অস্কার পুরস্কার ২০২১ বিজয়ীদের তালিকা:
![]() |
অস্কার পুরস্কার ২০২১ |
হ্যালো বন্ধুরা,
আজ অস্কার পুরস্কার ২০২১ বিজয়ীদের তালিকাটি পাবলিশ করা হলো, যেটিতে ২০২১ সালে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রাপ্ত সমস্ত ছবি ও ব্যক্তির নাম দেওয়া হয়েছে। আগত চাকরির পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় হিসাবে অস্কার জয়ীদের তালিকা থেকে প্রশ্ন আসবে; যেমন- ২০২১ অস্কারজয়ী সেরা সিনেমা কোনটি? ইত্যাদি।
অস্কার পুরস্কার ২০২১
বিভাগ | পুরস্কার বিজেতা |
---|---|
সেরা ছবি | নোম্যাডল্যান্ড |
সেরা অভিনেতা | অ্যান্থনি হপকিন্স(দ্য ফাদার) |
সেরা অভিনেত্রী | ফ্র্যান্সস ম্যাকডোরমান্ড(নোম্যাডল্যান্ড) |
সেরা সহ-অভিনেতা | ড্যানিয়েল কাল্লুয়া(জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া) |
সেরা সহ-অভিনেত্রী | ইয়া-জুং-ইউন(মিনারি) |
সেরা পরিচালক | ক্লোয়ি ঝাও(নোম্যাডল্যান্ড) |
সেরা সিনেমাটোগ্র্যাফি | ম্যাঙ্ক |
সেরা অ্যানিমেশন ছবি | সোল |
আন্তর্জাতিক ফিচার ফিল্ম | অ্যানাদার রাউন্ড(ডেনমার্ক) |
সেরা অরিজিন্যাল স্ক্রিনপ্লে | এমেরাল্ড ফেনেল(প্রমিসিং ইওং ওম্যান) |
সেরা অ্যাডাপ্টেট স্ক্রিনপ্লে | ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্রোরিয়ান জেল্লের(দ্য ফাদার) |
সেরা অরিজিনাল গান | ফাইট ফর ইউ(জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া) |
সেরা মিউজিক(অরিজিনাল স্কোর) | ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস ও জন বাতিস্তে(সোল) |
সেরা কস্টিউম ডিজাইন | মা রেইনি'স ব্ল্যাক বটম |
মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং | মা রেইনি'স ব্ল্যাক বটম |
ভিজ্যুয়াল এফেক্টস | টেনেট |
সেরা ফিল্ম এডিটিং | সাউন্ড অফ মেটাল |
সেরা ডকুমেন্টরি ফিচার | মাই অক্টোপাস টিচার |
ডকুমেন্টরি শর্ট | কোলেট |
লাইভ অ্যাকশন শর্ট | টু ডিসট্যান্ট স্ট্রেনজারস |
অ্যানিমেটেড শর্ট | ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ |
অস্কার জয়ীদের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Oscar 2021
File Format: PDF
No. of Pages: 2
File Size: 334 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link