Breaking







Wednesday, August 3, 2022

3rd August 2022 Current Affairs in Bengali || ৩রা আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd August 2022 Current Affairs in Bengali

3rd August 2022 Current Affairs in Bengali
August 2022 Current Affairs in Bengali

3rd August Current Affairs in Bengali

1.কোন দেশের সাথে ‘AL NAJAH-IV’ নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ ইজরায়েল
ⓑ ইজিপ্ট
ⓒ ওমান
ⓓ কাতার

2.ভারতের জন্য কোন সংস্থার নতুন Country Director পদে নিযুক্ত হলেন Auguste Tano Kouamé?
ⓐ Asian Development Bank
ⓑ World Bank
ⓒ WHO
ⓓ New Development Bank

3.Press Information Bureau(PIB)-এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুকুমার সেন শর্মা
ⓑ মধুসূদন কায়স্থ
ⓒ সত্যেন্দ্র প্রকাশ
ⓓ অষ্টম কুমার

4.‘Distinguished Indologist for 2021’ অ্যাওয়ার্ড জিতলেন Jeffrey Armstrong, তিনি কোন দেশের নাগরিক?
ⓐ আমেরিকা
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ কানাডা

5.‘Lockdown Lyrics’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ নবীন পট্টনায়েক
ⓑ সংযুক্তা দাশ
ⓒ সোমলতা সেন
ⓓ শান্তনু মৈত্র

6.Noise কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
ⓐ কিয়ারা আদভানি
ⓑ আলিয়া ভাট
ⓒ ভানী কাপুর
ⓓ কৃতী স্যানন

7.লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের Point 5140-এর নাম কী রাখা হলো?
ⓐ Vijay Hill
ⓑ Victory Point
ⓒ Kargil Point
ⓓ Gun Hill

8.Internet in India 2022 রিপোর্ট অনুযায়ী, ভারতে ডিজিটাল ট্রানজাকশনস কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ⓐ ৫১%
ⓑ ৩৩%
ⓒ ২৬%
ⓓ ৩৭%

9.সম্প্রতি মিনজর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হলো?
ⓐ পাঞ্জাব
ⓑ হিমাচলপ্রদেশ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ হরিয়ানা

10.Indian Council of Agricultural Research (ICAR)-এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজ শুক্লা
ⓑ বিনীত শরণ
ⓒ বিনায়ক পাই
ⓓ হিমাংশু পাঠক

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link