Breaking







Tuesday, October 1, 2024

পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫ PDF for Primary TET

পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫ PDF for Primary TET 

পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫ PDF for Primary TET
পরিবেশ বিজ্ঞান MCQ

নমস্কার বন্ধুরা,
আজ পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫ PDFটি শেয়ার করছি, যেটি আগত Primary TET সহ বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে| এখানে পরিবেশ বিজ্ঞান বা Environmental Science থেকে গুরুত্বপূর্ণ  প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হলো| নীচ থেকে পড়ে নিতে পারেন এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করতে পারেন একদম বিনামূল্যে|

পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫

1.সালােকসংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল—
(a) অ্যাজোটোব্যাকটর
(b) ইউপ্লিনা
(c) রাইবােজোম
(d) হাইড্রিলা

2.এল নিনাে কী?
(a) একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত
(b) সুনামির অপর নাম
(c) লবণাক্ত জলের আধিক্য
(d) কোনটিই নয়

3. কোন ধাতু ইটাই-ইটাই রােগের জন্য দায়ী?
(a) সীসা
(b) ক্যাডমিয়াম
(c) পারদ
(d) কোনটিই নয়

4.নীচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত?
(a) H2S
(b) HSO
(c) HNO
(d) KCIO

5. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম—
(a) ল্যাকটোমিটার
(b) অডিয়ােমিটার
(c) ব্যারােমিটার
(d) কোনােটিই নয়

6. খাদ্যশৃঙ্খলের প্রথমে অবস্থান করে
(a) বাসস্থান
(b) উৎপাদক
(c) খাদক
(d) খাদ্য

7. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত?
(a) 20.95%
(b) 20.60%
(c) 20%
(d) 19.60%

8. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল—
(a) পপুলেশন পােভার্টি পলিউশন
(b) পাওয়ার প্রােডাকশন প্রাইস
(c) প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম
(d) পপুলেশন প্রােডাকশন পলিউশন

9. ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী?
(a) P তরঙ্গ
(b) Y তরঙ্গ
(c) B তরঙ্গ
(d) X তরঙ্গ

10. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) কার্বন ডাইঅক্সাইড

11. মাছির দ্বারা সংক্রামিত হয়—
(a) ম্যালেরিয়া
(b) যক্ষ্মা
(c) ফাইলেরিয়া
(d) ডেঙ্গু

12. গােবর গ্যাসের প্রধান উপাদান
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) মিথেন

13. মৃতজীবী খাদ্যশৃঙ্খলকে কী বলে?
(a) ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল
(b) পরজীবী খাদ্যশৃঙ্খল
(c) মিথােজীবী খাদ্যশৃঙ্খল
(d) ওপরের কোনােটিই নয়

14. ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয়—
(a) জলদূষণ রােধে
(b) বায়ুদূষণ রােধে
(c) মৃত্তিকা দূষণ রােধে
(d) শব্দদূষণ রােধে

15. নয়নতারা গাছ থেকে কোন রােগের ওষুধ তৈরি হয়?
(a) হাঁপানি
(b) হৃদরােগ
(c) ক্যানসার
(d) কুষ্ঠ

16. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদগােষ্ঠীকে কী বলে?
(a) প্ল্যাংকটন
(b) জুপ্ল্যাংটন
(c) ফাইটোপ্লাংকটন
(d) বেনথস

17. HIV পুরাে কথাটি হল—
(a) Health Immunity Virus
(b) Human Immune Virus
(c) Human Immuno deficiency Virus
(d) Human Immunitydeficiency Syndrome

18. 'Environment' কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে?
(a) ইংরেজি
(b) ফরাসি
(c) গ্রিক
(d) ল্যাটিন

19. নীচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রােগ?
(a) টাইফয়েড
(b) পােলিও
(c) ফাইলেরিয়া
(d) পক্স

