2nd August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
2nd August Current Affairs in Bengali
1.২০২২ জুলাই মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?ⓐ ১.৪৯ লক্ষ কোটি
ⓑ ১.৪৪ লক্ষ কোটি
ⓒ ১.৩৯ লক্ষ কোটি
ⓓ ১.৪৮ লক্ষ কোটি
2.সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়টি নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি?
ⓐ ৬টি
ⓑ ৭টি
ⓒ ৯টি
ⓓ ৮টি
3.Hungarian Grand Prix 2022 টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Lewis Hamilton
ⓑ George Russell
ⓒ Sergio Pérez
ⓓ Max Verstappen
4.সম্প্রতি সঞ্জয় আরোরা কোন রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন?
ⓐ মহারাষ্ট্র
ⓑ কেরালা
ⓒ দিল্লি
ⓓ জম্মু-কাশ্মীর
5.কোন দেশের সাথে “Ex VINBAX 2022” নামে সেনা মহড়া শুরু করলো ভারত?
ⓐ ভিয়েতনাম
ⓑ বলিভিয়া
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ থাইল্যান্ড
6.জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে Women’s Euro 2022 টাইটেল জিতলো কে?
ⓐ ব্রাজিল
ⓑ ইংল্যান্ড
ⓒ নরওয়ে
ⓓ বেলজিয়াম
7.“The Light We Carry: Overcoming in Uncertain Times” শিরোনামে বই লিখলেন কে?
ⓐ বারাক ওবামা
ⓑ জো বাইডেন
ⓒ কৈলাশ সত্যার্থী
ⓓ মিশেল ওবামা
8.2022 Commonwealth Games-এ ভারতের কনিষ্ঠতম অ্যাথলেট হিসাবে অংশ নিয়েছে কে?
ⓐ আনাহাত সিং
ⓑ অজয় ঠাকুর
ⓒ হার্শিত রাজা
ⓓ পিয়ালী মজুমদার
9.সম্প্রতি ‘President’s Colours’ অ্যাওয়ার্ড পেল কোন রাজ্যের পুলিশ?
ⓐ হিমাচল প্রদেশ
ⓑ অরুণাচল প্রদেশ
ⓒ তামিলনাড়ু
ⓓ উড়িষ্যা
10.সম্প্রতি প্রয়াত নির্মলা মিশ্র কে ছিলেন?
ⓐ সঙ্গীত শিল্পী
ⓑ অভিনেত্রী
ⓒ রাজনীতিবিদ
ⓓ লেখিকা
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link