ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDFটি শেয়ার করছি। ভারতে মোট ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যেগুলিতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ লক্ষ্য করা যায়। সেই সমস্ত বায়োস্ফিয়ারের সম্পূর্ণ তালিকা এখানে প্রকাশ করা হল। কারণ, চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে| যেমন:- নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন কতসালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়? ইত্যাদি।
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
| বায়োস্ফিয়ার রিজার্ভ | সাল | অবস্থান |
|---|---|---|
| নীলগিরি | ১৯৮৬ | কেরালা কর্নাটক তামিলনাড়ু |
| নন্দাদেবী | ১৯৮৮ | উত্তরাখণ্ড |
| নকরেক | ১৯৮৮ | মেঘালয় |
| গ্রেট নিকোবর | ১৯৮৯ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
| মান্নার উপসাগর | ১৯৮৯ | তামিলনাড়ু |
| মানস | ১৯৮৯ | আসাম |
| সুন্দরবন | ১৯৮৯ | পশ্চিমবঙ্গ |
| সিমলিপাল | ১৯৯৪ | উড়িষ্যা |
| ডিব্রু-সাইখোয়া | ১৯৯৭ | আসাম |
| ডিহং-ডিবং | ১৯৯৮ | অরুনাচলপ্রদেশ |
| পাঁচমারি | ১৯৯৯ | মধ্যপ্রদেশ |
| কাঞ্চনজঙ্ঘা | ২০০০ | সিকিম |
| অগস্তমালাই | ২০০১ | কেরালা, তামিলনাড়ু |
| আচানকঅমর-অমরকন্টক | ২০০৫ | ছত্তিশগড় |
| কচ্ছের রন | ২০০৮ | গুজরাট |
| কোল্ড ডেজার্ট | ২০০৯ | হিমাচলপ্রদেশ |
| সেশাচালাম হিল | ২০১০ | অন্ধ্রপ্রদেশ |
| পান্না | ২০১১ | মধ্যপ্রদেশ |
বায়োস্ফিয়ার রিজার্ভের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
File Format: PDF
No. of Pages: 1
File Size: 280 KB
Click Here to Download

Sir pleace give me history pdf
ReplyDelete