20. যে জীবটি কৃষকের বন্ধু সেটি হল—
(a) গঙ্গাফড়িং
(b) ইদুর
(c) কেঁচো
(d) আরশােলা

21. জেনেটিক কোড আবিস্কারের জন্য কোন বিজ্ঞানী নােবেলপুরস্কার পেয়েছেন?
(a) ডারউইন
(b) লফ্রেলােবেন
(c) হরগােবিন্দ খােরানা
(d) প্রফুল্লচন্দ্র রায়

22. পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল-
(a) এশিয়া
(b) স্থলভাগ
(c) জলভাগ
(d) আমেরিকা

23. গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা
(a) হলুদ হয়
(b) ফ্যাকাসে হয়
(c) জালের মত হয়
(d) কোনাে পরিবর্তন হয় না

24. 'Dust Bowl' কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?
(a) জলাভূমি বুজিয়ে ফেলা
(b) মৃত্তিকার ক্ষয়
(c) জীব বৈচিত্র্য হ্রাস
(d) নিউক্লিয় বােমা বিস্ফোরণ

25. ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়-
(a) নদী ও স্থলের মধ্যবর্তী স্থানে
(b) স্থল ও হ্রদের অন্তর্বর্তী স্থানে
(c) স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে
(d) ওপরের কোনােটিই নয়

26. শ্রীমতী ফ্রাংকলিন রুজভেল্টের নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়?
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1945 খ্রিস্টাব্দে
(c) 1947 খ্রিস্টাব্দে
(d) 1940 খ্রিস্টাব্দে

27. WTO-এর পুরাে নাম হল-
(a) Western trade office
(b) Web tool overseas
(c) World trade organisation
(d) কোনােটিই নয়

28. বিভিন্ন স্কুলে ইকোক্লাব গঠনের উদ্দেশ্য
(a) পাঠ্যক্রমে অর্থনীতির অন্তর্ভুক্তি
(b) পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ
(c) ক্লাসরুমে বাস্তুতন্ত্রের অধ্যয়ন
(d) পরিবেশ সচেতনতা

29. উন্নয়ন হচ্ছে পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি-
(a) বৈজ্ঞানিক সমস্যা
(b) সামাজিক সমস্যা
(c) প্রাকৃতিক সমস্যা
(d) ধারাবাহিক প্রক্রিয়া

30. উন্নয়ন বলতে মানুষের কী জাতীয় উন্নতিকে বােঝায়?
(a) সামাজিক উন্নতি
(b) পরিবেশগত উন্নতি
(c) অর্থনৈতিক উন্নতি
(d) অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সার্বিক উন্নতি

31. জমিতে অত্যধিক রাসায়নিক সার প্রয়ােগ করলে জমির কী ধরনের পরিবর্তন দেখা যাবে?
(a) অম্লতা হ্রাস পাবে
(b) আর্দ্রতা বেড়ে যাবে
(c) অম্লতা বৃদ্ধি পাবে
(d) আর্দ্রতা হ্রাস পাবে

32. বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি হয় –
(a) বর্জ্য পদার্থ থেকে
(b) কীটনাশক থেকে
(c) ডিটারজেন্ট থেকে
(d) যানবাহনের ধোঁয়া ও শিল্পের রাসায়নিক বর্জ্য থেকে

33. ওজোন গহ্বর সৃষ্টির ফলে ঘটে—
(a) সালােকসংশ্লেষের হার কমে যাওয়া
(b) গ্লোবাল ওয়ার্মিং
(c) পৃথিবীতে অতিবেগুনি রশ্মি আসা
(d) CO2-এর পরিমাণ বৃদ্ধি পায়

34. উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলে—
(a) টাইফুন
(b) সাইক্লোন
(c) টর্নেডাে
(d) হ্যারিকেন

35. কোন্ কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে?
(a) বিটুমিনাস
(b) লিগনাইট
(c) পিট
(d) অ্যানথ্রাসাইট

36. সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে?
(a) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
(b) চিপকো আন্দোলন
(c) নর্মদা বাঁচাও আন্দোলন
(d) কোনােটিই নয়

37. নীচের কোনটিতে আলােক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?
(a) বৈদ্যুতিক ব্যাটারিতে
(b) বৈদ্যুতিক আলােতে
(c) ফোটোভােল্টিক কোশে
(d) সব কটিতে

