ঞতা।

১০. শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত?
উঃ –গণতান্ত্রিক।

১১. প্রাচীনকালে গুরু ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল
উঃ –দাতা-গ্রহীতা।

১২.মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলঅভিনবত্ব।

১৩.‘ইতিহাস’ শিক্ষার্থীর কোন চাহিদা পূরণ করে?সামাজিক চাহিদা।

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন 


File details:
File Name: Child Study And Pedagogy/শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব
File Format: PDF
File Size:610KB

Click here to Download the PDF File 

এইরকম আরো PDF পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link