বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা PDF
![]() |
| বিভিন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা |
Hello Friends;
আজ বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা-শ্রেষ্ঠ সম্রাট-শেষ সম্রাট তালিকাটি আপনাদের শেয়ার করছি বাংলা ভাষায়, যেটি ভারতের ইতিহাসের অন্যতম একটি অধ্যায় বলা চলে। ভারতে একাধিক বংশ শাসন করে গেছে। WBCS-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- মৌর্য্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? ইত্যাদী।
বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা
| বংশ | প্রতিষ্ঠাতা | শেষ সম্রাট |
|---|---|---|
| হর্ষঙ্ক বংশ | বিম্বিসার | নাগদশক |
| শিশুনাগ বংশ | শিশুনাগ | কালাশোক |
| নন্দ বংশ | মহাপদ্মনন্দ | ধননন্দ |
| মৌর্য বংশ | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রথ |
| কুষাণ বংশ | কুজুল কদফিসেস | বাসুদেব |
| সাতবাহন বংশ | সিমুক | যজ্ঞশ্রী সাতকর্নি |
| গুপ্ত বংশ | শ্রীগুপ্ত | জীবিতগুপ্ত |
| পুষ্যভূতি বংশ | প্রভাকরবর্ধন | হর্ষবর্ধন |
| প্রতিহার বংশ | প্রথম নাগভট্ট | রাজ্যপাল |
| পাল বংশ | গোপাল | রামপাল |
| সেন বংশ | সামন্ত সেন | লক্ষণ সেন |
| চালুক্য বংশ | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তি বর্মন |
| রাষ্ট্রকূট বংশ | দন্তিদূর্গ | তৃতীয় কৃষ্ণ |
| পল্লব বংশ | শিবস্কন্দ বর্মন | অপরাজিত |
| চোল বংশ | বিজয়ালয় | তৃতীয় রাজেন্দ্র চোল |
| দাস বংশ | কুতুবুদ্দিন আইবক | কাইকোবাদ |
| খলজি বংশ | জালালউদ্দিন খলজি | মোবারক খলজি |
| তুঘলক বংশ | গিয়াসুদ্দিন তুঘলক | মামুদ শাহ |
| মোঘল বংশ | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ |
| বাহমনি বংশ | আলাউদ্দিন বাহমন শাহ | কালিমউল্লাহ শাহ |
| সৈয়দ বংশ | খিজির খাঁ | আলাউদ্দিন আলম শাহ |
| লোদী বংশ | বহলুল লোদী | ইব্রাহিম লোদী |
বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজাদের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 114KB
Click Here to Download

Very helpful... Thanks
ReplyDeleteTq sir
ReplyDeleteএখানে গুপ্ত বংশের শেষ সম্রাট হবে:- জীবিত গুপ্ত।
ReplyDeleteআর পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হবে:- ধর্মপাল।
Tank you
ReplyDeleteপাল বংশের শেষ রাজা-রাম পাল(❌) ভুল দেওয়াআছে,
ReplyDeleteসঠিক উওর হবে- মদন পাল(✔️)