ভারতের জাতীয় উদ্যান PDF || ন্যাশনাল পার্ক
![]() |
জাতীয় উদ্যান |
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের জাতীয় উদ্যান PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কের তালিকা দেওয়া হয়েছে বাংলা ভাষায় সঙ্গে রাজ্য উল্লেখিত। জিকে বা সাধারণ জ্ঞানের অংশ হিসাবে জাতীয় উদ্যান থেকে প্রায় প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসে। যেমন:- বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ইত্যাদি।
ভারতের জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান | রাজ্য |
---|---|
করবেট জাতীয় উদ্যান | উত্তরাখণ্ড |
বন্দিপুর জাতীয় উদ্যান | কর্নাটক |
বেতলা ন্যাশনাল পার্ক | ঝাড়খন্ড |
বান্ধবগড় জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
দাচিগ্রাম জাতীয় উদ্যান | জম্মু-কাশ্মীর |
দুধওয়া জাতীয় উদ্যান | উত্তরপ্রদেশ |
গির ন্যাশনাল পার্ক | গুজরাট |
গরুমারা জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ |
কানহা জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক | আসাম |
মানস জাতীয় উদ্যান | আসাম |
মুদুমালাই জাতীয় উদ্যান | তামিলনাড়ু |
নামদাফা জাতীয় উদ্যান | অরুনাচলপ্রদেশ |
পালামৌ জাতীয় উদ্যান | ঝাড়খন্ড |
পেরিয়ার জাতীয় উদ্যান | কেরালা |
পান্না জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
সিমলিপাল জাতীয় উদ্যান | উড়িষ্যা |
টাডোবা জাতীয় উদ্যান | মহারাষ্ট্র |
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান | হিমাচলপ্রদেশ |
ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক | ছত্তিশগড় |
নন্দাদেবী ন্যাশনাল পার্ক | উত্তরাখন্ড |
সিঙ্গালিলা জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ |
বাল্মিকি ন্যাশনাল পার্ক | বিহার |
ভিতরকনিকা জাতীয় উদ্যান | উড়িষ্যা |
রাজাজি ন্যাশনাল পার্ক | উত্তরাখন্ড |
মাওলিং ন্যাশনাল পার্ক | অরুনাচলপ্রদেশ |
সেলিম আলী ন্যাশনাল পার্ক | জম্মু-কাশ্মীর |
ভারতের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের জাতীয় উদ্যান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 291 KB
Click Here to Download
File Name: ভারতের জাতীয় উদ্যান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 291 KB
Click Here to Download
Please share the syllabus of wbpsc industrial development officer exam and previous year questions of this exam
ReplyDelete