Breaking







Friday, April 30, 2021

অস্কার পুরস্কার ২০২১ || ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস

অস্কার পুরস্কার ২০২১ বিজয়ীদের তালিকা:

অস্কার পুরস্কার ২০২১ || ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস
অস্কার পুরস্কার ২০২১
হ্যালো বন্ধুরা,
আজ অস্কার পুরস্কার ২০২১ বিজয়ীদের তালিকাটি পাবলিশ করা হলো, যেটিতে ২০২১ সালে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রাপ্ত সমস্ত ছবি ও ব্যক্তির নাম দেওয়া হয়েছে। আগত চাকরির পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় হিসাবে অস্কার জয়ীদের তালিকা থেকে প্রশ্ন আসবে; যেমন- ২০২১ অস্কারজয়ী সেরা সিনেমা কোনটি? ইত্যাদি।

অস্কার পুরস্কার ২০২১ 

বিভাগপুরস্কার বিজেতা
সেরা ছবিনোম্যাডল্যান্ড
সেরা অভিনেতাঅ্যান্থনি হপকিন্স(দ্য ফাদার)
সেরা অভিনেত্রীফ্র্যান্সস ম্যাকডোরমান্ড(নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতাড্যানিয়েল কাল্লুয়া(জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া)
সেরা সহ-অভিনেত্রীইয়া-জুং-ইউন(মিনারি)
সেরা পরিচালকক্লোয়ি ঝাও(নোম্যাডল্যান্ড)
সেরা সিনেমাটোগ্র্যাফিম্যাঙ্ক
সেরা অ্যানিমেশন ছবিসোল
আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যানাদার রাউন্ড(ডেনমার্ক)
সেরা অরিজিন্যাল স্ক্রিনপ্লেএমেরাল্ড ফেনেল(প্রমিসিং ইওং ওম্যান)
সেরা অ্যাডাপ্টেট স্ক্রিনপ্লেক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্রোরিয়ান জেল্লের(দ্য ফাদার)
সেরা অরিজিনাল গানফাইট ফর ইউ(জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া)
সেরা মিউজিক(অরিজিনাল স্কোর)ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস ও জন বাতিস্তে(সোল)
সেরা কস্টিউম ডিজাইনমা রেইনি'স ব্ল্যাক বটম
মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং মা রেইনি'স ব্ল্যাক বটম
ভিজ্যুয়াল এফেক্টস টেনেট
সেরা ফিল্ম এডিটিংসাউন্ড অফ মেটাল
সেরা ডকুমেন্টরি ফিচার মাই অক্টোপাস টিচার
ডকুমেন্টরি শর্ট  কোলেট
লাইভ অ্যাকশন শর্টটু ডিসট্যান্ট স্ট্রেনজারস
অ্যানিমেটেড শর্টইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ
অস্কার জয়ীদের তালিকাটি পিডিএফে আছে


File Details::
File Name: Oscar 2021
File Format: PDF
No. of Pages: 2
File Size: 334 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link