Breaking







Friday, April 2, 2021

ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ || 66th Filmfare Awards 2021

ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ || 66th Filmfare Awards 2021

ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ || 66th Filmfare Awards 2021
Filmfare Awards 2021
হ্যালো বন্ধুরা,
আজ ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে 66th Filmfare Awards বিজয়ীদের নামের তালিকা দেওয়া হয়েছে আপনাদের জ্ঞাতার্থে। কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবে, যেমন- ২০২১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে? সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেলেন? ইত্যাদি।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২১

বিভাগপুরস্কার প্রাপক
সেরা চলচ্চিত্র থাপ্পড় 
সেরা অভিনেতা ইরফান খান (মরণোত্তর) (আংরেজি মিডিয়াম)
সেরা অভিনেত্রী তাপসী পান্নু (থাপ্পড়) 
সেরা গল্প অনুভব সিনহা ও মৃন্ময়ী লাগু (থাপ্পড়)
সেরা পরিচালক ওম রাউত (তানহাজি)
সেরা সহ-অভিনেতা সাইফ আলী খান (তানহাজি)
সেরা সহ-অভিনেত্রী ফারুখ জাফর (গুলাবো সিতাবো)
সেরা ক্রিটিক অভিনেতা অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা ক্রিটিক অভিনেত্রী তিলোত্তমা সোম (স্যার)
সেরা সমালোচক চলচ্চিত্র Eeb Allay Ooo
সেরা চিত্রনাট্য রোহেনা গেরা (স্যার)
সেরা সংলাপ জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা সঙ্গীত অ্যালবাম প্রীতম চক্রবর্তী (লুডো)
সেরা গায়ক  রাঘব চৈতন্য (থাপ্পড়)
সেরা গায়িকা আসিস কৌর (মালাং)
সেরা অ্যাকশন  আরপি যাদব, রমজান বুলুট (তানহাজি)
সেরা কোরিওগ্র্যাফি  ফারাহ খান (দিল বেচারা) 
সেরা এডিটিং যশা পুষ্পা রামচন্দানি (থাপ্পড়)
সেরা লিরিক্স  গুলজার (ছাপাক)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর মঙ্গেশ ঊর্মিলা ধাক্রে (থাপ্পড়) 
সেরা সিনেমাটোগ্র্যাফি অভিক মুখোপাধ্যায় (গুলাবো সিতাবো)
সেরা ভি.এফ.এক্স প্রসাদ সুতার (তানহাজী)
সেরা প্রোডাকশন ডিজাইন  মানসি ধ্রুভ মেহতা (গুলাবো সিতাবো)
সেরা কস্টিউম ডিজাইন বীরা কাপুর (গুলাবো সিতাবো)
সেরা সাউন্ড ডিজাইনকামোদ খাড়াড়ে (থাপ্পড়)
সেরা ডেবিউ অভিনেত্রী  আলিয়া ফার্নিচারওয়ালা (জাবানি জানেমান)
সেরা ডেবিউ পরিচালক রাজেশ কৃষ্ণণ (লুটকেস)
সেরা জনপ্রিয় শর্ট ফিল্ম দেবী 
সেরা ফিকশন শর্ট ফিল্ম অর্জুন 
সেরা নন-ফিকশন শর্ট ফিল্ম  ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারী
সেরা শর্ট ফিল্ম অভিনেতা অর্ণব আব্দাগিরে (অর্জুন)
সেরা শর্ট ফিল্ম অভিনেত্রী পূর্তি সাভারদেকার (দ্য ফার্স্ট ওয়েডিং)
আর. ডি. বর্মণ অ্যাওয়ার্ড   গুলজার 
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড  ইরফান খান 

File Details::
File Name: Filmfare Awards 2021
File Format: PDF
No. of Pages: 2
File Size: 423 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link