Breaking







Friday, August 23, 2024

বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF || Bivinno Rajar Sovakobi

বিভিন্ন রাজা ও তাঁর সভাকবি তালিকা PDF

বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF
বিভিন্ন রাজার সভাকবি
Hello বন্ধুরা,
আজ বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য রাজা ও তাদের সভাকবির নামের তথ্য দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে প্রায়শই। যেমন:- সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন? বানভট্ট কার সভাকবি ছিলেন? ইত্যাদি।

বিভিন্ন রাজার সভাকবি তালিকা

রাজাসভাকবির নাম
সমুদ্রগুপ্তহরিষেন
দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যকালিদাস
দ্বিতীয় পুলকেশীরবিকীর্তি
হর্ষবর্ধনবানভট্ট
কনিষ্কনাগার্জুন, অশ্বঘোষ
আকবরআবুল ফজল
আলাউদ্দিন খলজিআমির খসরু
মহঃ গজনীঅলবিরুনী
লক্ষ্মন সেনজয়দেব
যশোবর্ধনভবভূতি
দ্বিতীয় পৃথ্বীরাজসোমদেব
লক্ষণ সেনধোয়ী
লক্ষণ সেনহলায়ুধ
মদন পালসন্ধ্যাকর নন্দী
পরাগল খাঁকবীন্দ্র পরমেশ্বর
ছুটি খাঁশিকর নন্দী
নরসিংহ দেবহলধর মিশ্র
ফিরোজ তুঘলকজিয়াউদ্দিন বরণী
সুলতান মামুদফিরদৌস
পৃথ্বীরাজ চৌহানচাঁদ বরদই
সিংহ বিষ্ণুভারতী
কুতুবুদ্দিন আইবকহারুন নিজমি
দ্বিতীয় চন্দ্রগুপ্তঅমর সিংহ
মহিপালরাজশেখর
শাহজাহানআব্দুল হামিদ
শাহজাহানজগন্নাথ পন্ডিত
শাহজাহানলাহরী
যশোবর্ধনবারুপতি
সাতবাহন রাজা হলাগুণধ্যায়
চোলরাজকামবন
অমোঘবর্ষমহাবীরাচার্য
আলাউদ্দিন খলজিমীরা হাসান দেহলভি
শিবাজীপরমানন্দ
কৃষ্ণচন্দ্ররামপ্রসাদ সেন
বালিয়ার সিংগঙ্গাধর মিশ্র
কৃষ্ণদেব রায়আল্লাসানি পেদ্দান

সভাকবির নামের তালিকাটি পিডিএফে আছে

File Details:

File Name: রাজা ও সভাকবির তালিকা
File Format: PDF
No. of Pages: 3
File Size:361 KB

Click Here To Download

3 comments:

Dont Leave Any Spam Link