25th June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
25th June Current Affairs in Bengali
1.NITI Aayog-এর CEO হিসাবে নিযুক্ত হলেন কে?ⓐ অমিতাভ ঘোষ
ⓑ পরমেস্বরণ আইয়ার
ⓒ এন. বীরেন্দ্র নাগ
ⓓ মোহিত কামাল
2.বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং রেলস্টেশন হলো কোনটি?
ⓐ ব্যান্ডেল রেলওয়ে স্টেশন
ⓑ হাওড়া রেলওয়ে স্টেশন
ⓒ খড়গপুর রেলওয়ে স্টেশন
ⓓ শিয়ালদহ রেলওয়ে স্টেশন
3.সম্প্রতি কোথায় "BR Ambedkar School of Economics" এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
ⓐ নিউ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ চেন্নাই
ⓓ বেঙ্গালুরু
4.২০২১ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা করা টাকার পরিমাণ কত কোটি টাকা?
ⓐ ২০ হাজার কোটি
ⓑ ৩০ হাজার কোটি
ⓒ ৪০ হাজার কোটি
ⓓ ২৫ হাজার কোটি
5.National Investigation Agency (NIA)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
ⓐ দীপঙ্কর যাদব
ⓑ মণীশ তিওয়ারি
ⓒ ডিংকর গুপ্ত
ⓓ রমেশ পাল্লিকাল
6.লেটেস্ট FIFA Rankings-এ ভারতীয় ফুটবল টিমের স্থান কত?
ⓐ ১০৪
ⓑ ১০৬
ⓒ ১০৫
ⓓ ১০৭
7.প্রথম ভারতীয় ওয়েটলিফটার হিসাবে IWF Youth World Championship 2022-এ সোনা জিতলেন কে?
ⓐ মীরা বাই চানু
ⓑ গুরুনাইডু সেনাপতি
ⓒ বিজয় প্রজাপতি
ⓓ সৌম্য সুনীল দালভি
8.National MSME Award 2022 জিতলো কোন রাজ্য সরকার?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র
ⓒ উড়িষ্যা
ⓓ গোয়া
9.বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া আবিষ্কৃত হলো কোথায়?
ⓐ কলম্বিয়া
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ গুয়াডেলুপ
ⓓ কোনোটিই নয়
10.Global Liveability Index 2022-এ প্রথম স্থানে আছে কোন শহর?
ⓐ অকল্যান্ড
ⓑ বার্ন
ⓒ টোকিও
ⓓ ভিয়েনা
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link