Breaking







Monday, August 21, 2023

1500+ বাংলা বাগধারা তালিকা PDF || Bagdhara

1500+ বাংলা বাগধারা তালিকা PDF

বাংলা বাগধারা তালিকা PDF
বাংলা বাগধারা
নমস্কার বন্ধুরা,
আজ 1500+ বাংলা বাগধারা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ ১৫০০টি বাগধারা ও তার অর্থ দেওয়া হয়েছে সুন্দরভাবে তালিকাকারে। বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্যের অন্যতম বিষয় প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সহ বিভিন্ন পরীক্ষাতে বাগধারা থেকে প্রশ্ন আসে। যেমন:- অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ কী? ডুমুরের ফুল বলতে কী বোঝানো হয়? ইত্যাদি।

বাংলা বাগধারা তালিকা

বাগধারা অর্থ
অকাল কুষ্মান্ড অপদার্থ, অকেজো
অষ্টরম্ভা ফাঁকি
অক্কা পাওয়া মারা যাওয়া
উত্তম মধ্যম প্রহার
উড়নচন্ডি অমিতব্যয়ী
একচোখা পক্ষপাতিত্ব
এলাহি কান্ড বিরাট আয়োজন
ওজন বুঝে চলা অবস্থা বুঝে চলা
কেঁচো খুড়তে কেউটে বিপদজ্জনক পরিস্থিতি
কেউকেটা গন্যমান্য
কৈ মাছের প্রাণ সহজে মরে না
খয়ের খাঁ চাটুকার
গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ
গদাই লস্করি চাল অতি ধীর গতি
ঘোড়ার ডিম অবাস্তব
ঘাটের মরা অতি বৃদ্ধ
চুনোপুটি নগন্য
চোখ টাটানো ঈর্ষা করা
ছা পোষা অত্যন্ত গরিব
ছেলের হাতের মোয়া সামান্য বস্তু
জগাখিচুড়ি গোলমাল বাধানো
জিলিপির প্যাঁচ কুটিলতা
ঝোপ বুঝে কোপ মারা সুযোগ মতো কাজ করা
টাকার কুমির ধনী ব্যক্তি
ঠোঁট কাটা বেহায়া
ডুমুরের ফুল দুর্লভ বস্তু
তাসের ঘর ক্ষনস্থায়ী
তালপাতার সেপাই ক্ষীণজীবী
তিলকে তাল করা বাড়িয়ে বলা
নয়ছয় অপচয় করা
নাটের গুরু মূল নায়ক
পটল তোলা মারা যাওয়া
ফুলবাবু বিলাসী
বিড়াল তপস্বী ভন্ড সাধু
বাড়া ভাতে ছাই অনিষ্ট করা
ভাল্লুকের জ্বর ক্ষনস্থায়ী জ্বর
মগের মুল্লুক অরাজক দেশ
মিছরির ছুঁড়ি মুখে মধু অন্তরে বিষ
রাহুর দশা দুঃসময়
হ য ব র ল বিশৃঙ্খলা

বাগধারার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে  রয়েছে

File Details::
File Name: 1500+ বাংলা বাগধারা
File Format: PDF
No. of Pages: 65
File Size: 2.28 MB

Click Here to Download

8 comments:

Dont Leave Any Spam Link