23rd June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
23rd June Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন কর হয় কবে?ⓐ ২৩শে জুন
ⓑ ২৪শে জুন
ⓒ ২৫শে জুন
ⓓ ২৬শে জুন
2.জাতি সংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ টি.এন. কৃষ্ণন
ⓑ রুচিরা কাম্বজ
ⓒ নিধি চিব্বার
ⓓ প্রীতি খন্দকার
3.কিরগিস্তানে অনুষ্ঠিত Under-17 Asian Championship জিতলো কোন দেশের মহিলা রেসলিং টিম?
ⓐ জাপান
ⓑ চীন
ⓒ ভারত
ⓓ মঙ্গোলিয়া
4.‘Ashtang Yoga’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ সাক্ষী মালিক
ⓑ ববিতা ফোগাট
ⓒ গার্গী কর
ⓓ ড. সোনু ফোগাট
5.ক্রিকেটার মিথালী রাজের জীবনীর উপর সৃজিত মুখার্জি পরিচালিত বায়োপিকটির শিরোনাম কী?
ⓐ Jio Mithu
ⓑ Pyaari Mithali
ⓒ Shabaash Mithu
ⓓ কোনোটিই নয়
6.সরকারি বিদ্যালয়ে শিক্ষার জন্য কোন কোম্পানির সাথে MoU স্বাক্ষর করলো অন্ধ্রপ্রদেশ সরকার?
ⓐ Byju's
ⓑ Unacademy
ⓒ Vedanta
ⓓ Aakaash International
7.বিশ্বের বৃহত্তম স্বাদু জলের মাছ পাওয়া গেল কোন দেশের মেকং নদীতে?
ⓐ মঙ্গোলিয়া
ⓑ কম্বোডিয়া
ⓒ জর্জিয়া
ⓓ নরওয়ে
8.আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোল স্কোরার হলেন কে?
ⓐ নেইমার
ⓑ রোনাল্ডো
ⓒ সুনীল ছেত্রী
ⓓ লিওনেল মেসি
9.Federation of International Cricketers’ Association (FICA)-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কে?
ⓐ লিসা স্থালেকার
ⓑ কৃতী দেশপান্ডে
ⓒ ওহিও ওয়েলিং
ⓓ মিতা শর্মা
10.৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ‘One Nation One Ration Card’ স্কিম বাস্তবায়ন করলো কে?
ⓐ ত্রিপুরা
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ উড়িষ্যা
ⓓ আসাম
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link