Environmental Science Bengali MCQ Part-4 PDF for Primary TET | পরিবেশ বিজ্ঞান পর্ব-৪
WB TET, Assam TET এবং Tripura TET-এর প্রস্তুতির জন্য Environmental Science Bengali MCQ Part-4 PDFটি আপনাদের জন্য বিনামূল্যে প্রদান করছি | প্রাইমারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরিবেশ বিজ্ঞান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখান থেকে ৫০টি প্রশ্ন আসে | আর সেই জন্যই টেট পরীক্ষায় আসার মতো Environmental Science Bengali MCQ গুলি নিম্নে দেওয়া হলো | এছাড়া আপনারা নীচ থেকে সম্পূর্ণ পিডিএফটিও ডাউনলোড করতে পারেন |
পরিবেশ বিজ্ঞান MCQ
1.পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল
Ⓐ উল্লেখযোগ্য
Ⓑ খুব বেশি
Ⓒ অপরিসীম
Ⓓ নগণ্য ✓
2. মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার
Ⓐ পরিবেশের মধ্যে ✓
Ⓑ খাদ্যাভ্যাসের মধ্যে
Ⓒ পেশার মধ্যে
Ⓓ উপরের সব কটি
3. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হল
Ⓐ লোহা
Ⓑ পারদ ✓
Ⓒ সিসা
Ⓓ তামা
4. জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে
Ⓐ সবুজ বিপ্লব
Ⓑ লাল বিপ্লব
Ⓒ হলুদ বিপ্লব
Ⓓ নীল বিপ্লব ✓
5. পরিবেশের জল ও মৃত্তিকা হল
Ⓐ রাসায়নিক উপাদান
Ⓑ জৈব উপাদান
Ⓒ ভৌত উপাদান ✓
Ⓓ অজৈব উপাদান
6. 2001 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর জনসংখ্যা ছিল
Ⓐ 1 কোটি ৪০ লক্ষ
Ⓑ 1 কোটি 65 লক্ষ
Ⓒ 1 কোটি 50 লক্ষ
Ⓓ 1 কোটি 30 লক্ষ ✓
7. প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ জোয়োহ্যাবিলিস-এর আবির্ভাব হয়
Ⓐ এশিয়ায়
Ⓑ আফ্রিকায় ✓
Ⓒ ইউরোপে
Ⓓ দক্ষিণ আমেরিকায়
8. ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হল
Ⓐ মাটি ✓
Ⓑ প্রাণী
Ⓒ উদ্ভিদ
Ⓓ সংস্কৃতি
9. সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হল
Ⓐ বায়ু
Ⓑ প্রাণীজগৎ
Ⓒ উদ্ভিদ জগৎ
Ⓓ সংস্কৃতি ✓
10. পরিবেশের যথার্থ অর্থ হল
Ⓐ গাছপালা ও পশুপাখি
Ⓑ মানুষের চারিপাশের নির্জীব উপাদান
Ⓒ মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান ✓
Ⓓ মানুষের চারিপাশের সজীব উপাদান
11. ভূ-পৃষ্ঠ থেকে 100 Km উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটি হল
Ⓐ বিষমমণ্ডল ✓
Ⓑ শিলামণ্ডল
Ⓒ জলমণ্ডল
Ⓓ সমমণ্ডল
12. যে সকল খাদক শ্রেণি গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হল
Ⓐ গৌণ খাদক
Ⓑ অণু খাদক
Ⓒ প্রগৌণ খাদক ✓
Ⓓ প্রাথমিক খাদক
13. কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল
Ⓐ অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র ✓
Ⓑ সমুদ্রের বাস্তুতন্ত্র
Ⓒ মরুভূমি বাস্তুতন্ত্র
Ⓓ কোনোটিই নয়
14. কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে
