Environmental Science PDF in Bengali for Primary TET and CTET- পরিবেশ বিজ্ঞান-পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর:
১.UNEP-এর সম্পূর্ণ নাম কী?
উ: United Nations
Environment Programme.
২.কত খ্রিষ্টাব্দে
“Environmental Science” গ্রন্থটি প্রকাশিত হয়?
উ: ১৯৯৪ খ্রিষ্টাব্দে
3.ভৌত বা প্রাকৃতিক পরিবেশ
কাকে বলে?
উ: পৃথিবীর সমস্ত জড়পদার্থ
ও সজীব পদার্থ উপাদানের সমষ্টিকে বোঝায়
৪.স্বভোজিরা কয় প্রকার ও কী
কী?
উ: দুই প্রকার, যথা-
a.আলোকজীবী b.অনালোকজীবী
৫.অচিরাচরিত শক্তি কাকে
বলে?
উ: যে শক্তি ব্যবহারে
নিঃশেষিত হয় না এবং পরিবেশ দূষণ ঘটায় না তাকে অচিরাচরিত শক্তি বলে
৬.চিরাচরিত শক্তি গুলি
নবীকরণ যোগ্য নয় কেন?
উ:চিরাচরিত শক্তি গুলি বেশিরভাগ
খনি থেকে প্রাপ্ত সম্পদ যার সঞ্চয় সীমিত এবং এগুলি ব্যবহারে করলে পুনরায় ফিরে আসে
না ,তাই এগুলি নবীকরণ যোগ্য নয়
৭.স্তব্ধস্তর কাকে বলে?
উ: ক্ষুব্ধমন্ডল ও
শান্তমন্ডলের মধ্যবর্তী সীমারেখাকে স্তব্ধস্তর বলে
৮.অশ্মমণ্ডল কাকে বলে?
উ: শিলার সমন্বয়ে গঠিত ভূ-পৃষ্টের
সবচেয়ে কঠিন আবরণীকে অশ্মমণ্ডল বলা হয়
৯.সিমা কী?
উ: সিলিকন ও ম্যাগনেসিয়ামের
সমন্বয়ে গঠিত স্তরকে সিমা বলে
১০.বাস্তুতন্ত্র কাকে বলে?
উ: কোনো পরিবেশের সজীব ও
অজীব উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে
১১.সর্বভুক কাদের বলে?
উ: যে সকল প্রাণীরা উদ্ভিদ
ও বিভিন্ন স্তরের খাদকদের ভক্ষণ করে তাদের সর্বভুক বলে,যেমন-মানুষ,কাক
১২.পপুলেশন কাকে বলে?
উ: বিশেষ কোনো ভৌগলিক
অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠিকে পপুলেশন বলে
১৩.জৈবিক ক্ষমতা কাকে বলে?
উ: যেকোনো পরিবেশে ও
অবস্থায় জীবনধারণ ক্ষমতা অক্ষুন্ন রাখাকে জৈবিক ক্ষমতা বলে
১৪.পরিবেশগত বাধা কী?
উ:যেসব পরিবেশগত কারণে
জীবদের সংখ্যা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়,তাদের পরিবেশগত বাধা বলে
১৫.বহন ক্ষমতা কাকে বলে?
উ: কোনো নির্দিষ্ট ভৌগলিক
সীমারেখায় যে সংখ্যায় কোনো প্রজাতি পপুলেশন অনন্তকাল ধরে স্থায়িত্ব পায়,তাকে তার
বহন ক্ষমতা বলে
১৬.মাটির উপাদান গুলি কী কী
?
উ: a.খনিজ উপাদান b.বায়ু
c.জল d.জৈব পদার্থ
১৭.রেগোলিথ কী?
উ: আবহবিকারের প্রভাবে
ভূ-ত্বকের ওপরে চূর্ণ-বিচূর্ণ শিলার শিথিল স্তরকে রেগোলিথ বলে
১৮.লেনটিক হ্যাবিট্যাট কী?
উ: জলাভূমি,পুকুর প্রভৃতি
আবদ্ধ জলের প্রাকৃতিক বাসভূমি
১৯.হাইড্রাফাইট কী?
উ: কচুরিপানা,পদ্ম প্রভৃতি
উদ্ভিদ জলে জন্মায় ,এদের হাইড্রাফাইট বলে
২০.লোটিক হ্যাবিট্যাট কী?
উ: ঝরনা ,নদী প্রভৃতি মুক্ত
জলের প্রাকৃতিক বাস্ভুমিকে লোটিক হ্যাবিট্যাট বলে
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link