38. ভূ-অভ্যন্তরীণ শক্তি হল শক্তির বিকল্প উৎস। এই শক্তি পাওয়া যায় সেইসব স্থানে
(a) যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমান
(b) যেখানকার ভূ-ত্বকে উষ্ণ স্থান বিদ্যমান
(c) যে স্থানগুলি উপকূলের নিকটবর্তী
(d) যেখানে কয়লাখনি বিদ্যমান

39. ভূমিকম্প সম্পর্কিত নিম্নলিখিত কোন্ কোন্ তথ্যটি সঠিক নয়?
(a) সিসমিক তরঙ্গের রেকর্ড নেওয়াকে বলে সিসমােগ্রাফ
(b) সিসমােগ্রাফ সিসমােগ্রামকে রেকর্ড করে
(c) রিখটার স্কেল রৈখিক নয় লগ্যারিদমিক
(d) সিসমিক তরঙ্গ নাভি থেকে উৎপন্ন হয়

40. শীতপ্রধান দেশে থার্মোমিটারে তরল হিসাবে পারদ অপেক্ষা অ্যালকোহল ব্যবহার করা শ্রেয় কারণ—
(a) অ্যালকোহল তাপের উৎকৃষ্টতর পরিবাহী
(b) অ্যালকোহলকে রঙিন করা যায় এবং সহজে এটির উপরিতল দেখতে পাওয়া যায়
(c) অ্যালকোহলের হিমাঙ্ক অত্যন্ত কম
(d) অ্যালকোহল পারদ অপেক্ষা সস্তা

41. যানবাহনে 'CNG' ব্যবহারের কারণ-
(a) এটি সহজলভ্য
(b) এটি সস্তা
(c) এটি কম দূষণ করে
(d) এটি সমস্ত জায়গায় পাওয়া যায়

42.শস্যক্ষেত্রে সজীব বেড়া হিসেবে সারি সারি গাছের প্রতিরােধ তৈরি করে কী লাভ হতে পারে?
(a) শস্যক্ষেত্রে কীটপােকা দমন করা যায়
(b) উৎপাদন বৃদ্ধি করা যায়
(c) শস্যক্ষেত্রে তৃণভােজী প্রাণীদের আটকানাে যায়
(d) শস্যক্ষেত্রে আগাছা নিবারিত হয়

43. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে আছে-
(a) কীটনাশক ক্ষমতা
(b) প্রতিকূল অবস্থা প্রতিরােধী গুণ
(c) নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ
(d) এদের কোনটিই নয়

44. ভৌত পরিবেশের অন্যতম উপাদান হল-
(a) জল
(b) বৃত্তি
(c) ভাইরাস
(d) মৃত্তিকা

45. নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত
(a) সিকিমের বনাঞ্চলে
(b) তামিলনাড়ু বনাঞ্চলে
(c) ওড়িশার বনাঞ্চলে
(d) দার্জিলিং-এর বনাঞ্চলে

46. আলট্রা ভায়ােলেট বিকিরণের দ্বারা সৃষ্ট রােগটি হল—
(a) ত্বকের ক্যানসার
(b) যকৃতের ক্যানসার
(c) ফুসফুসের ক্যানসার
(d) গলার ক্যানসার

47. এমন একটি যৌগের নাম দাও যার উষ্ণতার বৃদ্ধির সাথে দ্রাব্যতা প্রথমে বাড়ে এবং পরে কমে—
(a) গ্নবার লবণ
(b) সােডিয়াম নাইট্রেট
(c) সােডিয়াম ক্লোরাইড
(d) ফটকিরি

48. কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?
(a) পেট্রোল
(b) কস্টিক সােডা
(c) ব্লিচিং পাউডার
(d) ইউরিয়া



File Details::
File Name:পরিবেশ বিজ্ঞান MCQ পর্ব-৫
File Format: PDF
No. of Pages:4
File Size:616 KB

Click Here to Download

আরো ডাউনলোড করুন:

3 comments:

Dont Leave Any Spam Link