Ⓐ কমিউনিটি
Ⓑ জনসংখ্যা ✓
Ⓒ বায়োম
Ⓓ কোনোটিই নয়
15. শিম্বজাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে Rhizobium ব্যাকটেরিয়ারসহাবস্থান হল_____ প্রকৃতির রূপ
Ⓐ প্রোটোকোঅপারেশন
Ⓑ অ্যামেনসালিজম
Ⓒ অন্যোন্যজীবীত্ব ✓
Ⓓ কমেনসালিজম
16. সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে বলে
Ⓐ সিমা
Ⓑ সিয়াল স্তর ✓
Ⓒ কেন্দ্রমণ্ডল
Ⓓ কোনোটিই নয়
17. রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়
Ⓐ 1970 খ্রিস্টাব্দে
Ⓑ 1990 খ্রিস্টাব্দে
Ⓒ 1972 খ্রিস্টাব্দে ✓
Ⓓ 1975 খ্রিস্টাব্দে
18. পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হল
Ⓐ 250 কোটি
Ⓑ 240 কোটি ✓
Ⓒ 120 কোটি
Ⓓ 350 কোটি
19. বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায়
Ⓐ J-আকৃতির বৃদ্ধিরূপে
Ⓑ S-আকৃতির বৃদ্ধিরূপে ✓
Ⓒ (A) ও (B) উভয়ক্ষেত্রে
Ⓓ কোনোটিই নয়
20. আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায়
Ⓐ প্রায় 10 লক্ষ বছর আগে
Ⓑ প্রায় ৪০ লক্ষ বছর আগে
Ⓒ প্রায় 40-50 লক্ষ বছর আগে ✓
Ⓓ প্রায় 2 কোটি বছর আগে
21. ভাইরাস হল একটি
Ⓐ অজৈব উপাদান
Ⓑ সামাজিক উপাদান
Ⓒ ভৌত উপাদান
Ⓓ জৈব উপাদান ✓
22. আম, আপেল প্রভৃতি ফল সংরক্ষণে, যে পদ্ধতি নেওয়া হয়
Ⓐ জল ব্যবহার করা
Ⓑ বরফ ব্যবহার করা
Ⓒ ঔষধ ব্যবহার করা
Ⓓ কীটনাশক বিষ ব্যবহার করা ✓
23. মৃত্তিকা হল এক প্রকার
Ⓐ পরিবেশের ভৌত উপাদান ✓
Ⓑ জৈব উপাদান
Ⓒ সামাজিক উপাদান
Ⓓ কোনোটিই নয়
24. বনজ সম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে
Ⓐ সিপাহী বিদ্রোহের পর
Ⓑ বিগত 80 বছরে
Ⓒ দ্বিতীয় মহাযুদ্ধের পর ✓
Ⓓ প্রথম মহাযুদ্ধের পর
25. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হল
Ⓐ দাবানল
Ⓑ গ্রিনহাউস গ্যাস
Ⓒ বনভূমি ধ্বংস করা ✓
Ⓓ অতিবৃষ্টি
26. জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ
Ⓐ জল প্রশম হয়ে যাওয়া
Ⓑ বেশি মাছ ধরা
Ⓒ জলের অম্লতা বেড়ে যাওয়া ✓
Ⓓ মাছের রোগ
27. জৈবযুদ্ধ হল
Ⓐ জৈব রাসায়নিক দিয়ে যুদ্ধ
Ⓑ একই প্রকার জীবের মধ্যে যুদ্ধ
Ⓒ ভিন্ন প্রজাতির মধ্যে যুদ্ধ
Ⓓ মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ ✓
28. শিল্প ও সেচের জন্য 2025 খ্রিস্টাব্দের মধ্যে অতিরিক্ত জল প্রয়োজন বৃদ্ধি পেয়ে হবে
Ⓐ 83 শতাংশ
Ⓑ 73 শতাংশ ✓
Ⓒ 63 শতাংশ
Ⓓ 53 শতাংশ
29. মিষ্টি জলের শতকরা তরল জল হিসেবে পাওয়া যায়
Ⓐ 80 ভাগ
Ⓑ 20 ভাগ ✓
Ⓒ 60 ভাগ
Ⓓ 10 ভাগ
30. শতকরা প্রায় 70 ভাগ জল ব্যবহৃত হয়
Ⓐ শিল্পে
Ⓑ বাণিজ্যে
Ⓒ গৃহস্থলির প্রয়োজনে
Ⓓ কৃষিতে ✓
31. নীচের কোনটি জল বাহিত রোগ ?
Ⓐ টাইফয়েড ✓
Ⓑ হাম
Ⓒ ম্যারাসমাস
Ⓓ পোলিও
32. ভারতের মোট জনসংখ্যার গ্রামে বসবাস করে কত শতাংশ?
