Breaking







Monday, October 30, 2023

বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল তালিকা PDF || Environmental Conventions and Protocols

পরিবেশ সংক্রান্ত বিশ্ব সম্মেলন তালিকা PDF

বিভিন্ন পরিবেশ সম্মেলন ও প্রোটোকল
পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রোটোকল

হ্যালো বন্ধুরা,
আজ বিভিন্ন পরিবেশ সংক্রান্ত সম্মেলন PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে পরিবেশ সংরক্ষণ ও রক্ষার্থে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলন ও প্রোটোকল তালিকাটি বিশদ তথ্যের সাথে দেওয়া আছে। প্রাইমারী টেট ও গ্রাজুয়েশন ও স্কুল লেভেলের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- প্রথম বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? ইত্যাদি।

পরিবেশ সম্মেলন ও প্রোটোকল


রামসার সম্মেলন

সাল: ১৯৭১
উদ্দেশ্য: জলাভূমির সংরক্ষণ
তথ্য: ভারত এই সম্মেলনে অংশ নিয়েছিল। ভারতে বর্তমানে মোট ৭৫টি রামসার সাইট রয়েছে।

স্টকহোম সম্মেলন

সাল: ১৯৭২
স্থান: স্টকহোম, সুইডেন
উদ্দেশ্য: আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা
তথ্য: নীতিমালা ছিল ২৬টি এবং সুপারিশ ১০৯টি। এই সম্মেলনে UNEP গঠন করা হয়। এই সম্মেলনেই ৫ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়।

নাইরোবি সম্মেলন

সাল: ১৯৮৫
স্থান: কেনিয়া
উদ্দেশ্য: পরিবেশের সুস্থায়ী উন্নয়ন

ভিয়েনা সম্মেলন

সাল: ১৯৮৫
স্থান: অস্ট্রিয়া
উদ্দেশ্য: ওজোন স্তরের সুরক্ষা


মন্ট্রিল প্রোটোকল

সাল: ১৯৮৭ (কার্যকর হয় ১৯৮৯ সালে)
স্থান: মন্ট্রিল, কানাডা
উদ্দেশ্য: ওজোন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণ
তথ্য: এই প্রোটোকলটি এখনও পর্যন্ত ৪ বার সংশোধিত হয়েছে

বসুন্ধরা সম্মেলন

প্রথম বসুন্ধরা সম্মেলন-১৯৯২ 
স্থান- রিওডি জেনিরো, ব্রাজিল
তথ্য: আয়োজন করে ছিল UNCEP। মোট ১৭৮টি দেশ সদস্য হিসাবে অংশ গ্রহণ করে।
 
দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন- ১৯৯৭
স্থান- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
তথ্য: এটি Rio+5 নামে পরিচিত

তৃতীয় বসুন্ধরা সম্মেলন- ২০০২
স্থান- জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকা
তথ্য: এটি Rio+10 নামে পরিচিত

চতুর্থ বসুন্ধরা সম্মেলন- ২০১২
স্থান- রিওডি জেনিরো, ব্রাজিল
তথ্য: গ্রীন ইকনোমি গঠন করা হয়। এটি Rio+20 নামে পরিচিত


এজেন্ডা ২১

সাল- ১৯৯২
তথ্য- প্রথম বসুন্ধরা সম্মেলনে এটির কথা বলা হয়েছে

কিয়োটো প্রোটোকল (COP 3)

সাল: ১৯৯৭
উদ্দেশ্য: বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই

কোপেনহাগেন সম্মেলন

সাল: ২০০৯
স্থান: ডেনমার্ক
উদ্দেশ্য:
তথ্য: গ্রীন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়। দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত দেশ গুলিকে ১০০ বিলিয়ন ডলার প্রদান করার প্রস্তাব করা হয়। এটিকে বাস্তবায়নের জন্য মেক্সিকোতে কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্যারিস সম্মেলন (COP 21)

সাল: ২০১৫
স্থান: প্যারিস, ফ্রান্স
উদ্দেশ্য: গ্রীন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ 
তথ্য: জলবায়ু তহবিল গঠনের জন্য ১০০ বিলিয়ন ডলার প্রদান অনুমোদন করা হয়

COP 25

সাল: ২০১৯
স্থান: মাদ্রিদ, স্পেন
উদ্দেশ্য: ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ০%-এ নামিয়ে আনবে

নাগোয়া প্রোটোকল

সাল: ২০১০
স্থান: জাপান
উদ্দেশ্য: বন্যপ্রাণী সংরক্ষণ

কার্টাগোনা প্রোটোকল

সাল: ২০০০ (কার্যকর হয় ২০০৩ সালে)
স্থান: কানাডা
উদ্দেশ্য: জৈব সুরক্ষা

পরিবেশ সম্মেলন ও প্রোটোকলের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পরিবেশ সম্মেলন ও প্রোটোকল
File Format: PDF
No. of Pages: 3
File Size: 530 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link