Breaking







Saturday, September 16, 2023

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-৬ PDF

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-৬ PDF

পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৬ | Environmental Science in Bengali
পরিবেশ বিজ্ঞান MCQ 

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর 

1.লেনটিক জলের উদাহরণ হল-
ⓐ সমুদ্রের জল
ⓑ নদীর প্রবাহিত জল
ⓒ পুকুরের জল

2.অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতির সঙ্গে যুক্ত হল-
ⓐ বর্জ্য জল প্রক্রিয়াকরণ
ⓑ শব্দদূষণ নিয়ন্ত্রণ
ⓒ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা

3.বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমান কত?
ⓐ ৭৮.০৮%
ⓑ ৯০.০১%
ⓒ ৮৬.০৮৫

4.জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত-
ⓐ উত্তরাখন্ডে
ⓑ বিহারে
ⓒ উত্তরপ্রদেশে

5.ওজোন দিবস উদযাপিত করা হয়-
ⓐ ২২শে এপ্রিল
ⓑ ১৬ই সেপ্টেম্বর
ⓒ ১১ই জুলাই

6.ফ্লাই অ্যাশ-এর উৎস হল-
ⓐ কৃষি জমি
ⓑ তাপবিদ্যুৎ প্রকল্প
ⓒ জলবিদ্যুৎ প্রকল্প

7.ভারত স্টেজ-II নিম্নলিখিত যার সঙ্গে সম্পর্কিত তা হল-
ⓐ গাড়ির ধোঁয়া
ⓑ শব্দদূষণ
ⓒ নদীদূষণ

8.আয়নিত বিকিরণের মাত্রার একক হল-
ⓐ RAD
ⓑ BOD
ⓒ CAD

9.স্যান্ডফ্লাই নিম্নলিখিত যে রোগের জন্য দায়ী-
ⓐ কালাজ্বর
ⓑ টাইফয়েড
ⓒ যক্ষা

10.একটি প্রজাতি কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বলা হয়-
ⓐ এক্সোটিক
ⓑ এন্ডেমিক
ⓒ পরিযায়ী

11.নিম্নলিখিত কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়?
ⓐ বায়ুশক্তি
ⓑ ফসিল জ্বালানি
ⓒ সৌরশক্তি

12.BCF হল-
ⓐ বায়ো কনজারভেশন ফ্যাক্টর
ⓑ বায়ো কনসেনট্রেশন ফ্যাক্টর
ⓒ বায়োকেমিক্যাল ফ্যাক্টর

13.নিম্নলিখিত কোনটি পরিবেশ-বান্ধব কৃষি পদ্ধতি?
ⓐ রাসায়নিক সারের ব্যবহার
ⓑ কীটনাশক প্রয়োগ
ⓒ জৈব পদ্ধতি

14.মিনামাটা রোগের কারণ হল-
ⓐ মিথাইল মার্কারি
ⓑ ইথাইল মার্কারি
ⓒ সিসা

15.৫ই জুন নিম্নলিখিত যে কারণে পালিত হয়-
ⓐ বিশ্ব পরিবেশ দিবস
ⓑ জলাভূমি দিবস
ⓒ জীববৈচিত্র্য দিবস

16.ভার্মিকম্পোস্টিং যার সাথে সম্পর্কিত তা হল-
ⓐ কেঁচো
ⓑ রেশমকীট
ⓒ পিপড়ে

17.স্পোর ব্যাঙ্ক নিম্নলিখিত কোনটির অন্তর্গত?
ⓐ এক্স-সিটু সংরক্ষণ
ⓑ ইন-সিটু সংরক্ষণ
ⓒ সামাজিক ও সাংস্কৃতিক সংরক্ষণ

18.ভারতবর্ষে জীববৈচিত্র্য আইন প্রনয়ন করা হয়-
ⓐ ২০০০ সালে
ⓑ ২০০২ সালে
ⓒ ২০০১ সালে

19.শব্দের তীব্রতা মাপার একক হল-
ⓐ মিটার
ⓑ ডেসিবেল
ⓒ ডবসন

20.পশ্চিমবঙ্গে আরাবাড়ি মডেল বিখ্যাত হল যে জন্য-
ⓐ যৌথবন ব্যবস্থা
ⓑ তাপবিদ্যুৎ প্রকল্প
ⓒ বৃষ্টির জল সংরক্ষণ

21.বাস্তুতন্ত্রের প্রেক্ষিতে হটস্পট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
ⓐ নরম্যান মায়ারস
ⓑ এ.জি. টান্সলে
ⓒ ই.পি. ওডাম

22.ভারতবর্ষে ব্যাঘ্রপ্রকল্প চালু করা হয়-
ⓐ ১৯৭৩ সালে
ⓑ ১৯৭০ সালে
ⓒ ১৯৭৫ সালে

23.নিম্নলিখিত কোন বইটি রাচেল কারসন দ্বারা লিখিত?
ⓐ দি সাইলেন্ট স্প্রিং
ⓑ ফল অফ এ স্প্যারো
ⓒ হিউম্যান ইকোলজি

24.কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ(KSSP)-এর সঙ্গে সম্পর্কিত হল-
ⓐ সাইলেন্ট ভ্যালি আন্দোলন
ⓑ নর্মদা বাঁচাও আন্দোলন
ⓒ চিপকো আন্দোলন

25.ইকোটন হল-
ⓐ বাস্তুতন্ত্র
ⓑ দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অংশ
ⓒ বাস্তুতন্ত্রের হটস্পট


সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details::
File Name: EVS MCQ Part-6
File Format: PDF
No. of Pages: 2
File Size: 444 KB

Click Here to Download

4 comments:

Dont Leave Any Spam Link