Ⓐ প্রায় 80 শতাংশ
Ⓑ প্রায় 75 শতাংশ ✓
Ⓒ প্রায় 100 শতাংশ
Ⓓ প্রায় 50 শতাংশ
33. আগামি 50 বছরে কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন
Ⓐ পাঁচ গুণ
Ⓑ তিন গুণ ✓
Ⓒ দ্বিগুণ
Ⓓ চার গুণ
34. পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে
Ⓐ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের জন্য
Ⓑ পশুদের দ্বারা
Ⓒ গাছ কাটার জন্য
Ⓓ জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য ✓
35. ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় তা হল
Ⓐ জলপ্রপাত
Ⓑ সৌরশক্তি ✓
Ⓒ জীবাশ্ম জ্বালানি
Ⓓ প্রাকৃতিক গ্যাস থেকে
36. পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের মধ্যে কত ভাগ মোটর গাড়ি চালাতে ব্যবহৃত হয়?
Ⓐ শতকরা 50 ভাগ ✓
Ⓑ শতকরা 40 ভাগ
Ⓒ শতকরা 80 ভাগ
Ⓓ শতকরা 20 ভাগ
37. শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ হল
Ⓐ 300 গ্রাম
Ⓑ 400 গ্রাম
Ⓒ 500 গ্রাম ✓
Ⓓ 100 গ্রাম
38. ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জীবটির সাহায্য লাগে ?
Ⓐ কচুরিপানা
Ⓑ ইদুর
Ⓒ কেঁচো ✓
Ⓓ ব্যাকটেরিয়া
39. একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কতবার শ্বাস গ্রহণ করে?
Ⓐ 22,000 বার
Ⓑ 40,000 বার
Ⓒ 20,160 বার ✓
Ⓓ 32,000 বার
40. মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখেছিল ?
Ⓐ 30 লক্ষ
Ⓑ 20 লক্ষ ✓
Ⓒ 50 লক্ষ
Ⓓ 10 লক্ষ
41. বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা
Ⓐ বেড়ে যাচ্ছে ✓
Ⓑ কমে যাচ্ছে
Ⓒ একই থাকছে
Ⓓ সামান্য বাড়ছে
42. আবর্জনার স্তুপ থেকে যে দুষিত গ্যাস নির্গত হয় তা হল
Ⓐ CO2
Ⓑ H2S
Ⓒ মিথেন ও হাইড্রোজেন সালফাইড ✓
Ⓓ O2
43. ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হল
Ⓐ 40,000
Ⓑ 47,000 ✓
Ⓒ 50,000
Ⓓ 25,000
44. ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা হল
Ⓐ 51,000
Ⓑ 89,000. ✓
Ⓒ 62,000
Ⓓ 120,000
45. এক ফসলি কৃষি প্রধানত
Ⓐ শ্রম নির্ভর
Ⓑ বৃষ্টি নির্ভর ✓
Ⓒ মূলধন নির্ভর
Ⓓ বাজার নির্ভর
46. ঝুম চাষ হল একপ্রকারের
Ⓐ বাণিজ্যিক কৃষি
Ⓑ বাগিচা কৃষি
Ⓒ পাহাড়ী অস্থায়ী কৃষি ✓
Ⓓ শস্যাবর্তন কৃষি
47. প্রকৃতির বাধা একটি উদাহরণ হল
Ⓐ ক্ষরা
Ⓑ বন্যা ✓
Ⓒ সমুদ্র
Ⓓ পাহাড়-পর্বত
48. মানবসমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান
Ⓐ মত প্রকাশের স্বাধীনতা
Ⓑ শিক্ষার প্রসার
Ⓒ পরিবেশগত শৃঙ্খলা ✓
Ⓓ ন্যায় বিচার
49. নিম্নলিখিত কোনটি বিয়োজক
Ⓐ পিপড়ে
Ⓑ ছত্রাক ✓
Ⓒ উইপোকা
Ⓓ শামুক
50. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলে-
Ⓐ আইসোহায়েট
Ⓑ আইসোবার
Ⓒ ল্যাপসরেট ✓
Ⓓ আইসোথার্ম
File Details::
File Name: EVS Bengali MCQ Part-4
File Format: PDF
No. of Pages:5
File Size:3.2 MB
Click Here to Download
Many many thanks for primary Tet notes provide
ReplyDeleteptet evs ro chi , , &thnks
ReplyDeleteI want Evs and social science note for ctet
ReplyDeleteThanks to you
ReplyDeleteSir/madam to support us