Breaking







Friday, June 24, 2022

24th June 2022 Current Affairs in Bengali || ২৪শে জুন ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

24th June 2022 Current Affairs in Bengali

24th June 2022 Current Affairs in Bengali
June 2022 Current Affairs in Bengali 

24th June Current Affairs in Bengali

1.যুদ্ধের কারণে ইউক্রেনের স্থানচ্যুত শিশুদের সাহায্য করতে নোবেল পুরস্কার বিক্রি করে দিলেন Dmitry Muratov, কোন দেশের জার্নালিস্ট?
ⓐ রাশিয়া
ⓑ ইউক্রেন
ⓒ আমেরিকা
ⓓ ফ্রান্স

2.সম্প্রতি অবসর ঘোষণাকারী রুমেলী ধর কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ ব্যাডমিন্টন
ⓑ টেনিস
ⓒ ক্রিকেট
ⓓ হকি

3.সম্প্রতি কোথায় নতুন বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
ⓐ নিউ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ বেঙ্গালুরু
ⓓ চেন্নাই

4.কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রানী রামপাল
ⓑ সবিতা পুণিয়া
ⓒ নিক্কি প্রধান
ⓓ সালিমা তেতে

5.ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, Global Gold Refining & Recycling তালিকায় ভারতের স্থান কত?
ⓐ পঞ্চম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ

6.সম্প্রতি "Nuri" নামে প্রথম দেশীয় রকেট লঞ্চ করলো কোন দেশ?
ⓐ ইজরায়েল
ⓑ উত্তর কোরিয়া
ⓒ দক্ষিণ কোরিয়া
ⓓ পর্তুগাল

7.সম্প্রতি কোথায় Mango Festival এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল?
ⓐ চীন
ⓑ বেলজিয়াম
ⓒ ব্রাজিল
ⓓ জাপান

8.National Institute of Public Finance and Policy (NIPFP)-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মধুরিমা যাদব
ⓑ ধৃতি রায়
ⓒ সোমা মন্ডল
ⓓ আর. কবিতা রাও

9.ভারতের প্রথম এয়ার পোর্ট হিসাবে সম্পূর্ণ পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে কোনটি?
ⓐ সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ⓑ মুম্বাই এয়ারপোর্ট
ⓒ হায়দ্রাবাদ এয়ারপোর্ট
ⓓ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

10.ভারতে প্রথম National Defence Academy(NDA)-এর মহিলা ব্যাচের পরীক্ষায় প্রথম স্থানাধিকারি হলেন কে?
ⓐ স্বাতী ধিংরা
ⓑ শানন ঢাকা
ⓒ বন্দিতা শর্মা
ⓓ কেউই নয়

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link