Breaking







Wednesday, December 13, 2023

বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট || Indian Dynasties and their Founders

বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা PDF

বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট
বিভিন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
Hello Friends;
আজ বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা-শ্রেষ্ঠ সম্রাট-শেষ সম্রাট তালিকাটি আপনাদের শেয়ার করছি বাংলা ভাষায়, যেটি ভারতের ইতিহাসের অন্যতম একটি অধ্যায় বলা চলে। ভারতে একাধিক বংশ শাসন করে গেছে। WBCS-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- মৌর্য্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? ইত্যাদী।

বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা

বংশপ্রতিষ্ঠাতাশেষ সম্রাট
হর্ষঙ্ক বংশ বিম্বিসার নাগদশক
শিশুনাগ বংশ শিশুনাগ কালাশোক
নন্দ বংশ মহাপদ্মনন্দ ধননন্দ
মৌর্য বংশ চন্দ্রগুপ্ত মৌর্য বৃহদ্রথ
কুষাণ বংশ কুজুল কদফিসেস বাসুদেব
সাতবাহন বংশ সিমুক যজ্ঞশ্রী সাতকর্নি
গুপ্ত বংশ শ্রীগুপ্ত জীবিতগুপ্ত
পুষ্যভূতি বংশ প্রভাকরবর্ধন হর্ষবর্ধন
প্রতিহার বংশ প্রথম নাগভট্ট রাজ্যপাল
পাল বংশগোপাল রামপাল
সেন বংশ সামন্ত সেন লক্ষণ সেন
চালুক্য বংশ প্রথম পুলকেশী দ্বিতীয় কীর্তি বর্মন
রাষ্ট্রকূট বংশ দন্তিদূর্গ তৃতীয় কৃষ্ণ
পল্লব বংশ শিবস্কন্দ বর্মন অপরাজিত
চোল বংশ বিজয়ালয় তৃতীয় রাজেন্দ্র চোল
দাস বংশ কুতুবুদ্দিন আইবক কাইকোবাদ
খলজি বংশ জালালউদ্দিন খলজি মোবারক খলজি
তুঘলক বংশ গিয়াসুদ্দিন তুঘলক মামুদ শাহ
মোঘল বংশ বাবর দ্বিতীয় বাহাদুর শাহ
বাহমনি বংশ আলাউদ্দিন বাহমন শাহ কালিমউল্লাহ শাহ
সৈয়দ বংশ খিজির খাঁ আলাউদ্দিন আলম শাহ
লোদী বংশ বহলুল লোদী ইব্রাহিম লোদী

বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজাদের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 114KB

Click Here to Download

4 comments:

  1. এখানে গুপ্ত বংশের শেষ সম্রাট হবে:- জীবিত গুপ্ত।
    আর পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হবে:- ধর্মপাল।

    ReplyDelete

Dont Leave Any Spam Link