সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০ || Sahitya Akademi Award 2020
![]() |
| সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০ |
নমস্কার বন্ধু,
আজ সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০ বিজয়ীদের তালিকা pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবে। যেমন- ২০২০ বাংলা ভাষায় কে সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন? অরুন্ধতী সুভ্রমনিয়াম কোন কবিতার জন্য ২০২০ সাহিত্য একাডেমী অ্যাওয়ার্ড পেলেন?
❖ এবারে আপাতত ২০টি ভাষার লেখককে এই পুরস্কার দেওয়া হয়েছে
❖ বাকি ৪টি ভাষার লেখকের নাম পরে ঘোষণা করা হবে। সেই ভাষা গুলি হলো- মালায়ালম, রাজস্থানী, উড়িয়া এবং নেপালী
❖ পুরস্কার স্বরূপ ১ লক্ষ টাকা দেওয়া হয়
সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০
| ভাষা | লেখার শিরোনাম | লেখক |
|---|---|---|
| আসামীজ | বেংছতা | অপূর্ব কুমার সাইকিয়া |
| বাংলা | একা একা একাশি | মনিশঙ্কর মুখোপাধ্যায় |
| বোরো | Gwthenay Lamayao Gwdan Agan | ধরণীধর অবারি |
| ডোগরী | বাবা জিতমাল | জ্ঞান সিং |
| ইংরাজী | When God Is a Traveller | অরুন্ধতী সুভ্রমনিয়াম |
| গুজরাটি | বেনারস ডায়েরি | হরিশ মিনাশ্রু |
| হিন্দি | টোকরী মে দিগন্ত | অনামিকা |
| কন্নড় | শ্রী বাহুবলী অহিংসাদিগবিজয়ম | এম. বীরাপ্পা মৈলি |
| কাশ্মীরি | Tilasm-e-Khanabadosh | হিদয় কৌল ভারতী |
| কঙ্কনি | যুগপরিবর্তনঞ্চো যাত্রী | আর.এস. ভাস্কর |
| মৈথিলী | গাছ রুসাল আচ্ছি | কমলকান্ত ঝা |
| মণিপুরী | মালংবানা কারী হ্যায় | ইরুংবাম দেভেন |
| মারাঠী | উদ্যা | নন্দ খারে |
| পাঞ্জাবী | আম খাস | গুরদেব সিং রুপানা |
| সংস্কৃত | বৈশালী | মহেশ চন্দ্র শর্মা গৌতম |
| সাঁওতালী | Gur Dak Kasa Dak | রূপচাঁদ হাঁসদা |
| সিন্ধি | জেহাদ | জেঠো লালওয়ানি |
| তামিল | Sellaatha Panam | ইমৈয়াম |
| তেলেগু | Agniswaasa | নিখিলেশ্বর |
| ঊর্দু | Amawas Mein Khwab | হুসেন-আল-হক |
File Details::
File Name: সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০
File Format: PDF
No. of Pages: 2
File Size: 424 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link