Breaking







Wednesday, August 3, 2022

অগ্নিপথ প্রকল্প কী? বয়সসীমা, যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া || Agnipath Scheme Details

অগ্নিপথ প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

অগ্নিপথ প্রকল্প সংক্রান্ত প্রশ্ন উত্তর
অগ্নিপথ প্রকল্প
নমস্কার বন্ধুরা,
আজ অগ্নিপথ প্রকল্প সংক্রান্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হলো, যেটিতে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে| যেমন:- অগ্নিপথ স্কিম কবে লঞ্চ করা হয়? অগ্নিপথ প্রকল্পের অন্তর্ভুক্ত সেনাদের কী নামে ডাকা হবে? ইত্যাদি।

অগ্নিপথ প্রকল্প

∎ অগ্নিপথ প্রকল্প কী?
☞ চার বছরের চুক্তির ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীতে অস্থায়ী পদে নিয়োগের একটি স্কিম হলো এই অগ্নিপথ। তবে ৪ বছর শেষ হওয়ার পর পারফরম্যান্সের ভিত্তিতে কেবল ২৫% সেনাকেই স্থায়ী পদে নিযুক্ত করা হবে।

∎ অগ্নিপথ স্কিম কবে এবং কে ঘোষণা করেছেন?
☞ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ১৪ই জুন ২০২২ তারিখে এই প্রকল্পের ঘোষণা করেছেন।

∎ অগ্নিপথ প্রকল্পে অন্তর্ভুক্ত সেনাদের কী নামে ডাকা হবে?
☞ অগ্নিবীর (Agniveer)

∎ এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন?
☞ নারী ও পুরুষ উভয়ই

∎ অগ্নিপথ স্কিমে যোগদানের জন্য বয়স সীমা কত?
☞ সাধারনত ১৭ থেকে ২১ বছর। তবে বিগত করোনা পরিস্থিতির কারণে, কেবল প্রথম বছরের জন্য সর্বোচ্চ বয়স সীমা ২৩ বছর নির্ধারণ করেছে সরকার।

∎ অগ্নিপথ প্রকল্পে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকবে হবে?
☞ এই প্রকল্পে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যেমন:-

পদ শিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর (General Duty) (All Arms কমপক্ষে ৪৫% শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ
অগ্নিবীর (Tech) কমপক্ষে ৫০% শতাংশ নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ
অগ্নিবীর টেক (Avn & Amn Examiner) সেন্ট্রাল এডুকেশন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং এক বছরের IIT কোর্সের অভিজ্ঞতা
অগ্নিবীর ক্লার্ক/ষ্টোর কিপার (All Arms) ৬০% শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ
অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms) প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ
অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms) প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে অষ্টম শ্রেণি পাশ

∎ অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনাদের বেতন কত?
☞ প্রথম বছরে প্রতি মাসে ৩০ হাজার টাকা, দ্বিতীয়  বছরে প্রতিমাসে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে ৩৬ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ বছরে প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বি.দ্র:: ১) এই বেতনের ৩০% টাকা অগ্নিবীর ফান্ডে জমা রেখে বেতনের ৭০% টাকাই তারা হাতে পাবে।
২) চার বছর পর চাকরির মেয়াদ শেষে ফান্ডে থাকা ৩০% টাকা এবং সরকারের পক্ষ থেকে দেওয়া সমপরিমাণ টাকা একত্রিত করে মোট ১০.০৪ লক্ষ টাকা সেবা নিধি প্যাকেজ হিসাবে দেওয়া হবে।
৩) সবশেষে পাওয়া এই টাকা সম্পূর্ণ কর মুক্ত বা Tax Free
৪) অগ্নিবীর হিসাবে কর্মরত থাকাকালীন তাদের অঙ্গহানি বা মৃত্যু হলে ৪৮ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে।

∎ অগ্নিপথ স্কিমে আবেদন প্রক্রিয়া:
☞ Ministry of Defence-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আবেদন করা যাবে।

∎ অগ্নিবীর পদে নিয়োগ প্রক্রিয়া:
১. শারীরিক পরিমাপ (At Rally Site)
২. মেডিকেল টেস্ট
৩. Common Entrance Examination (CEE)

∎ প্রথম বছর অর্থাৎ ২০২২ সালে কতজনকে অগ্নিবীর হিসাবে নিয়োগ করা হবে?
☞ ৪৬,০০০ জনকে

∎ অফিশিয়াল ওয়েবসাইট:: joinindianarmy.nic.in

∎ অফিশিয়াল নোটিশ:: Download

সমস্ত তথ্য গুলি পিডিএফেও রয়েছে

File Details::
File Name: অগ্নিপথ প্রকল্প [Agnipath Scheme]
File Format: PDF
No. of Pages: 2
File Size: 232 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link